পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

נוחנtיהי v লোকের কাছে রাজার গমনকালে ঈশ্বরের লোক যাহা কহিয়াছিল, তাহ সফল হইল। ২৮ অর্থাৎ কল্য এই বেলাতে শোমিরোণের দ্বারে বি^শক্তি সের পরিমিত যব এক শেকল মূল্যে, ও দশ সের পরিমিত সুক্ষ সুজি এক শেকল মূল্যে বিক্রীত হইবে, এই কথা ঈশ্বরের লোক রাজাকে কহিলে, ** ঐ অধ্যক্ষ ঈশ্বরের লোককে উত্তর করিয়াছিল, দেখ, যদ্যপি পরমেশ্বর আকাশে দ্বার করেন, তথাপি তাহা কি হইতে পারিবে ? তাহাতে ঈশ্বরের লোক কহিয়াছিল, তুমি স্বচক্ষুতে তাহ দেখিব, কিন্তু তাহার কিছুই ভক্ষণ করিতে পাইবা না। ২ * অতএব তাহার সেই দশা ঘটিল, লোকের। তাছাকে দ্বারে দলিত করাতে সে মরিল। ৮ অধ্যায় ৷ ১ দুর্ভিক্ষ সময়ে শূনেমীয়ার বিবরণ, ৭ ও হসীয়ে<णद्र दिवब्र१, १७ ७ ८णब्रांय्यद्र क्रुद्राजङ्, २० ७ ইদোম্ ও লিবনার তাহার কর্তৃত্ব ত্যাগ করণ, ২৫ ও অহমিয়ের কুরাজত্ব, ২৮ ও ক্ষতযুক্ত যিহোরামের সহিত সাক্ষাৎ করিতে যিন্ত্রিয়েলে গমন ।

  • পূৰ্ব্বে ইলীশায় যে নারীর মৃত পুত্রকে সজীব করিয়াছিল, তাহাকে কহিয়াছিল, পরমেশ্বর দুভিক্ষ ডাকিলেন, তাহ আসিয়া সাত বৎসর পর্যন্ত এই দেশে থাকিবে ; অতএব তুমি উঠিয়৷ পরিজনের সহিত যে স্থানে প্রবাস করিতে পার, সেই স্থানে প্রবাস করিতে যাও। ই তাহাতে সে স্ত্রী উঠিয়া ঈশ্বরের লোকের বাক্যানুসারে আপন পরিজনের সহিত যাইয়া পিলেষ্টীয়দের দেশে সাত বৎসর পর্যন্ত প্রবাস করিয়াছিল । * পরে সাত বৎসর গত হইলে সে স্ত্রী পিলেষ্টীয়দের দেশহইতে ফিরিয়া আসিয়া আপন বাটী ও ভূমির জন্যে রাজার কাছে নিবেদন করিতে গেল। “ ঐ সময়ে রাজা ঈশ্বরের লোকের দাস গেহfসর সহিত কথা কহিতে ২ বলিল, ইলীশায়ের কৃত মহৎকর্ম সকলের বৃত্তান্ত আমাকে কহ তাহাতে ইলীশায় কি রূপে মৃত শরীর সঞ্জীব করিল, সেই বিবরণ সে রাজাকে কহিতেছে, ইতিমধ্যে যে স্ত্রীর মৃত পুত্রকে সঞ্জীব করিয়াছিল, সেই স্ত্রী আপন বাটী ও ভূমির জন্যে রাজার কাছে নিবেদন করিতে উপস্থিত হইল। তখন গোহসি কহিল, হে আমার প্রভো রাজন, এই সেই স্ত্রী, এবং এই তাছার পুত্র যাহাকে ইলশায় সঞ্জীব করিয়াছিল । * তখন রাজা সে স্ত্রীকে ডির্ডাসিলে সে তাহাকে সমস্ত বৃত্তান্ত কহিল ; তাহাতে রাজা তাহার পক্ষে এক অধ্যক্ষকে নিযুক্ত করিয়া কহিল, ইহার যে কিছু বিষয় আছে, এবং যে

