পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায়।] হইবে। ৮ ইহা পরমেশ্বরের দৃষ্টিতে অতি ক্ষুদ্র কথা ; তিনি মোয়ারীয়দিগকেও তোমাদের হস্তুে সমপর্ণ করিবেন। ** তোমরা প্রাচীরবেষ্টিত প্রতি নগর ও প্রত্যেক উত্তম নগর উচ্ছিন্ন করিব1, ও প্রত্যেক উত্তম বৃক্ষ কাটিয়া ফেলিবা, ও কুপ সকল বুজাইবা, ও উৰ্ব্বর ভূমি সকল প্রস্তরেতে বিনষ্ট করিব। ২ * পরে প্রাতঃকালে বলি উৎসগ করণ সময়ে ইদোম দেশের পথ দিয়া জল আসিয়া দেশ পরিপূর্ণ করিল। ।

    • রাজগণ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে আইল, ইহা শুনিয়া মোয়াবীয় লোকেরা সজ্জাম্বিত ও অন্যান্য লোকদিগকে একত্র করিয়া দেশের সীমাতে দণ্ডায়মান হইয়াছিল। ** অপর প্রত্যুষে উঠিলে সূর্য জলের উপরে চকমক করিল, তাহাতে মোয়াবীয়ের অন্য পারে রক্তের ন্যায় রাঙ্গ। জল দেখিল তাহীতে তাহারা কহিল, ঐ দেখ, রক্ত ; অবশ্য রাজগণ হত হইয়াছে ; তাহার। মারামারি করিয়া মরিয়াছে ; অতএব হে মোয়ান্ধীয়েরা, তোমরা লুট করিতে যাও। ২° পরে তাহারা ইসায়েলের শিবিরে উপস্থিত হইলে ইসুয়েল লোকেরা উঠিয়া মোয়ান্ধীয়দিগকে এমত প্রহার করিল, যে তাহারা তাহাদের সম্মুখহইতে পলায়ন করিল ; পরে তাহাদের দেশের মধ্যেও মোয়াবীয়দিগকে মারিতে ২ তাহাদের পশ্চাদৃ গমন করিল। ** তাহারা সকল নগর ভাঙ্গিল, ও প্রত্যেক জন প্রত্যেক উর্বর ক্ষেত্রেতে প্রস্তর ফেলিয়া তাহা পরিপূর্ণ করিল, ও সজল কুপ সকল বুজাইল, ও উত্তম ২ বৃক্ষ সকল কাটিয়া ফেলিল । কেবল কীহেরসের প্রাচীর অবশিষ্ট রাখিল, তাহাতে ফিঙ্গাধারিরা তাহার চতুদিগে যাইয় তাক আক্রমণ করিল ৷
    • অপর যুদ্ধ আমার অসহ্য হইতেছে, ইহ দেখিয়া মোয়াবের রাজা ইদোমের রাজার নিকটে ভেদ করিয়! যাইবার জন্যে সাত শত অস্ত্রধারিকে আপনার সঙ্গে লইল ; কিন্তু তাহারা পারিল না পরে তাহার রাজপদে অভিষেচনীয় আপন জ্যেষ্ঠ পুত্রকে লইয়। ভিত্তির উপরে হোম করিল, তাহাতে ইসায়েলের বিরুদ্ধে অতিশয় ক্রোধ উৎপন্ন হইল ; পরে তাহারা তাহার নিকটহক্টতে যাত্রা করিয়া আপন দেশে ফিরিয়া গেল। :

s ৪ অধ্যায়। ১ বিধবার তৈল বুদ্ধি করণ, ৮ ও শুনেৰ্মীয়া স্ট্রীকে পুত্র বর দেওন, ১৮ ও পুত্র মৃত্ত হইলে তাহাকে পুনর্জীবন দেওন, ও৮ ও গিলগলে প্রাণনাশক ব্যঞ্জনকে ভাল করণ, ৪ ২ ও অলপ খাদ্যদ্বার। , অনেক লোককে ভোজন করাওল । 3 в 曾 ২ রাজাবলি। Nలిసిలిసె

