^రి$3 হোশাফটকে কহিল, তুমি কি রামোৎ-গিলিয়দে যুদ্ধ করিতে আমার সহিত যাইবা ? তাহাতে যিহোশাফটু ইস্রায়েলের রাজাকে কহিল, আমি ও তুমি, এবং আমার লোক ও তোমার লোক, এবং আমার আশ্ব ও তোমার অশ্ব, সকলই এক। “ পরে যিহোশাফট ইস্রায়েলের রাজfকে কহিল, আমি বিনয় করি; আদ্য ইহাতে পরমেশ্বরের কি বাক্য, তাহ জিজ্ঞাসা কর । * তাহাতে ইদ্রায়েলের রাজ প্রায় চারি শত ভবিষ্যদ্বক্তাকে একত্র করিয়া জিজ্ঞাসা করিল, আমি রামোহ-গিলিয়দে যুদ্ধ করিতে যাইব, কি ক্ষান্ত হইব ? তখন তাহারা কহিল, যাও ; পরমেশ্বর মহারাজের হন্তে তাহ সমপর্ণ করিবেন। * পরে যিহোশাফটু জিজ্ঞাসিল, যাহাকে জিডাসা করিতে পারা যায়, পরমেশ্বরের এমত ভবিষ্যদ্বক্তা কি আর কেহ নাই ? ৮ তখন ইস্রায়েলের রাজা যিহোশাফটকে কহিল, আমরা যfহাদ্বারা পরমেশ্বরকে জিজ্ঞাসা করিতে পারি, এমত আর এক জন আছে, যিন্ত্রের পুত্ৰ মাথায় তাহার নাম; কিন্তু আমি তাহাকে ঘৃণা করি, কেননা সে আমার বিষয়ে অমঙ্গলের কথা ভিন্ন কোন মঙ্গলের কথা কহে না । তাহাক্তে যিহোশাফট কহিল, মহারাজ এমত কথা কহিবেন না। * তখন ইস্রায়েলের রাজা আপনার এক গৃহাধ্যক্ষকে ডাকিয়া আজ্ঞা দিল, যিন্ত্রের পুত্র মাথায়কে শীঘু এখানে আন। ** অপর ইস্রায়েলের রাজা ও যিহুদার যিহোশাফট রাজা শোমিরোণের দ্বার প্রবেশের সমান স্থানে আপন ২ রাজকীয় বস্ত্র পরিধান করিয়া আপন ২ সিAহাসনে বসিলে, ভবিষ্যদ্বক্তৃগণ তাহাদের সম্মুখে ঈশ্বরীয় বাক্য কহিতে লাগিল। ** বিশেষতঃ খিনানার পুত্ৰ সিদিকিয় লৌহময় শৃঙ্গ নির্মাণ করিয়া কহিল, পরমেশ্বর এই কথা কহেন, ইহাদ্বারা তুমি আরামীয়দিগকে স^হার করণ পর্যন্ত আঘাত করিব। ** এবং তাবৎ ভবিষ্যদ্বক্তা ঈশ্বরীয় বাক্যদ্বারা ইহা কহিল, তুমি রামোৎ-গিলিয়দে যাইয়া ভাগ্যবান হও ; পরমেশ্বর তাহা মহারাজের হস্তগত করবেন। - অপর যে দূত মাথায়কে ডাকিতে গেল, সে তাহাকে কহিল, দেখ, সকল ভবিষ্যদ্বক্তা এক জনের ন্যায় রাজার মঙ্গল কথা কহিল ; অতএব আমি বিনয় ঘরি, তুমিও তাহাদের এক জনের ন্যায় মঙ্গলকথা কহ । ** স্তাহাতে মাখায় কহিল, আমি পরমেশ্বরের অমরতার দিব্য করিতেছি, পরমেশ্বর আমার কাছে ষে কথা কহিবেন, আমি সেই কথা কহিব। ,° {。 