২ রাজাবলি। ००१९ দিনে এ দেশ ত্যাগ করিল, সেই দিনাবধি অদ্য পর্যন্ত ইহার ক্ষেত্রে যে কিছু উৎপন্ন হইয়াছে, সকলি ইহাকে ফিরাইয় দেওঁ ।

  • পরে ইলীশায় দন্মেষকে উপস্থিত হইল। তখন আরামের বিন্‌হদদৃ রাজা পীড়িত ছিল ; তাহাতে ঈশ্বরের লোক এখানে আসিয়াছে, এই সAবাদ কেহ রাজাকে কহিলে, ৮ রাজা হসায়েলকে কহিল, ভূমি হন্তে উপটৌকন লইয়। ঈশ্বরের লোকের সহিত সাক্ষাৎ করিতে যাও, এবং আমি কি এই রোগহইতে মুক্ত হইব ? এই কথা তাহাদ্বারা পরমেশ্বরকে জিজ্ঞাসা কর । * পরে হসায়েল তাহার সহিত সাক্ষাৎ করণার্থে দন্মেষকের প্রত্যেক উত্তম বস্তুতে চল্লিশ উষ্ট্রের ভার উপঢৌকন দ্রব্য সঙ্গে লইয়া আসিয়া তাহার সম্মুখে দাড়াইয়া কহিল, আমি কি এই রোগহইতে মুক্ত হইব ? এই কথা জিজ্ঞাসা করিতে তোমার পুত্র অরামের রাজা বিন্‌হদদ তোমার কাছে আমাকে পাঠাইল। ** ইলীশায় তাহাকে কহিল, তুমি যাইয় তাহাকে বল, তুমি সুস্থ হইবা ; তথাপি সে অবশ্য মরিবে, ইহা পরমেশ্বর আমাকে জ্ঞাত করিলেন। * তখন ঈশ্বরের লোক ইলীশায় তাহার লজ্জা হওন পর্যন্ত তাহার মুখের প্রতি স্থির দৃষ্টি করিয়া ক্ৰন্দন করিল। ২ তাহাতে হসায়েল জিজ্ঞাসা করিল, আমার প্রভু কেন ক্ৰন্দন করেন । সে উত্তর করিল, তুমি ইস্রায়েল ব^শের প্রতি যে ২ অনিষ্ট করিব, তাহা আমি জানি ; তুমি তাহাদের দৃঢ় দুর্গ সকল অগ্নিতে দগ্ধ করিব, ও যুবগণকে খড়গেতে বধ করিব, ও শিশুগণকে ভূমিতে আছাড়িবা, ও গৰ্ত্তবতীদের উদর বিদীর্ণ করিব । ** হসায়েল কহিল, কুক্কুরতুল্য তোমার এই দাস কে, যে এমত মহৎকর্ম করিবে? ইলীশায় কহিল, তুমি অরামের রাজা হইবা, ইহা পরমেশ্বর আমাকে জ্ঞাত করিলেন । ** পরে সে ইলীশায়ের নিকটহইতে প্রস্থান করিয়া আপন প্রভুর কাছে গেলে রাজা তাহাকে জিজ্ঞাসিল, ইলীশায় তোমাকে কি কহিল ? সে উত্তর করিল, তুমি সুস্থ হইবা, এই কথা সে আমাকে কহিল । ** পরদিবসে হসায়েল এক বস্ত্ৰ জলে ডুবাইয়। রাজার মুখ বাধিল, তাহাতে সে মরিল। পরে হসায়েল তাহার পদে রাজা হইল ।
    • আহাবের পুত্র ইস্রায়েলের রাজা ঘিহোরামের অধিকারের পঞ্চম বৎসরে ও যিহুদা দেশীয় যিহোশাফট রাজার অধিকারের সময়ে সেই যিহোশাফটের পুত্র যোরাম রাজতন্ত্র করিতে আরম্ভ করিল। ** সে রত্রিশ বৎসর বয়সে রাজতর করিতে আরম্ভ করিয়া যিরশালমে আট

375