లి}-8 শ্বর যে কথা কহিয়াছিলেন, তদনুসারে সে হমাতের প্রবেশস্থান অবধি প্রান্তরের সমুদু পৰ্য্যন্ত ইস্রায়েলের সীমা পুনৰ্ব্বার হস্তগত করিল। * ই ই কেননা ইসায়েল ব^শের অতিশয় দুঃখ, এবং মুক্ত ও বন্ধ সকলে গত, এবং ইস্রায়েলের উপকারক কেহ নাই, পরমেশ্বর ইহ দেখিলেন । ** এবং আমি ইসায়েলের নাম আকাশের অধোহইতে লোপ করিব, এমত কথ। না কহিয়া পরমেশ্বর ষোয়:াশের পুত্র যারবিয়ামের হস্তদ্বারা তাহাদিগকে উদ্ধার করিলেন । - ২৮ এই যারবিয়ামের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত ক্রিয়া, এবং সে যে পরাক্রম পূৰ্ব্বক যুদ্ধ করিল, এবং যিহুদার কারণ দন্মেষক ও হমাৎ ইস্রায়েল বংশদ্বারা পুনৰ্ব্বার হস্তগত করিল, এই সকল কি ইস্রায়েলের রাজাদের ইতিহাসপুস্তুকে লিখিত নাই ? ** পরে যারবিয়াম আপন পূৰ্ব্বপুরুষ ইস্রায়েলীয় রাজাদের ন্যায় মহানিদ্রিত হইলে তাহার পুত্র সিথরিয় তাহার পদে রাজা হইল । ১ ৫ অধ্যায় । ১ উfষয়ের সুরাজত্ব করণ, ৫ ও সে কৃষ্ঠী হওয়াতে তাহার পুলের কর্তৃত্ব করণ, ৮ ও সিখfরয়ের কুরাজত্ব করণ ও স্থত হওন, ১ও ও শল্লমের কৃরাজত্ব করণ ও হত হওম, ১৬ ও মিনহেমের বিবরণ, ২ ১ ও তাহার পুত্র পিকহিয়ের রাজাভিষিক্ত হওন, ২৩ ও পিকfহয়ের হত হওন, ২৭ ও পেকহের অভিষিক্ত হওন, ২৯ ও ইস্রায়েলের দুদ্দশ। ৩০ ও পেকহের হত হওন, ৩২ ও যোথমের বিবরণ। • ইস্রায়েলের যারবিয়াম রাজার অধিকারের সাতাইশ বৎসরে যিহুদার অমৎসিয় রাজার পুত্র উষিয় (অসরিয়) রাজতন্ত্ৰ করিতে লাগিল । ২ সে ষোড়শ বৎসর বয়সে রাজঅত্র করিতে আরম্ভ করিয়া যিরূশালমে বাওয়ান্ন বৎসর পর্য্যন্ত রাজতন্ত্ৰ করিল ; যিরশালম নিবাসিনী যিথলিয়া তাহার মাতা ছিল । * সে তাপন পিতা আমংসিয়ের কার্যানুসারে পরমেশ্বরের সাক্ষাতে সদাচরণ করিত। “ কিন্তু টিকর স্থান সকল উচ্ছিন্ন হইল না, তখনও লোকেরা টিকরস্থানে বলিদান করিত ও ধূপ ডম্বালাইত । ,
- অপর পরমেশ্বর রাজাকে আঘাত করিলে সে মরণ দিন পর্যন্ত কুষ্ঠরোগী হইয়া চিকিৎসালয়ে বাস করিল ; তাহাতে যোথম রাজকুমার গৃহের কৰ্ত্ত হইয়া দেশের লোকদের শাসন করিতে লাগিল। * এই উষিয়ের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত ক্রিয় কি যিহুদার রাজাদের ইতিহাসপুস্তকে লিখিত নাই ? * পরে উষিয়
আপন পিতৃলোকদের ন্যায় মহানিদ্রিত হইলে 384 - ২ রাজাবলি । [১৫ অধ্যায় । দায়ুদৃ নগরে পিতৃলোকদের নিকটে কবরপ্রাপ্ত হইল, এব^ তাহার পুত্র ষোথম্ তাহার পদে রাজা হইল। - . . . . . . . . . . ৮ যিহুদার উষিয় রাজার অধিকারের আটত্রিশ বৎসরে যারবিয়ামের পুত্র সিথরিয় শোমিরোণে ইসায়েলের উপরে ছয় মাস রাজক্স করিল। - সে আপন পিতৃলোকদের কর্মানুসারে পরমেশ্বরের সাক্ষাতে কদাচরণ করিত, এবং নিবাটের পুত্র যারবিয়াম ইসুয়েল বংশকে যে পাপেতে প্রবৃত্তি দিয়াছিল, তাহা ত্যাগ করিল না । ** পরে ষাবেশের পুত্ৰ শলুম রাজদ্রোহ করিয়া লোকদের সম্মুখে তাহাকে আঘাত করিয়া বধ করিল, এব^ তাহার পদে আপনি রাজা হইল। ** এই সিথরিয়ের অবশিষ্ট বৃত্তান্ত কি ইস্রায়েলের রাজাদের ইতিহাসপুস্তকে লিখিত নাই ? ইহাতে পরমেশ্বরের বাক্য সফল হইল, কেননা তিনি যেহুকে কহিয়াছিলেন, চতুর্থ পুরুষ পৰ্য্যন্ত তোমার বংশ ইস্রায়েলের সিংহাসনোপবিষ্ট হইবে ; অতএব সেই কথানুসারে ঘটিল। - ৩ যিহুদার উমিয় রাজার অধিকারের উনচল্লিশ বৎসরে যাবেশের পুত্র শঙ্কুম রাজ্য করিতে আরম্ভ করিয়া পূর্ণ এক মাস শোমিরোণে রাজ্য করিল। ** কেননা গাদির পুত্ৰ মিনহেম তিসাহইতে যাইয়া শোমিরোণে উপস্থিত হইয়া শোমিরোণ নিবাসি যাবেশের পুত্ৰ শলুমকে আঘাত করিয়া বধ করিল, এবং তাহার পদে আপনি রাজা হইল। - এই শচ - মের অবশিষ্ট বৃত্তান্ত ও তাহার কৃত রাজদ্রোহ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাসপুস্তকে লিখিত নাই ?
- পরে মিনহেম তিসাহইতে যাইয়া তিপসহ ও তাহার মধ্যস্থিত সকলকে ও তাহার সীমা জয় করিল ; কেননা তাহারা তাহার জন্যে দ্বার খুলিয়া দিল না, এই কারণ সে তাহাদিগকে বধ করিল ও তাহাদের গন্তবর্তীদের উদর বিদীর্ণ করিল। ’ যিহুদার উfষয় রাজার অধিকারের উনচল্লিশ বৎসরে গাদির পুত্র মিনহেম ইসুয়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেয়া শোমিরোণে দশ বৎসর রাজতর করিল। ** সে পরমেশ্বরের সাক্ষাতে কদাচরণ করিত, এবং নিবাটের পুত্র যে যারবিয়াম ইস্রায়েল বংশকে পাপেতে প্রবৃত্তি দিয়াছিল, তাহার পাপ যাবজ্জীবন ত্যাগ করিল না । ** পরে অশূরের পূল রাজ সে দেশের বিরুদ্ধে আইল ; তাহাতে পূলের সাহায্যদ্বার। রাজ্য যেন তাহার বশে স্থির থাকে, এই জন্যে মিনহেম পুলকে এক সহস্র মণ রূপ দিল । ** এবং অশূরের