পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায় ] মিণ্য কd, ২০ ও সে কথা বিশ্বাস করণ প্রমুক্ত डाइौद्ध धठि झेश्व८ब्रद्र श्रमूष्ट्यर्थ, २७ ७ ॐ ऋग्नि মৃত্যু ও কবর দেওন, ৩৩ ও যারবিয়ামের মহাপাপ ।

  • পরে যারবিয়াম ধূপ জালাইতে বেদির নিকটে দাড়াইলে ঈশ্বরের এক লোক পরমেশ্বরের বাক্যের গুণে যিহুদাহইতে বৈথেলে উপস্থিত হইল এবং বেদির প্রতিকুলে পরমেশ্বরের বাক্যের গুণে এই কথা কহিল, হে বেদি, হে বেদি, পরমেশ্বর এই কথা কহেন, ‘ দায়দ ব^শে ঘোশিয় নামে এক বালক জন্মিবে ; টিকর স্থানের যে যাজকের তোমার উপরে ধূপ চালায়, তাহাদিগকে সে তোমার উপরে উংসর্গ করিবে, ও তোমার উপরে মনুষ্যের অস্থি দগ্ধ করা যাইবে।” - এবং ঐ দিবসে সে লক্ষণ নিদ্ধারণ করিতে এই কথা কহিল, পরমেশ্বর এই লক্ষণের কথা কহেন, দেখ, এই বেদি ভগ্ন হইবে, ও ইহার উপরিস্থ ভস্ম ভূমিতে পড়িয়া যাইবে। " পরে ঈশ্বরের লোক বৈথেলস্থ বেদির বিরুদ্ধে যে কথা প্রচার করিল, তাহা শুনিয়া যারবিয়াম রাজা বেদিহইতে হস্ত বিস্তার করিয়া কহিল, উহাকে ধর। কিন্তু সে তাহার বিরুদ্ধে যে হস্ত বিস্তার করিল, তাহ শুষক হইল, সে তাহা অার সAকোচ করিতে পারিল ন। • পরে ঈশ্বরের লোক কর্তৃক পরমেশ্বরের বাক্যদ্বারা যে লক্ষণ নিদ্ধারিত হইয়াiছল, তদনুসারে বেদি ভগ্ন হইল, ও বেfদহইতে ভস্ম ভূমিতে পড়িয়া গেল। * তখন রাজা ঈশ্বরের লোককে কহিল, আমার হস্ত যেন পুৰ্ব্বমত হয়, এই জন্যে ভূমি আমার নিমিত্তে প্রার্থনা করিয়া আপন প্রভু পরমেশ্বরের মুখ প্রসন্ন কর } তাহাতে ঈশ্বরের লোক পরমেশ্বরের মুখ প্রসন্ন করিলে রাজার হস্ত সুস্থ হইয়া পূৰ্ব্বমত হইল। * তখন রাজা ঈশ্বরের লোককে কহিল, তুমি আমার সহিত গৃহে আসিয়া প্রাণ যুড়াও, আর আমি তোমাকে পুরস্কার দিব। - ঈশ্বরের লোক রাজাকে কহিল, যদি তুমি আমাকে আপন বাটীর আদ্ধেক দেও, তথাপি তোমার সহিত প্রবেশ করিব না, ও এই স্থানে অন্ন ভোজন কিম্বা জল পান করিব না । * কেননা পরমেশ্বরের বাক্যদ্বারা আমাকে এই দৃঢ় আজ্ঞা দেওয়া গিয়াছে, তুমি অন্ন ভোজন ও জল পান করিৎ না, এবং যে পথ দিয়া যাইবা, সে পথ দিয়া ফিরিয়া আসিও না। ** পরে সে যে পথ দিয়া বৈথেলে আসিয়াছিল, সে পথ দিয়া না যাইয়া অন্য পথ দিয়া প্রস্থান করিল।
    • ঐ বৈথেলে এক প্রাচীন ভবিষ্যদ্বক্ৰী বাস করিত তাহার পুত্ৰগণ আসিয়া বৈথেলে ঐ দিবসে ঈশ্বরের লোকের কৃত কর্মের বৃত্তান্ত

