२ ० ক্ষাতে প্রণাম করিল, ** ও তদেশীয় সকলের কর্ণগোচরে ইফুেণিকে কহিল, আমার বাক্য যদি আপনকার গ্রাহ্য হয়, তবে নিবেদন করি, আমি সেই ক্ষেত্রের মূল্য দি, আপনি তাহ গ্রহণ করুন, পরে আমি সে স্থানে মৃত স্ত্রীর কবর দিব। * তাহাতে ইত্ত্বোন ইব্রাহীমকে উত্তর করিল, হে আমার প্রভো, আমার কথা শুনুন, * সেই ভূমির মূল্য চারি শত রৌপ্যমুদ্রামাত্ৰ ; ইহাতে আপনকার ও আমার কি হইতে পারে ? অতএব আপনি নিজ মৃত স্ত্রীকে কবরে দিউন। **ইফুেণের এমত কথা শুনিয়া ইব্রাহীম হেতের সন্তানদের কর্ণগোচরে ইফুেনি কর্তৃক উক্ত সৎখ্যানুসারে বণিকদের মধ্যে চলিত চারি শত রেীপ্যমুদ্র তেল করিয়া ইফুেণিকে দিল। ** অতএব মমির পূৰ্ব্বে মকপেলায় ইফুেণের যে ক্ষেত্র ছিল, সেই ক্ষেত্র ও তন্মধ্যবৰ্ত্তি গুহা ও সেই ক্ষেত্রস্থ বৃক্ষ সকল, অর্থাৎ তাহার চতুঃসীমান্তগর্ত বৃক্ষসমূহ, ৮ এই সকলেতে হেতের সন্তানদের অর্থাৎ তাহার ঐ নগরদ্বারে প্রবেশকারি সকলের সাক্ষাতে ইব্রাহীমের স্বতাধিকার স্থির করা গেল। ** অনন্তর ইব্রাহীম মমির পূৰ্ব্বে মকপেলা ক্ষেত্রে স্থিত গুহাতে আপন ভাৰ্য্যা সারার কবর দিল। সেই স্থান কিনানদেশস্থ হিরোন। ২° এই রূপে কবরস্থানের অধিকারার্থে সেই ক্ষেত্রে ও তন্মধ্যস্থিত গুহাতে ইরাহীমের অধিকার হেতের সন্তানগণকর্তৃক স্থিরীকৃত হইল। ২৪ অধ্যায়। ১ ইব্রাহীমের আপন ভূত্যকে দিব্য করাওন, ১০ ও সেই ভূত্যের যাত্রা ও প্রার্থনা করণ, ১৫ ও রিবকার সহিত সাক্ষাৎ করণ ও ঈশ্বরের ধন্যবাদ করণ, ২৮ ও ঐ ভূত্যকে লবিনের অতিথি করণ, ও রিস্কাকে ভূত্যুের চাহন ও লবনু ও বিথুয়েলের তাহাকে দিতে স্বীকার করণ, ৫৫ ও রিবকার ভূত্যের সহিত যাত্র করণ, ৬২ ও ইস্হাকের সহিত সাক্ষাৎ করণ । * তৎকালে ইব্রাহীম বৃদ্ধ ও গতবয়স্ক ছিল ; এবঞ্চ পরমেশ্বর ইব্রাহীমকে সৰ্ব্ব বিষয়ে আশীবাদ করিয়াছিলেন। অতএব সে আপন গৃহের সৰ্ব্বাধ্যক্ষ বৃদ্ধ ভূতকে কহিল, বিনয় করি, ভূমি অামার জঙঘাতে হস্ত দিয়৷ * আমার কাছে স্বর্গ মন্ত্যের প্রভু পরমেশ্বরের নামে এই দিব্য কর, আমি যে কিনানীয় লোকদের মধ্যে বাস করিতেছি, তুমি আমার পুত্রের বিবাহার্থে তাহাদের কোন কন্যা গ্রহণ না করিয়া “ আমার দেশে আমার জ্ঞাতিদের নিকটে গিয়া আমার পুত্র ইস্হাকের জন্যে কন্যা আনিবা। “ তখন সেই ভূত তাহাকে কহিল, যদি কোন কন্যা আমার সহিত 20 