পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায়।] রামের অধিকারের দ্বিতীয় বৎসরে যিহোরাম তাহার পদে রাজা হইল। ** এই অহসিয়ের ক্রয়ার অবশিষ্ট বৃত্তান্ত ইসায়েলের রাজাদের ইতিহাসপুস্তুকে কি লিখিত নাই ? ২ অধ্যায় । ১ এলিয় ও ইলীশায়ের যাত্র করণ ও নদী পার হওন ও কথোপকথন ও এলিয়ের স্বৰ্গারোহণ, ১ ২ ও ইলীশায়ের পুনরাগমন ও নদী পার হওন ও ভবিষ্যদ্বক্তৃগণদ্বারা মর্যাদা প্রাপ্ত হওন, ১৯ ও প্রথম আtশ্চর্য্য ক্রিয়া, ২৩ ও দ্বিতীয় আশ্চর্য্য ক্রিয়া ।

  • যে দিনে পরমেশ্বর ঘূর্ণবায়দ্বারা এলিয়কে স্বৰ্গারোহণ করাইলেন, সেই দিনে এলিয় ও ইলীশায় গিলগলহইতে যাত্রা করিলে ২ এলিয় ইলীশায়কে কহিল, আমি বিনয় করি, তুমি এই স্থানে থাক, কেননা পরমেশ্বর আমাকে বৈথেল পর্যন্ত পাঠাইলেন । তাহাতে ইল্লীশায় উত্তর করিল, যদি পরমেশ্বর অমর হন, এবx তোমার প্রাণ সঞ্জীব হয়, তবে আমি তোমাকে ত্যাগ করিব না। অতএব তাহারা বৈথেলে গেল। ৩ তাহাতে বৈথেলনিবাসি শিষ্য ভবিষ্যদ্বতৃগণ বাহিরে ইলীশায়ের নিকটে আসিয়া তাহাকে কহিল, আদ্য পরমেশ্বর তোমার উপরহইতে তোমার প্রভুকে লইবেন, ইহা কি তুমি জান ? সে কহিল, আমিও তাহা জানি ; তোমর নীরব হও । * পরে এলিয় তাহাকে কহিল, হে ইলীশায়, বিনয় করি, তুমি এখানে থাক ; কেননা পরমেশ্বর আমাকে যিরীহোতে পfঠাইলেন । তাহাতে সে কহিল, যদি পরমেশ্বর অমর হন, এবং তোমার প্রাণ সজীব হয়, তবে আমি তোমাকে ত্যাগ করিব না। অতএব তাহারা ঘিরীহোতে আইল । * তখন ষিরীহোনিবাসি শিষ্য ভবিষ্যদ্বক্তৃগণ ইলীশায়ের নিকটে আসিয়া কহিল, আদ্য পরমেশ্বর তোমার উপরহইতে তোমার প্রস্তুকে লইবেন, ইহা কি ভূমি জান ? সে উত্তর করিল, আমিও তাহা জানি ; তোমরা নীরব হও । * পরে এলিয় তাহাকে কহিল, আমি বিনয় করি, তুমি এই স্থানে থাক, কেননা পরমেশ্বর আমাকে যদ্দনের নিকটে পাঠাইলেন। সে উত্তর করিল, যদি পরমেশ্বর অমর হন, এবং তোমার প্রাণ সজীব হয়, তবে আমি তোমাকে ত্যাগ করিব না । পরে তাহারা দুই জন আগে গেল। " এবং শিষ্য ভবিষ্যদ্বক্রাদের মধ্যে পঞ্চাশ জন যাইয় তাহাদের সম্মুখে কিঞ্চিৎ দূরে দাড়াইল, এবং ঐ দুই জনও যদ্দনের তীরে দাড়াইল । ৮ পরে এলিয় আপনার গাত্রাবরণ , বস্ত্র ধরিয়া জড় করিয়া জলেতে আঘাত করিল ; তাহাতে জল এদিগে

