১৭ অধ্যায় ।] ইতর দেবগণকে ভয় করিত। ৮ এবথ পরমেশ্বর ইসায়েল বংশের সম্মুখহইতে যে ভিন্নজাতীয়দিগকে দূর করিয়াছিলেন, তাহাদের এবং ইস্রায়েলের রাজগণের প্রণীত বিধি অনুসারে চলিত। • যে ২ কর্ম কৰ্ত্তব্য নয়, ইস্রায়েল ব^শ আপন প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে তাহাই গুপ্তরূপে করিত, এবং প্রহরির গৃহ অবধি প্রাচীরবেষ্টিত নগর পর্যন্ত আপনাদের সকল নগরে আপনাদের জন্যে টিকর স্থান নির্মাণ করিত। ** এব^ প্রত্যেক উচ্চ পৰ্ব্বতের উপরে ও প্রত্যেক নবীন বৃক্ষের নীচে প্রতিমা ও চৈত্য বৃক্ষ স্থাপন করিত। ** এবং পরমেশ্বর তাহাদের সন্মুখহইতে যে ভিন্নজাতীয়দিগকে দূর করিয়াছিলেন, তাহাদের ন্যায় আপনাদের সকল টিকরস্থানে ধুপ জালাইত, এবং পরমেশ্বরকে ক্রুদ্ধ করিতে পাপ কর্ম করিত। ** এবং পরমেশ্বর যে বিষয়ে কহিয়াছিলেন, এমত কর্ম করিও না, তাহাই অর্থাৎ দেবগণের সেবা করিত। ** তথাপি পরমেশ্বর আপনি তাবৎ ভবিষ্যদ্বক্তা ও দর্শকের দ্বারা ইসুয়েলের ও যিহুদার বিরুদ্ধে সাক্ষ্য দেওনার্থে এই রূপ কথা কহিতেন, তোমরা আপনাদের কুপথহইতে ফির, এবং আমি তোমাদের পিতৃলোকদিগকে যে সমস্ত ব্যবস্থা দিয়াছি, ও আমার দাস ভবিষ্যদ্বক্তাদের হস্তদ্বারা তোমাদের নিকটে পাঠাইয়াছি, তদনুসারে আমার আজ্ঞা ও বিধি পালন কর। ** কিন্তু তাহার। সেই কথা অগ্রাহ্য করিয়া আপনাদের প্রভু পরমেশ্বরেতে অপ্রত্যয়কারি পূর্বপুরুষদের ন্যায় আপনাদের গ্রীব দৃঢ় করিত। “ এবং তাহার বিধি, ও তাঁহাদের পিতৃলোকদের প্রতি স্থাপিত র্তাহার নিয়ম, ও তাহাঁদের প্রতি দত্ত র্তাহার সাক্ষ্য অবজ্ঞা করিয়া অসার প্রতিমার অনুগামী হইয়াছিল ; এবং পরমেশ্বর যাহাদের মত কর্ম করিতে নিষেধ করিয়াছিলেন, সেই চতুৰ্দ্দিকস্থ ভিন্নজাতীয়দের অনুগমন করিতে হতবুদ্ধি হইয়াছিল। * - তাহারা আপনাদের প্রভু পরমেশ্বরের তাবৎ আজ্ঞা লঙ্ঘন করিয়া আপনাদের জন্যে ছাঁচে ঢাল দুই বৎস নির্মাণ করিয়াছিল, ও চৈত্য বৃক্ষ স্থাপন করিত, ও আকাশের জ্যোতিগণের পূজা ও বালের সেবা করিত। ’ এবং আপন ২ পুত্র কন্যাদিগকে অগ্নিতে প্রবেশ করাইত, এব^ মন্ত্র পড়াইত, ও মোহন ব্যবহার করিত, এবং পরমেশ্বরের সাক্ষাতে র্তাহার ক্রোধজনক কদাচরণ করিতে আপনাদিগকে বিক্রয় করিত। ৮ এই জন্যে