৭ অধ্যায় ।] ও প্রস্থতা ত্রিশ হস্ত ; এবং সম্মুখস্থ আর এক বারাগু করিল, এবং অন্য স্তম্ভ ও পাই ডুকাষ্ঠ তাহার সম্মুখে ছিল। এবং যে সিংহাসনের বারাণ্ডাতে বিচার করিবে, তাহ বিচারবারাগু। করিল, এব^ মেঝিয়ার এক দিগ অবধি অন্য দিগ পর্যন্ত এরস্কাষ্ঠ দ্বারা আচ্ছাদিত করিল। ৮ আর আপন বাসগৃহের নিমিত্তে বারাণ্ডার পশ্চাতে তদ্রুপ আর এক প্রাঙ্গণ করিল ; এবং সুলেমান আপন ভার্ষ্য ফিরেীণের কন্যার নিমিত্তে ঐ বারাপ্তার ন্যায় আর এক বারাগু নির্মাণ করিল। - এই সকল ভিত্তিমূল অবধি আলিশা পর্যন্ত ভিতরে ও বাহিরে তক্ষিত প্রস্তুরের পরিমাণানুসারে করাতদ্বারা ছিন্ন বহুমূল্য প্রস্তুরদ্বারা নির্মাণ করিল, এবং বাহিরে প্রশস্ত প্রাজণের দিগেও তদ্রুপ করিল । ** এবং বহুমূল্য প্রস্তর, অর্থাৎ দশ হস্তু পরিমিত ও অষ্ট হস্ত পরিমিত বৃহৎ প্রস্তুরদ্বারা ভিত্তিযুল করিল। ** ও তাহার উপরে তক্ষিত প্রস্তরের পরিমাণানুসারে বহুযুল্য প্রস্তর ও এরসকাষ্ঠ দিল । ** এব^ যেমন পরমেশ্বরের মন্দিরের মধ্যপ্রাঙ্গণে ও আপন গৃহের বারাণ্ডাতে, তদ্ধপ মহাপ্রাঙ্গণের চতুদিগে তিন শ্রেণী তক্ষিত প্রস্তর, ও এক শ্রেণী এরস্কাষ্ঠ দিল ।
- পরে সুলেমান রাজা লোক প্রেরণ করিয়া সোরহইতে হুরমকে আনাইল । * ঐ হুরম নপ্তালি বংশীয় এক বিধবার গভজাত, ও সোর নগরস্থ এক কাৎস্যকারের পুত্র ছিল ; সে পিত্ত
লের সমস্ত কর্মেতে সুজ্ঞানী ও বুদ্ধিমান ও । নিপুণ ছিল ; পরে সে সুলেমান রাজার কাছে আসিয়া তাহার সমস্ত কাৰ্য্য করিল।
- সে পিতলের দুই স্তম্ভ নির্মাণ করিল ; তাহার এক স্তম্ভ অষ্টাদশ হস্ত উচ্চ, এবং দ্বাদশ হস্ত পরিমিত সূত্র দ্বিতীয় স্তন্ডের পরিধি ছিল। ** এবং দুই স্তম্ভের মস্তকে স্থাপনাথে পিতলের দুই মাখল ছাঁচে ঢালিল, এক মাথলার উচ্চতা যেমন পাচ হস্ত, অন্য মথিলার উচ্চতাও তদ্ধপ পাচ হস্ত করিল । ** এবং স্তম্ভের উপরিস্থ সেই মাথলার জন্যে জালকার্যে জাল ও শৃঙ্খলের কাৰ্য্যে পাকান রজজু নির্মাণ করিল ; তাহার এক মথিলার জন্যে যেমন সাত, অন্য মাথলার জন্যেও তদ্রুপ সাত করিল। ** এব^ স্তন্ডের উপরিস্থ মাথলা আচ্ছাদনার্থে জালরূপ কার্যের উপরে বেষ্টন করিতে দুই শ্রেণী দাড়িম্ব নির্মাণ করিল, এবং অন্য মাথলার জন্যেও তদ্রুপ করিল। ** এবং বারাণ্ডাতে দুই স্তন্ডের উপরিস্থ মাথলী চারি হস্ত পর্যন্ত শোষণ পূপের আকৃতিবিশিষ্ট ছিল। ২° এই জালরূপ কার্ষের নিকটে দুই স্তম্ভের মাথলার প্রধান ভাগের উপ