আদিপুস্তক l [২৪ অধ্যায় । এই দেশে আসিতে সন্মত না হয়, তবে কি করিব ? তুমি যে দেশহইতে আসিয়াছ, তোমার পুত্রকে লইয়া কি আর বার সেই দেশে উপস্থিত করিব ? * তাহাতে ইব্রাহীম কহিল, সাবধান, কোন ক্রমে । আমার পুত্রকে লইয়া আর বার সেখানে উপস্থিত করিও না। ? যিনি আমাকে পৈতৃক বাটী ও জন্মদেশের মধ্যহইতে আনিয়াছেন, এব^ আমি তোমার বংশকে এই দেশ দিব, এমত দিব্য করিয়াছেন ; সেই স্বৰ্গীয় প্রভু পরমেশ্বর তোমার আগ্নে আপন দূত পাঠাইবেন । তাহাতে তুমি আমার পুত্রের বিবাহের জন্যে এক কন্যা আনিতে পারিবী । ৮ যদি কোন কন্যা তোমার সহিত আসিতে সম্মত না হয়, তবে তুমি এই দিব্যহইতে মুক্ত হইবা ; কিন্তু আমার পুলকে লইয়া আর বার সে দেশে উপস্থিত করিও না। - তাহাতে সেই ভূত্য আপন প্রস্তু ইব্রাহীমের জঙ্ঘাতে হস্ত দিয়া তদ্বিষয়ে দিব্য করিল।
- পরে সেই ভূত্য আপন প্রভুর উষ্ট্রগণের মধ্যহইতে দশ উষ্ট্র ও প্রভুর নানাবিধ উত্তম দ্রব্য হস্তে লইয়া প্রস্থান করিয়া আরাম-নহরয়িম দেশের নাহোর নগরে যাত্রা করিল। ** পরে সন্ধ্যাকালে যে সময়ে যুবতীগণ জল জুলিতে আইসে, তৎকালে সে নগরের বাহিরে কুপের নিকটে উটুদিগকে বসাইয়া রাখিল, - ২ এবৎ এই প্রাথনা করিল, হে আমার স্বামি ইব্রাহীমের প্রভু পরমেশ্বর, আমি প্রার্থনা করি, আমার প্রভু ইব্রাহীমের প্রতি দয়া করিয়া অদ্য আমার সহিত সাক্ষাৎ কর । ** দেখ, আমি এই কুপের নিকটে দাড়াইয়া আছি, এবং এই নগরবাসিদের কন্যাগণ জল তুলিতে আসিতেছে ; ** অতএব ভূমি আপন কলশ নামাইয়া আমাকে জল পান করাও, এই কথা কোন কন্যাকে কহিলে সে যদি বলে, পান কর, আমি তোমার উটুগণকেও পান করাইব, তবে সে তোমার ভূত্য ইসহাকের জন্যে তোমার নিরূপিত কন্যা হউক, তাহাতে ভূমি আমার প্রভুর প্রতি দয়া করিতেছ, ইহা অামি জানিব ।
- এই কথা কহিতে ২ ইব্রাহীমের নাহোর নামক ভুতার স্ত্রী মিলকার গর্ভজাত যে বিগুয়েল, তাহার কন্যা রিবক স্কন্ধে কলশ লইয়া বাহিরে আইল। - সেই কন্যা পরম সুন্দরী ও অবিবাহিতা ছিল, এবং কোন পুরুষের উপভুক্ত। নহে। সে কুপে নামিয় কলশ পূরিয়া উঠিয়া আসিতেছে, ’ এমন সময়ে সেই ভূত্য দেী. ড়িয় তাহার সঙ্গে সাক্ষাৎ করিয়া কহিল, আমি বিনয় করি, তোমার কলশহইতে আমাকে কিঞ্চিৎ জল পান করিতে দেও। -- তাহাতে সে কহিল, হে মহাশয়, পান কর ; ইহা বলিয়া সে শীঘু