পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.১৯ অধ্যায় ।] বার কর ; জাহাতে তাহার। তৃতীয় বার তাহ করিল। * তাহাতে বেদির চতুদিগে জল গেল, এবং ঐ খাতও জলেতে পরিপূর্ণ হইল। - এবং সন্ধ্যাকালের বলিদান সময়ে এলিয় ভবিষ্যদ্বক্তা নিকটে আসিয়া কহিল, হে ইব্রাহীমের ও ইসহাকের ও ইস্রায়েলের প্রভু পরমেশ্বর, তুমি যে ইস্রায়েলের ঈশ্বর, এবং আমি যে তোমার দাস, ও তোমার বাক্যদ্বারা এই সকল কর্ম করিতেছি, ইহা অদ্য সকলে জ্ঞাত হউক। " হে পরমেশ্বর, আমার কথা শুন, আমার কথা শুন ; হে যিহোৱাং, তুমিই ঈশ্বর আছ, ইহা এই লোকের জ্ঞাত হউক, জুমি ইহাদের মন পরিবৰ্ত্তন করিয়া আপনকার অনুগামি কর । * তখন পরমেশ্বরের অগ্নি পতিত হইয়া হব ও কাষ্ঠ ও প্রস্তর ও ধূলি দগ্ধ করিল, ও পরিখাস্থিত জলও শুষক করিল । * তাহা দেখিয়া তাবৎ লোক অষ্টাঙ্গ প্রণাম করিয়া কহিল, " যিহোবাই ঈশ্বর, যিহোবাই ঈশ্বর।’ ** পরে এলিয় তাহাদিগকে কহিল, তোমরা বালের ভবিষ্যদ্বক্তৃগণকে ধর, তাহাদের এক জনকেও পলায়নদ্বারা রক্ষা পাইতে দিও না। তাহাতে তাহারা তাহাদিগকে ধরিলে এলিয় কীশোন স্রোতের নিকটে নামাইয়া সেখানে তাহাদিগকে বধ করিল।

    • পরে এলিয় আহাৰকে কহিল, তুমি য়াইয়া ভোজন পান কর, কেননা অতিশয় বৃষ্টির শব্দ শুনিতেছি। " তাহাতে আহাৰ ভোজন পান করিতে গেল, কিন্তু এলিয় কমিলের শৃঙ্গে যাইয়। ভূমিতে হাটু গাড়িয় আপন মুখ দুই হাঁটুর ভিত্তরে রাখিল ; ** এবং আপন দাসকে কহিল, তুমি যাইয়া সমূদ্রের দিগে অবলোকন কর। তাহাতে সে যাইয়া অবলোকন করিয়া কহিল, কিছু নাই। এই রূপে এলিয় সাত বাৱ কহিল, যাও; i ** অপর সে সাত বার গেলে পর কহিল, দেখ, সমুদৃহইতে মনুষ্যহস্তের ন্যায় ক্ষুদ্র একটি মেঘ উঠিতেছে । তখন এলিয় কহিল, তুমি যাইয়া আহাবকে কহ, রথে অশ্ব যোগ করিয়া গমন কর, পাছে বৃষ্টিদ্বারা তোমার বাধা হয়। ** ইতিমধ্যে মেঘ ও বায়ুদ্বারা আকাশ অন্ধকরিময় হইলে অতিশয় বৃষ্টি হইল ; তাহাতে আহাব যানারোহণ করিয়া যিষিয়েল নগরে গমন করিল । ** এবং পরমেশ্বর এলিয়েতে হস্তাপর্ণ করিলে সে কটিবন্ধন পূৰ্ব্বক যিন্ত্রিয়েলের প্রবেশস্থান পর্যন্ত আহাবের অগ্লে ২ ধাবমান হইল ।