১ রাজাবলি । ~68) রে চতুদিগে শ্রেণীবদ্ধ দাড়িম্ব ছিল, প্রত্যেক মথিলার উপরে দুই শত ছিল । * পরে সে ঐ দুই স্তম্ভ মন্দিরের বারাণ্ডাতে স্থাপন করিল, এবং দক্ষিণ দিগের স্তম্ভ স্থাপন করিয়া তাহার নাম যাখীন ( স্থিরকারক) রাখিল, এবং বাম দিগের স্তম্ভ স্থাপন করিয়া তাহার নাম বোয়স্ (বল) রাখিল। ২ং ঐ দুই স্তন্ডের উপরে শোষণ পুস্পাকৃতি ছিল ; এই রূপে স্তন্ডের কার্য্য সমাপ্ত করিল । - -
- পরে সে ছাচে ঢালা এক গোলাকার সমুদুরূপ পাত্র নির্মাণ করিল, তাহ এক কাণ অবধি অন্য কাণ পৰ্য্যন্ত দশ হস্ত, ও তাহার উচ্চতা পাচ হস্ত, এবং তাহার পরিধি ত্রি^শৎ হস্ত করিল। ২° এবং চতুদিগে কাণার নীচে সমুদুরূপ পাত্র বেষ্টনকারি গোলাকৃতির শ্রেণী ছিল, প্রত্যেক হস্ত পরিমাণের মধ্যে দশ ২ গোলাকৃতি; সেই গোলাকৃতির দুই শ্রেণী পাত্র ঢালিবার সময়ে ছাচে ঢালা গিয়াছিল। ২° ঐ সমুদুরূপ পাত্র স্বাদশ গোরুর উপরে স্থাপিত ছিল ; তাহাদের তিন উত্তরমুখ, ও তিন পশ্চিমমুখ, ও তিন দক্ষিণমুখ, ও তিন পূৰ্ব্বমুখ ছিল ; এবং সমুদুরূপ পাত্র তাহাদের উপরে থাকিল তাহীদের পশ্চাদৃভাগ অন্তরে থাকিল। ** ঐ পাত্র চারি অঙ্গুলি পুরু, ও তাহার কাণ শোষণ পুপাকার বাটীর কাণার সদৃশ ছিল ; তাহাতে দুই সহস্র মণ ধরিত।
- পরে সে চারি হস্ত দীর্ঘ ও চারি হস্ত প্রস্থ ও তিন হস্ত উচ্চ পিত্তলময় দশ পীঠ নির্মাণ করিল। ২৮ সেই সকল পীঠের গঠন এই রূপ ; তাহাদের মধ্যদেশ ছিল, সেই সকল মধ্যদেশ বিটের মধ্যে ছিল । ** এবণ বিটের মধ্যদেশে সিAহ ও গোরু ও কিরূব চিত্রিত ছিল, এবR উপরিস্থ বিটেতেও সেই রূপ ছিল, এবং সিRহদের ও গোরুদের নীচে সুক্ষম কার্যের মালা ছিল । ** প্রত্যেক পীঠের পিস্তলময় চারি চক্র ও পিত্তলময় আল ছিল, এবং চারি কোণে স্থাপিত অবলম্বন ছিল, সেই সকল অবলম্বন স্নানপাত্রের নীচে ঢালা ছিল, ও প্রত্যেকের নিকটে মালা ছিল। ** এব^ মাথলার মধ্যে ও তদুপরি তাহার মুখ এক হস্ত, কিন্তু তাহার বহিমুখ স্তন্ডের আকৃতির ন্যায় গোল ও দেড় হস্ত' পরিমিত ; ও তাহার মুখের উপরে শিল্পকাৰ্য্য ছিল ; এব^ তাহার মধ্যদেশ সকল গোল নয়, চতুৰ্যেকাণ ছিল। ** এবং মধ্যদেশের নীচে চারি চক্র ; ঐ চক্রের আলি পীঠের সহিত নির্মিত ছিল ; তাহার প্রত্যেক চক্র দেড় হস্ত উচ্চ ছিল। ** এবং রথচক্রের ন্যায় তাহার আকৃতি ছিল, এবং তাহার আল ও নেমি ও
341