রাজাবলির দ্বিতীয় পুস্তক। ১ অধ্যায় । ১ পীড়ার সময়ে দেবের কাছে আহুসিয়ের দুতগণকে প্রেরণ, ৫ ও দূতগণের সহিত এলিয়ের সাক্ষাৎ করণ, ৯ ও এলিয়কে ধরিতে দুই দলকে প্রেরণ ও তাছাদের বিনাশ, ১৩ ও তুতীয় দশকে প্রেরণ ও তাহার রক্ষ, ১৭ ও অহসিয়ের মৃত্যু।
- অাহাবের মৃত্যুর পরে মোয়ার্বীয় লোকেরা ইস্রায়েলের অধীনতা অস্বীকার করিল। ‘ অপর তাহমিয় শোমিরোণস্থিত আপন গৃহের উপরিস্থ কুঠরির বাতায়ন দিয়া পতিত হইয়া পীড়িত হইল ; তাহাতে সে আপন দূতগণকে এই কথা কহিল, এই পীড়াহইতে আমি মুক্ত হইব কি না ? ইহা জিজ্ঞাসা করিতে তোমরা ইক্রোণের বাল-সিকূব দেবতার নিকটে গমন কর। ৩ কিন্তু পরমেশ্বরের তিশীয় এলিয়কে কহিলেন, তুমি উঠিয়া শোমিরোণীয় রাজার দূতগণের সহিত সাক্ষাৎ করিতে মাইয় তাহাদিগকে এই কথা কহ, ইস্রায়েল দেশে কি ঈশ্বর নাই, যে তোমরা ইক্রোণের দেবতা বলি-সিকূবের কাছে জিজ্ঞাসা করিতে যাইতেছ? * পরমেশ্বর এই কথা কহেন, তুমি যে শয্যাতে পড়িয়া আছ, তাহাহইতে উঠিতে পারিব না, অবশ্য মরিব1। পরে এলিয় চলিয়া গেল।
- অপর দূতগণ ফিরিয়া রাজার নিকটে অাইলে সে জিজ্ঞাসা করিল, তোমর কেন ফিরিয়া আইলা ? * তাহারা উত্তর করিল, এক জন আসিয়া আমাদের সহিত সাক্ষাৎ করিয়া কহিল, যে রাজা তোমাদিগকে পাঠাইল, তোমরা তাহার কাছে ফিরিয়া যাইয়া কহ, পরমেশ্বর এই কথা কহেন, ইস্রায়েল দেশে কি ঈশ্বর নাই, যে তুমি ইক্রোণের দেবতা বাল-সিৰূবের কাছে জিজ্ঞাসা করিতে লোক পাঠাইতেছ? তুমি যে শয্যাতে পড়িয়া আছ, তাহাহইতে উঠিতে পারিব না, অবশ্য মরিব । " রাজা তাহাদিগকে জিজ্ঞাসিল, তোমাদের সহিত সাক্ষাৎ করিতে আসিয়া যে মানুষ এই কথা কহিয়াছিল, সে কি প্রকার লোক ? - তাহার। উত্তর করিল, সে লোমশ, এবং তাহার কটিতে চর্মপটুক বদ্ধ আছে। তাহাতে রাজা কহিল, সে তিশবীয় এলিয়। * পরে রাজা পঞ্চাশ লোকের সহিত এক জন পঞ্চাশৎপতিকে তাহার নিকটে পাঠাইয়। দিল। তৎকালে এলিয় এক পৰ্ব্বতের শৃঙ্গে
366 বসিয়াছিল। তাহাতে সে তাহার নিকটে উঠিয়া কহিল, হে ঈশ্বরের লোক, রাজা আজ্ঞা করিলেন, তুমি নাম। তাহাতে এলিয় পঞ্চাশৎপতিকে উত্তর করিল, যদি আমি ঈশ্বরের লোক হই, তবে তাকাশহইতে অগ্নি নামিয়া তোমাকে ও তোমার পঞ্চাশ লোককে দগ্ধ করুক। তাহাতে আকাশহইতে অগ্নি নামিয়া তাহাকে ও তাহার পঞ্চাশ লোককে দগ্ধ করিল। ** পরে রাজা পুনৰ্ব্বার পঞ্চাশ লোকের সহিত আর এক জন পঞ্চাশংপতিকে পাঠাইল । তাহাতে সে কহিল, হে ঈশ্বরের লোক, রাজা আজ্ঞা করিলেন, শীঘু নামিয়া আইস এলিয় তাহাদিগকে উত্তর করিল, যদি আমি ঈশ্বরের লোক হই, তবে আকাশহইতে অগ্নি নামিয়া তোমাকে ও তোমার পঞ্চাশ লোককে দগ্ধ করুক। তাহাতে আকাশহইতে ঈশ্বরের অগ্নি নামিয় তাহাকে ও তাহার পঞ্চাশ লোককে দগ্ধ করিল।
- পরে রাজা তৃতীয় বার পঞ্চাশ লোকের সহিত এক জন পঞ্চাশংপতিকে পাঠাইল । তাহাতে সেই তৃতীয় পঞ্চাশংপতি যাত্রা করিয়া উপস্থিত হইয় এলিয়ের সাক্ষাতে হাটু পাতিয়া বিনয়পূৰ্ব্বক কহিল, হে ঈশ্বরের লোক, আমি বিনয় করি, অামার প্রাণ এব^ তোমার এই পঞ্চাশ জন দাসের প্রাণ তোমার দৃষ্টিতে বহুমূল্য হউক। ** পূৰ্ব্বে আকাশহইতে অগ্নি নামিয়া পঞ্চাশ ২ লোককে ও তাহাদের সেনাপতিকে দগ্ধ করিল ; কিন্তু এখন আমার প্রাণ তোমার দৃষ্টিতে বহুমূল্য হউক। * তাহাতে পরমেশ্বরের দূত এলিয়কে কহিলেন, ইহার সহিত নামিয় যাও, ইহাকে ভয় করিও না। পরে এলিয় উঠিয় তাহার সহিত রাজার নিকটে গেল। ** এব^ রাজাকে কহিল, পরমেশ্বর কহেন, কথা জিজ্ঞাসা করিতে ইসায়েল দেশে ঈশ্বর নাই, ইহা ভাবিয়া তুমি কি ইক্রোণের বাল-সিকূব দেবতার কাছে জিজ্ঞাসা করিতে দূতগণকে পাঠাইলা । অতএব তুমি যে শয্যাতে পড়িয়া আছ, তাহাহইতে উঠিব না, অবশ্য মরিব ।
- পরে এলিয়দ্বারা প্রচারিত পরমেশ্বরের বাক্যানুসারে সে মরিলে তাহার পুত্র না থাকাতে যিহুদার রাজা যিহোশাফটের পুত্ৰ যো