へのレーレー শোমিরোণহইতে যে যাজকfদগকে লইয়া গিয়াছিল, তাহাদের এক জন আসিয়া বৈথেলে বাস করিল, এবং যে রূপে পরমেশ্বরকে ভয় করিতে হয়, তাহ লোকদিগকে শিখাইতে লাগিল। * তথাপি প্রত্যেক জাতীয় লোকের আপন ২ দেবগণ নির্মাণ করিল, এবং শোমিরোণীয়েরা যে ২ টিকরস্থানে মন্দির করিয়াছিল, সেই ২ স্থানে প্রত্যেক জাতিরা আপন ২ নিবাসনগরে আপন ২ দেবগণকে স্থাপন করিল। ** এই রূপে বাবিলীয় লোকের সুকেকাৎ-বিনোৎকে নির্মাণ করিল, ও কুর্থীর লোকেরা নেগলকে, ও হমাতের লোকেরা অশীমাকে নির্মাণ করিল। ** এবং অৰ্ব্বীয়েরা নিভস ও তত্ত্বককে নির্মাণ করিল, ও সিফর্বায়ের সিফবায়মের দেবতার অর্থাৎ আদুমেলকের ও অনমেলকের উদ্দেশে আপন ২ বালকগণকে দগ্ধ করিতে লাগিল । * তাহারা পরমেশ্বরকে ভয় করিত, এবং আপনাদের জন্যে অন্ত লোকদের মধ্যহইতে টিকর স্থানের মন্দিরে যজ্ঞকারি যাজকদিগকে মনোনীত করিত। ** তাহার পরমেশ্বরকেও ভয় করিত, এবং যে ২ জাতিহইতে নীত হইয়াছিল, তাহাদের মত আপন ২ দেবগণেরও সেবা করিত। * তাহারা অদ্য পর্যন্ত পূৰ্ব্বকালের আচারের ন্যায় আচার করিতেছে, পরমেশ্বরকে ভয় করে না, ও তাহার বিধি ও ব্যবস্থানুসারে, অর্থাৎ পরমেশ্বর যাহার নাম ইসুয়েল রাখিলেন, যেই যাকুবের বংশকে যে আজ্ঞা ও ব্যবস্থা দিয়াfছলেন, তদনুসারে চলে না। ৩৭ পরমেশ্বর সেই ব^শের সহিত নিয়ম করিয়া এই আজ্ঞা দিয়াছিলেন, তোমরা ইতর দেবগণকে ভয় করিও না, ও তাহাদিগকে প্রণাম করিও না, ও তাহাদের সেবা করি ও ন], ও তাহাদের উদেশে বলিদান করিও না । ** কিন্দ্র যে পরমেশ্বর মহাপরাক্রমে ও বিস্তীর্ণ বাহুদ্বারা মিসর দেশহইতে তোমাদিগকে আনিয়াছেন, তাহাকে ভয় করিও, ও তাহার ভজনা করিং, ও র্তাহার উদেশে বলিদান করিও। 23 এবং তিনি তোমাদের জন্যে যে বিধি ও ব্যবস্থা ও রাজনীতি ও আজ্ঞা লিখিয়া দিয়াছেন, মনোযোগ করিয়া তদনুসারে সর্বদা চলিও, ইতর দেবগণকে ভয় করিও না। ** আমি তোমাদের সহিত যে নিয়ম করিয়াছি, তাহ বিস্মৃত হইও না, ও ইতুর দেবগণকে ভয় করিও না । ** কিন্তু আপনাদের প্রভু পরমেশ্বরকে ভয় করিও, তিনি তোমাদের তাবৎ শত্রুর হস্তুহইতে তোমাদিগকে উদ্ধার করিবেন। ° * তথাপি তাহার। তাহ ন৷ শুনিয়া আপনাদের পূৰ্ব্বমতানুসারে