  • অপর শিষ্য ভবিষ্যদ্বক্তাদের মধ্যে এক জনের স্ত্রী ইলীশায়কে উচ্চৈঃস্বরে কহিল, তোমার দাস আমার স্বামী মরিল । সে পরমেশ্বরকে ভয় করিত, তাহ ভূমি জ্ঞাত আছি , এখন উত্তমণ" আমার দুই পুত্রকে আপনার দাস করিতে আসিতেছে। ২ ইলীশায় জিজ্ঞাসিল, আমি তোমার নিমিত্ত্বে কি করিতে পারি? তোমার গৃহে কি আছে ? তাহ বল। সে কহিল, এক কলস তৈল ব্যতিরেকে তোমার দাসীর গৃহে আর কিছুই নাই। * তখন সে কহিল, তবে যাও, আপন তাবৎ প্রতিবাসির নিকটহইতে বাহিরের শূন্য পাত্র চাহিয়া অান, তাপে আনিও না। * পরে তোমার পুত্রদের সহিত গৃহের ভিতরে যাইয়া দ্বার রুদ্ধ কর, এবং সেই সকল পাত্রে তৈল ঢাল , তাহাতে যে ২ পাত্র পূর্ণ হয়, তাহা এক দিগে রাখ। * অপর সে স্ত্রী তাহার নিকটহইতে গিয়া আপনার ও পুত্ৰগণের পশ্চাতে দ্বার রুদ্ধ করিলে তাহারা একে ২ পাত্ৰ আনিল ও সে তৈল ঢালিল। - সকল পাত্র পূর্ণ হইলে সে আপন পুত্রকে কহিল, আর পাত্র দেও } তাহাতে পুত্ৰ কহিল, আর পাত্র নাই। তৎক্ষণাৎ তৈলের সুেতি বদ্ধ হইল। " পরে সে যাইয়া ঈশ্বরের লোককে সমাচার দিল। তাহাতে সে কহিল, যাইয়া তৈল বিক্রয় করিয়া ঋণ পরিশোধ কর, পরে অবশিষ্টেতে তোমার ও তোমার পুত্ৰগণের দিনপাত হইবে ।

৮ অপর এক দিন ইলশায় শূনেমে গেলে তথাকার এক ধনবর্তী স্ত্রী বিনয়পূৰ্ব্বক তাহাকে ভোজনের নিমন্ত্রণ করিল। পরে সে যত বার সেই পথ দিয়া যাইত, তত বার ভোজনার্থে সেই স্থানে যাইত। * অনন্তর সে স্ত্রী আপন স্বা। মকে কহিল, তুমি জান কি ? এই যে ব্যক্তি আমাদের নিকট দিয়া নিত্য যাতায়াত করে, সে ঈশ্বরের এক পবিত্র লোক। ** অতএব আইস, আমরা তাহার নিমিত্তে ভিত্তির উপরে এক ক্ষুদ্র কুঠরী নির্মাণ করি, এবং তাহার মধ্যে এক খট্রা ও এক মেজ ও এক আসন ও এক দীপবৃক্ষ রাখি সে আমাদের এখানে তাইলে সেই স্থানে থাকিবে। ** এক দিন ইলীশায় সেখানে গিয়া সেই কুঠরীতে প্রবেশ করিয়া শয়ন করিল ; ** পরে আপন দাস গেহসিকে কহিল, তুমি ঐ শূনেমীয়াকে ডাক । তাহা েসে ডাকিলে সেই স্ত্রী তাহার সম্মুখে দাড়াইল। * তখন ইলীশায় গেহসিকে কহিল, তুমি তাহাকে কহ, দেখ, তুমি আমাদের নিমিত্তে এই সকল চিন্তা করিলা, এখন তোমার নিমিত্তে কি কৰ্ত্তব্য ? রাজার কিম্বা সেনাপতির নিকটে তোমার কি কোন প্রার্থনীয় আছে ? 369