পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

U8 করিয়া ইসহাককে আপন ভাৰ্য্যা রিবকার সহিত ক্রীড়া করিতে দেখিল। - অতএব আবীমেলক ইসহাককে ডাকাইয়া কহিল, ঐ স্ত্রী অবশ্য তোমার ভাৰ্য্য ; তবে তুমি ভগিনী বলিয়া, তাহার পরিচয় কেন দিয়াছিলা ? তখন ইসহাক উত্তর করিল, কি জানি, তাহার জন্যে আমার মৃত্যু হইবে, ইহা ভাবিয়াছিলাম। -- তাহাতে আবীমেলক কহিল, তুমি আমাদের সহিত এ কি ব্যবহার করিলা ? কোন লোক তোমার ভার্য্যার সহিত অনায়াসে শয়ন করিতে পারিত ; তাহা হইলে তুমি আমাদিগকে দোষগুস্ত করিত। -- পরে অবীমেলক সকল লোকের প্রতি এই আজ্ঞা দিল, যে কেহ ঐ মনুষ্যকে কিম্বা তাহার স্ত্রীকে সপশ করিবে, সে বধ্য হইবে। -

    • অনন্তর ইসহাক সেই দেশে চাসকর্ম করিয়। পরমেশ্বরের আশীৰ্ব্বাদে সেই বৎসরে শত গুণ লভ্য করিল। ** এই রূপে সে বন্ধিষ্ণু হইল, এবং উত্তর ২ উন্নত হইয়া অতি মহান হইল। ** ফলতঃ তাহার পাল ২ গোরু ও মেষ এবং অনেক দাস দাসী হইল, তাহাতে পি

লাগিল। ** এবং তাহার পিতা ইব্রাহীমের সময়ে তাহার দাসগণ যে ২ কুপ খুদিয়াছিল, পিলেষ্টীয় লোকের মৃত্তিকাদ্বারা সে সকল বুজাইয়া ফেলিল । ** পরে অবীমেলক ইসহাককে কহিল, তুমি আমাদের নিকটহইতে প্রস্থান কর, কেননা তুমি আমাদের হইতে অতি বলবান হইয়াছ।

    • পরে ইসহাক তথাহইতে যাত্রা করিয়া গিররের উপত্যকাতে তাম্বু স্থাপন করিয়া সে স্থানে বাস করিল। ২৮ এবং তাহার পিতা ইব্রাহীমের বৰ্ত্তমান সময়ে খনিত যে ২ জলের কুপ ইরাহীমের মৃত্যুর পরে পিলেষ্টীয়েরা বুজাইয়াছিল, সেই সকল ইসহাক আর বার খুদিয়া আপন পিতৃদত্ত নাম পুনৰ্ব্বার রাখিল। ** অপর সেই উপত্যকাতে ইস্হাকের দাসগণ খুদিয়া জলের উনুইবিশিষ্ট এক কুপ পাইল। ২• তাহাতে গিরর দেশীয় পশুপালকের ইসহাকের পশুপালকদের সহিত বিবাদ করিয়া কহিল, এই জল আমাদের ; অতএব ইসহাক সেই কুপের নাম এষক (বিবাদ) রাখিল, যেহেতুক তাহারা তাহার সহিত বিবাদ করিয়াছিল। ** পরে তাহার দাসগণ আর এক কুপ খুদিলে তাহারা তন্নিমিত্তেও বিবাদ করিল ; তাহাতে ইস্হাক তাহার নাম সিটনা (বিপক্ষতা ) রাখিল। ** এবং তথাহইতে প্রস্থান করিয়া অন্য এক কুপ খনন করিল, তাহার নিমিৰে তাহারা বিবাদ না করাতে সে তাহার নাম রিহোবোৎ (প্রশস্ত

24 আদিপুস্তক। [২৭ অধ্যায়। স্থান ) রাখিয়া কহিল, এখন পরমেশ্বর আমাদিগকে প্রশস্ত স্থান দিলেন, আমরা দেশে বন্ধিষ্ণু হইব। ২৩ অনন্তর সে তথাহইতে বেরশেবাতে গেলে ২° সেই রাত্রিতে পরমেশ্বর তাহাকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার পিতা ইব্রাহীমের ঈশ্বর, ভয় করিও না, আমি আপন দাস ইব্রাহীমের অনুরোধে তোমার সহায় থাকিব, ও তোমাকে আশীৰ্ব্বাদ করিয়া তোমার বংশবৃদ্ধি করিব। ২* পরে ইসহাক সে স্থানে যজ্ঞবেদি নির্মাণ করিয়া পরমেশ্বরের নামে প্রার্থনা করিল। পরে সে সেই স্থানে তাম্বু স্থাপন করিলে তাহার দাসগণ এক কুপ খুদিল। .

  • * অনন্তর আবীমেলক আহুষৎ নামক আপিন মিত্রকে ও ফীখোল নামক সেনাপতিকে সঙ্গে লইয়া গিরর হইতে ইসহাকের নিকটে যাত্র করিলে 1 ? সে তাহাদিগকে কহিল, তোমরা আমার প্রতি দ্বেষ করিয়া আপনাদের মধ্যহইতে অামাকে দূর করিয়া দিয়াছিল, এখন আমার কাছে কি নিমিত্তে আইলা । ২৮ তাহাতে তাহার উত্তর করিল, পরমেশ্বর তোমার সহায় আছেন,ইহা অামরা নিতান্ত বুঝিলাম, এই জন্যে কহিলাম,আমাদের সহিত তোমার এক শপথ হউক,ও আমাদের সহিত তোমার এক নিয়ম হউক। ** আমরা যেমন তোমাকে সপশ করি নাই, ও তোমার মঙ্গল ব্যতিরেকে কিছুই করি নাই, বরং তোমাকে শান্তিতে বিদায় করিয়াছি, তদ্রুপ তুমিও আমাদের প্রতি হিংসা করিব না ; তুমিই এখন পরমেশ্বরের অনুগ্রহের পাত্ৰ আছ। * তখন ইসহাক তা । হাদের নিমিত্তে ভোজ প্রস্তুত করিলে তাহার ভোজন পান করিল। ** পরে তাহারা প্রত্যুষে । উঠিয়া পরসপর দিব্য করিল ; তখন ইসহাক তাহাদিগকে বিদায় করিলে তাহার কুশলে ত হার নিকটহইতে প্রস্থান করিল। o
    • অপর সেই দিনে ইস্হাকের দাসগণ অ. সিয়া আপনাদের কৃত কুপের বিষয়ে সRব দিয়া তাহাকে কহিল, জল পাইলাম। * আ৬এব সে সেই কুপের নাম বেরশেবা ( দিব্যের । কুপ ) রাখিল, এবং অদ্যাবধি সেই স্থানের নগর বেরশেবা নামে বিখ্যাত আছে।
  • অনন্তর এষৌ চল্লিশ বৎসর বয়ঃক্রমে হিবীয় বেরির যিহুদীৎ নামনী কন্যাকে এবং হিবীয় এলোনের বাসিমৎ নামনী কন্যাকে বিবাহ করিল। * তাহার। ইসহাকের ও রিবকার মনের দুঃখদায়িক হইল। -

২৭ অধTায় । ১ মৃগমাংসের জন্যে এম্বেীকে ইস্ছাকের প্রেরণ, ৫ ও যাকুবের প্রতি রিবকার পরামর্শ, ১৪ ও রিবকার