২ রাজাবলি । "రిలి ওদিগে বিভিন্ন হইলে তাহারা জন গুযক ভূমি দিয়া পার হইল। - পার হইলে পর এলিয় ইলীশায়কে কহিল, তোমার নিকটহইতে নীত হওনের পূৰ্ব্বে আমি তোমার নিমিত্তে কি করিব ? তাহ প্রার্থনা কর । তাহাতে ইলীশায় কহিল, তোমার আত্মার দুই অংশ আমাতে বল্লুক, এই আমার প্রাথন। -- সে কহিল, যাহা প্রার্থনা করিলা তাহ দুঃসাধ্য ; তথাপি যদি তোমার নিকটহইতে নীত হওন সময়ে আমাকে দেখিতে পাও, তবে তোমার প্রতি তদ্রুপ বৰ্ত্তিরে ; কিন্দ্ব না দেখিলে বৰিবে না। * * তাহার! যাইতে ২ এই রূপ কথা কহিতেছে, ইতিমধ্যে অগ্নিময় এক রথ ও অগ্নিময় অশ্বগণ আদিয়া তাহাদিগকে পৃথক করিল, এবং এলিয় ঘূর্ণবায়ুদ্বারা স্বগে আরোহণ করিল।

    • তখন ইলীশায় তাহ দেখিয়া, হে আমার পিতঃ, হে আমার পিতঃ, হে ইসায়েলের রথ ও তাহার অশ্বারূঢ়গণ, ইহা উচ্চৈঃস্বরে কহিল, কিন্তু তাহাকে আর দেখিতে পাইল না। পরে সে আপন বস্ত্র ধরিয়া চিরিয়া দুই খান করিল। ** পরে এলিয়হইতে যে আবরণ বস্ত্র পতিত হইয়াছিল, তাহা তুলিয়া লইল, এবং ফিরিয়া যদনের তীরে দাড়াইল । ** পরে এলিয়হইতে পতিত আবরণ বস্ত্ৰ লইয়া জলেতে আঘাত করিয়া কহিল, এলিয়ের প্রভু পরমেশ্বর কোথায়? অবশ্য তিনি সেই আছেন । তাহাতে জলে তাহার প্রহার করণদ্বারা জল এদিগে ওদিগে বিভিন্ন হইলে ইলীশায় পার হইয়া গেল । * তখন fযরীহোনিবাসি শিষ্য ভবিষ্যদ্বক্তৃগণ সম্মুখে তাহাকে দেখিয়া কহিল, এলিয়ের আত্মা ইহীশায়েতে বৰ্ত্তিল। পরে তাহারা তাহার সহিত সাক্ষাৎ করিতে যাইয়া ভূমিতে দগুবৎ হইল। ** এবং তাহীকে কহিল, দেখ, তোমার দাস পঞ্চাশ বলবান লোক এখানে আছে ; আমরা বিনয় করি, তাহারা তোমার প্রভুর অন্বেষণে যাউক ; কি জানি, পরমেশ্বরের আত্মা তাহাকে উঠাইয়া কোন পৰ্ব্বতের উপরে কিম্বা কোন প্রান্তরে ফেলিয়া দিয়া থাকিবেন। সে কহিল, পাঠাইও না। * তথাপি তাহারা পুনঃ২ কহিলে সে লজ্জিত হইয়া কহিল, পাঠাইয়া

দেও ! অতএব তাহারা পঞ্চাশ লোককে প্রেরণ করিলে তাহারা তিন দিন পয্যন্ত আম্বেষণ করিয়া তাহাকে পাইল না। ** পরে তাহার নিকটে ফিরিয়া আইল। তখনও সে যিরীহোতে ছিল। তাহাতে সে কহিল, তোমরা যাইও না, এ কথা কি আমি তোমাদিগকে কহি নাই ? .

    • পরে নগরস্থ লোকের ইলীশায়কে কহিল, বিনয় করি, দেখ, এই নগরের স্থান রম্য বটে,

367