১ রাজাবলি। ←Ᏹ©Ꮌ তাহাকে জ্ঞাত করিল, বিশেষতঃ ঐ ব্যক্তি রাজাকে যে ২ কথা কহিয়াছিল, তাহা আপনাদের পিতাকে কহিল। * তাহাতে তাহাদের পিতা জিজ্ঞাসিল, সে কোন পথে গেল ? যিহুদাহইতে আগত ঈশ্বরের লোক কোন পথে গেল, তাহ তাহার পুত্ৰগণ দেখিয়াছিল। ** পরে সে আপন পুত্রদিগকে গৰ্দ্দভ সাজাইতে কহিল ; তাহাতে তাহার। তাহার জন্যে গৰ্দভ সাজাইলে ** সে তাহাতে আরোহণ করিয়া ঐ ঈশ্বরের লোকের পশ্চাদগমন করিল, এবং এক এল বৃক্ষের তলে তাহাকে বসিয়া থাকিতে দেখিয় জিজ্ঞামিল, তুমি কি যিহুদাহইতে আগত ঈশ্বরের লোক ? সে কহিল, আমি বটি। * তখন সে তাহাকে কহিল, তুমি আমার সহিত আমার গৃহে আসিয়া কিছু আহার কর। -- তাহাতে সে কহিল, আমি তোমার সহিত ফিরিয়া যাইতে ও তোমার গৃহে প্রবেশ করিতে পারি না ; এবং এখানে তোমার সঙ্গে অন্ন ভোজন ও জল পান করিব না। ** কেননা পরমেশ্বরের বাক্যদ্বারা আমাকে এই আজ্ঞা দেওয়া গিয়াছে, * তুমি সে স্থানে অন্ন ভোজন ও জল পান করিও না, এবং যে পথ দিয়া যাইবা, সে পথ দিয়া ফিরিয়া আসিও না।’ ১৮ পরে সে তাহাকে কহিল, তোমার মত আমিও এক ভবিষ্যদ্বক্ৰী ; এক দূত আমাকে পরমেশ্বরের বাক্যদ্বারা এই কথা কহিয়াছে, তুমি উহাকে অন্ন ভোজন ও জল পান করাইতে ফিরাইয়। আপন গৃহে আন । কিন্তু সে তাহাকে মিথ্যা কথা কহিল । ** অতএব সে তাহার সহিত ফিরিয়া যাইয় তাহার গৃহে অন্ন ভোজন ও ড্রাল পান করিল।

  • * তাহার ভোজনাসনে বসিয়া আছে, এমত সময়ে যে ভবিষ্যদ্বক্তা তাহাকে ফিরাইয়া আনিয়াছিল, তাহার প্রতি পরমেশ্বরের বাক্য উপস্থিত হইল। ২• তাহাতে যে যিহুদাহইতে আগত ঈশ্বরের লোককে উচ্চৈঃস্বরে কহিল, পরমেশ্বর এই কথা কহেন, তুমি পরমেশ্বরের আজ্ঞার বিরুদ্ধাচরণ করিলা ; তোমার প্রস্তু পরমেশ্বর তোমাকে যাহা আজ্ঞা করিলেন, তাহা তুমি পালন করিলা না। ২ং তিনি ষে স্থানের বিষয়ে কহিলেন, “ তুমি অন্ন ভোজন ও জল পান করিও না, তুমি সেই স্থানে ফিরিয়া আসিয়া অন্ন ভোজন ও জল পান করিল, এই হেতুক তোমার শব তোমার পিতৃকলর পাইবে না। - - * * * “ অপর তাহার ভোজন পান সাঙ্গ হইলে যে ভবিষ্যদ্বক্তাকে সে ফিরাইয়া আনিয়াছিল, তাহার জন্যে গন্দর্ভ সাজাইল; ২° তাহাতে, সে

351