১৯ অধ্যায় । ১ এলিয়ের পলায়ন, ৪ ও প্রাস্তরে প্রাণধারণে বিরক্ত হইলে দিব্য দূতদ্বারা সত্ত্বেন পাওন, ৯ ও হোরেৰ পৰ্ব্বতে ঈশ্বরের দর্শন দেওন এবং হসঃ ১ রাজাবলি । Nలి(ఫె য়েল্ ও যেস্থ ও ইঙ্গীশায়কে অভিষিক্ত করিতে এলিয়কে প্রেরণ, ১৯ ও ইলীশায়ের আপন কুটুস্বাদি ত্যাগ করিয়া এলিয়ের পশ্চাদৃগমন করণ।

  • পরে আহব এলিয়ের কৃত ঐ কর্মের বৃত্তান্ত, বিশেষতঃ খড়গদ্বারা ভবিষ্যদ্বক্তগণকে বধ করাণের বৃত্তান্ত ঈষেবলকে জ্ঞাত করিল । * তাহাতে ঈষেবল এলিয়ের নিকটে দূত প্রেরণ পূৰ্ব্বক এই কথা কহিল, কল্য এমত সময়ে যদি তাহাঁদের একের প্রাণের ন্যায় তোমার প্রাণকে না করি, তবে দেবগণ আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন । * তাহাতে এলিয় তহি দেখিয়৷ উঠিয়া প্রাণরক্ষার্থে স্থানান্তরে গমন করিল, এবং যিহুদার অন্তঃপাতি বেরশেবাতে উপস্থিত হইয়। সেখানে আপন দাসকে রাখিল ।
  • অনন্তর প্রান্তরের মধ্যে এক দিবসের পথ যাইয়া এক রোতম বৃক্ষ পাইয় তাহার তলে বসিল, এবং আপন মৃত্যু প্রার্থনা করিয়া কহিল, এই প্রচুর, হে পরমেশ্বর, এখন আমার প্রাণ লও, কেননা আপন পূৰ্ব্বপুরুষদের হইতে আমি উত্তম নহি। " পরে সে রোতম বৃক্ষের তলে শয়ন করিয়া নিদ্রিত হইলে এক দূত আসিয়া তাহাকে সপশ করিয়া কহিল, উঠ, আহার কর ।

• তাহাতে সে দৃষ্টি করিলে আপন শিয়রে আঙ্গারে পর এক পিটক ও এক ভাণ্ড জল দেখিল ; পরে সে, ভোজন পান করিয়া পুনবার শয়ন করিল। ‘ অপর পরমেশ্বরের দূত দ্বিতীয় বার তাহার নিকটে আসিয়া তাহাকে সপশ করিয়া কহিল, উঠ, আহার কর, কেননা তোমার শক্তিহইতেও পথ অধিক আছে। ৮ তাহাতে সে উঠিয়া ভোজন পান করিলে সেই খাদ্যের শক্তিতে চল্লিশ দিবারাত্ৰিতে ঈশ্বরের পর্বত হোরেব পর্যন্ত গমন করিল।

  • পরে সে সেই স্থানস্থ গহ্বরেতে উপস্থিত হইয়। রাত্রি যাপন করিল । তখন পরমেশ্বরের এই বাক্য তাহার নিকটে উপস্থিত হইল, হে এলিয়, ভূমি এখানে কি করিতেছ? ** তাহাতে সে কহিল, আমি সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের জন্যে অতিশয় উদৃযোগী হইলাম ; কেননা ইস্রায়েল বংশ তোমার নিয়ম ত্যাগ করিল, ও তোমার যজ্ঞবেদি সকল ভাঙ্গিয়া খড়গদ্বারা তোমার ভবিষ্যদ্বস্তৃগণকে বধ করিল ; কেবল আমি একলা অবশিষ্ট রহিলাম ; আর তাহার। আমারও প্রাণ লইতে চেষ্টা করিতেছে। ** পরে তিনি কহিলেন, তুমি বাহির হইয়। এই পৰ্ব্বতে পরমেশ্বরের সন্মুখে দাড়াও । পরে পরমেশ্বর সেই স্থান দিয়া গমন করিলেন ; তাহাতে পরমেশ্বরের অগ্ৰগামি প্রবল প্রচণ্ড বায়ুদ্বারা পৰ্ব্বতগণ বিদীর্ণ হইল ও পাষাণ খণ্ড ২ হইয়া ভগ্ন

- 359