পরমেশ্বর ইসায়েল বংশের প্রতি বড় ক্রুদ্ধ হইয় তাহাদিগকে আপন সাক্ষাৎহইতে দূর করিলেন ; 3 D 2 ২ রাজাবলি । ヘ○レ〜? কেবল যিহুদা বখশ ব্যতিরেকে আর কোন বংশ অবশিষ্ট থাকিল না। - এবং যিহুদার লোকেরাও আপনাদের প্রভু পরমেশ্বরের আজ্ঞা পালন না করিয়া ইস্রায়েল রাজ্যীয় লোকদের প্রণীত বিধি অনুসারে, চলিতে লাগিল । ** অতএব পরমেশ্বর ইস্রায়েলের সমস্ত বংশকে নিগ্ৰহ করিয়া তাহাদিগকে দুঃখ দিলেন, এবং যাবৎ আপন সাক্ষাংহইতে দূর না করিলেন, তাবৎ তাহাদিগকে নাশকদের হস্তগত করিলেন। কেনন। তিনি দায়ুদের বংশহইতে ইস্রায়েল রাজ্য কাড়িয়া লইলে লোকের নিবাটের পুত্র যে যারবিয়ামকে রাজা করিয়াছিল, সেই যারবিয়াম পরমেশ্বরের সেবাহইতে ইসুয়েল বংশকে পরাস্মুখ করিয়া তাহাদিগকে মহাপাপেতে প্রবৃত্তি দিয়াছিল। ২ এবং যারবিয়াম যেরূপ পাপাচরণ করিয়াছিল, ইস্রায়েল ব^শ তদ্রুপ পাপাচরণ করিত। ২° এবৎ, পরমেশ্বর আপন দাস ভবিষ্যদ্বক্তৃগণের প্রমুখাৎ যে রূপ কহিয়াছিলেন, তদনুসারে ইস্রায়েল, বংশকে যাবৎ আপন সম্মুখহইতে দূর না করিলেন, তাবৎ তাহারা তাহা ত্যাগ করিল না । এই রূপে ইস্রায়েল বংশ আপন দেশহইতে অশূরে নীত হইল, ও অদ্যাপি সেই স্থানে আছে। -
- o oita রাজা বাবিল ও কুথ ও অব্বা ও হমাৎ ও সিফর্বয়িমহইতে লোকদিগকে আনিয়া ইস্রায়েলের পরিবর্ষে তাহাদিগকে শোমিরোণ দেশীয় তাবৎ নগরে স্থাপন করিল ; তাহাতে তাহারা শোমিরোণ অধিকার করিয়া সেই দেশীয় নগরের মধ্যে বসতি করিল। ** সেখানে তাহাদের বাসের আরম্ভ সময়ে তাহারা পরমেশ্বরকে ভয় করিত না, এই জন্যে পরমেশ্বর তাঁহাদের মধ্যে সিRহগণকে পাঠাইলে তাহারা লোকদিগকে নষ্ট করিতে লাগিল। ** অতএব লোকেরা অশূরের রাজাকে কহিল, তুমি যে জাতিদিগকে স্থানান্তর করিয়া শোমিরোণ দেশীয় নগরে স্থাপন করিয়াছ, তাহারা সেই দেশীয় দেবতার বিধি জানে না } এই জন্যে দেবতা তাহাদের মধ্যে সিAহগণকে পাঠাইয়াছে, এবং দেখ, সিAহগণ তাহাদিগকে বিনষ্ট করিতেছে, কেননা তাহারা সে দেশীয় দেবতার বিধি জানে না। পরে অশূরের রাজা এই আজ্ঞা করিল, তোমরা তথাহইতে যে যাজকদিগকে আনিয়াছ, তাহাদের এক জনকে সেই দেশে লইয়া যাও ; লোকের সেখানে যাইয়া বাস করুক, এবং সে তাহাদিগকে সে দেশের দেৰতার বিধি শিক্ষা দিউক । ২৮ পরে তাহারা
387