পরে সে রাজার নিকটে আইলে রাজা 364, ১ রাজাবলি। [২২ অধ্যায়। তাহাকে জিজ্ঞাসিল, হে মীখায়, আমরা রামোং-গিলিয়দের বিরুদ্ধে যুদ্ধ করিতে যাইব, কি ক্ষান্ত হইব ? তাহাতে সে তাহাকে কহিল, তুমি যাইয়া ভাগ্যবান হও ; পরমেশ্বর তাহা মহারাজের হস্তে সমপর্ণ করিবেন। ** পরে রাজা তাহাকে কহিল, তুমি পরমেশ্বরের নামে সত্য কথা ব্যতিরেকে আর কিছুই কহিও না, আমি কত বার তোমাকে এই শপথ করাইব ? *? তাহাতে সে কহিল, আমি ইসায়েলের সকল লোককে অরক্ষক মেষের ন্যায় পৰ্ব্বতের উপরে ছিন্নভিন্ন দেখিলাম ; এব^ পরমেশ্বর কহিলেন, ইহাদের স্বামী নাই ; প্রত্যেক জন আপন ২ বাটীতে কুশলে ফিরিয়া যাউক। ৮ পরে ইস্রা রেলের রাজা যিহোশাফটুকে কহিল, ঐ ব্যক্তি আমার বিষয়ে অমঙ্গলের কথা ভিন্ন কোন মঙ্গলের কথা কহে না, ইহা আমি কি আগ্নে তোমাকে কহি নাই ? ** পরে মীথায় কহিল, তুমি পরমেশ্বরের বাক্য শুন ; আমি সি২হাসনোপবষ্ট পরমেশ্বরকে এব^ দক্ষিণে ও বামে র্তাহার নিকটে দণ্ডায়মান স্বগীয় তাবৎ সৈন্যকে দেখিলাম। & * পরমেশ্বর কহিলেন, আহাব যেন রামোৎ-গিলিয়দে যাইরা পতিত হয়, এই জন্যে কে তাহাকে ভুলাইবে ? তাহাতে এক জন এক প্রকারে ও অন্য জন অন্য প্রকারে, কহিল । * * শেষে এক অমাত্মা আসিয়া পরমেশ্বরের সাক্ষাতে দাড়াইয়া কহিল, আমি তাহাকে ভুলাইব । ** পরমেশ্বর কহিলেন, কিসে ? সে কহিল, আমি যাইয় তাহার সকল ভবিষ্যদ্বক্তার মুখেতে মিথ্যাবাদি আত্মা হইব। তখন তিনি কহিলেন, তুমি তাহাকে ভুলাইয়া জয়ী হও, ও ঘাইয়া সেই রূপ কর। ** এই রূপে দেখ, পরমেশ্বর তোমার এই সকল ভবিষ্যদ্বক্তাদের মুখে মিথ্যাবাদি আত্মা দিলেন ; কিন্তু পরমেশ্বর তোমার অমঙ্গলের কথা কহিয়াছেন। ২* তখন খিনানার পুত্র সিদিকিয় নিকটে আসিয়া মীথায়কে এক চড় মারিয়া কহিল, পরমেশ্বরের আত্মা তোকে কহিবার জন্যে আমার নিকটহইতে কোন দিগে গিয়াছিল ? “ মাথায় কহিল, দেখ, যে দিনে তুমি লুকাইবার জন্যে গৰ্ত্তাগারে যাইলা, সেই দিনে তাহ জানিবা । ** পরে ইসুয়েলের রাজ আজ্ঞা করিল, মাখায়কে ধরিয়া নগরাধ্যক্ষ আমোনের ও রাজপুত্ৰ ঘোয়াশের নিকটে লইয়া যাও । ** এবং তাছাদিগকে কহ, রাজা এই কথা কহে, ইহাকে কারাগারে বদ্ধ করা, এব^ যে পর্যন্ত আমি কুশলে ফিরিয়া না আইসি, তাবৎ ইহাকে ভোজনার্থে দুঃখরূপ অন্ন ও দুঃখরূপ জল দেও। ২• তাহাতে মাথায় কহিল, তুমি যদি কুশলে . .
পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।