চলে। " - এই রূপে সেই ভিন্নজাতীয় লোকেরা,পুত্রপৌভ্রত্ৰমে 388 ২ রাজাবলি । [১৮ অধ্যায় পুরমেশ্বরকেও ভয় করিয়া এব^ আপনাদের ছাচে ঢালা প্রতিমার সেবাও করিয়া আসিতেছে ; তাহাদের পূর্বপুরুষেরা যেরূপ করিত, তাহারাও অদ্য পয্যন্ত সেই রূপ করিতেছে। ১৮ অধ্যায় । ১ হিষকিয়ের সুরাজত্ব করণ, ৪ ও দেবপূজা দূর করণ, ৯ ও শোমিরোণের পরাস্ত হওন, ১৩ ও সমূহেরীবের যিহুদা দেশ আক্রমণ করণ ও উপঢৌকন প্রাপ্তি, ১৭ ও রবশাকির নিন্দার কথা । • এলার পুত্র ইস্রায়েলের রাজা হোশেয়ের অধিকারের তৃতীয় বৎসরে যিহুদার আহস রাজার পুত্র হিফিকয় রাজত্ৰ করিতে লাগিল । * সে পচিশ বৎসর বয়সে রাজ্য করিতে আ• রন্ড করিয়। উনত্রিশ বৎসর পর্যন্ত যিরশালমে রাজত্ব করিল ; সিথরিয়ের কন্যা অবী তাহার মাতা ছিল । * সে আপন পুৰ্ব্বপুরুষ দায়ুদের কার্যানুসারে পরমেশ্বরের সাক্ষাতে সদাচরণ করিত ।
- সে টিকর স্থান সকল উচ্ছিন্ন করিল, ও প্রতিমা ভগ্ন করিল, এব^ চৈত্যবৃক্ষ ছেদন করিল ; এবং মূসা যে পিত্তলময় সৰ্প নির্মাণ করিয়াছিল, তাহা ভগ্ন করিল, কেননা ইসায়েল বxশ সেই সময় পর্যন্ত তাহার উদ্দেশে ধূপ জালাইত ; এবং সে তাহার নাম নিছষ্টন (পিত্তলখণ্ড) রাখিল । " সে ইস্রায়েলের প্রভু পরমেশ্বরেতে বিশ্বাস করিত ; যিহুদার রাজাদের মধ্যে পূৰ্ব্বে কি পরে তাহার তুল্য কেহ ছিল না । * সে পরমেশ্বরেতে আসক্ত ছিল, তাহার পশ্চাদগমনহইতে ফিরিল না, এবং পরমেশ্বর মূসাকে যে ২ আজ্ঞা দিয়াছিলেন, তাহ পালন করিত । * এবং পরমেশ্বর তাহার সহবন্ত্রী থাকিলেন, আর সে যাহাতে ২ প্রবৃত্ত হইত, তাহাতেই কৃতকার্য হইত ; সে অশূরের রাজার অধীনতা ত্যাগ করিয়া তাহার সেব1 আর করিল না । ৮ এবং আসা ও তাহার সীমা অর্থাৎ রক্ষকদের দুর্গ অবধি প্রাচীরবেষ্টিত নগর পর্যন্ত পিলেষ্টীয়দিগকে পরাস্ত করিল।
- পরে হিফিকয় রাজার অধিকারের চতুর্থ বৎসরে, এবং এলার পুত্র ইস্রায়েলের হোশেয় রাজার অধিকারের সপ্তম বৎসরে অশূরের শলমনেষর রাজা শোমিরোণের বিরুদ্ধে আসিয়া তাহ অবরোধ করিল। ** এবও তিন বৎসরের পরে তাহ হস্তগত করিল ; হিষিকয় রাজার অধিকারের ষষ্ঠ বৎসরে, ও ইস্রায়েলের হোশেয় রাজার অধিকারের , নবম বৎসরে শোমিরোণ পরহস্তগত হইল। পরে অশূ