NOB তাম্বু স্থাপন করিল। ** পরে শিখিমের পিত যে হমোর, তাহার সন্তানদিগকে রূপার এক শত মুদু দিয়া সেই তাম্বু স্থাপনের ভূমিখণ্ড ক্রয় করিয়া তথায় এক বেদি নির্মাণ করিল, ** এবx তাহার নাম এল-ইলোহী-ইসুয়েল (ইস্রায়েলের শক্তিমান ঈশ্বর ) রাখিল । ৩৪ অধ্যায়। ১ শিখিমদ্বারা দী৭ার ভ্ৰষ্ট হওন ও ভূকছেদদ্বারা বিবাহের সম্বন্ধ করণ, ২০ ও হমোর ও শিখিমের কথ্যদ্বারা লোকদের ত্বকছেদে সমত হওন, ২৫ ও ত্বকছেদদ্বারা পীড়িত লোকদের প্রতি যাকুবের দুই পুলের আক্রমণ ও বধ করণ ও লুট করণ ।
- অপর লেয়ার গৰ্ব্বজাত দীণ নামনী যাকুবের কন্যা সেই দেশের কন্যাদের সহিত সাক্ষাৎ করিতে গেলে ২ হিব্বীয় হমোর নামক দেশাfধপতির পুত্র শিখিম তাহাকে দেখিয়া হরণ করিয়া তাহার সহিত শয়ন করিয়া তাহাকে ভুষ্টা করিল। * এবং যাকুবের ঐ কন্যা দীণাতে তাহার মন অনুরক্ত হওয়াতে সে তাহার সহিত প্রেম ও মিষ্টালাপ করিল। • পরে শিখিম আপন পিতা হমোরকে কহিল, তুমি এই কন্যার সহিত আমার বিবাহ দেও। * অনন্তর শিখিম আমার দীণ কন্যাকে ভুষ্টা করিল, এই কথা যাকুব শুনিল। ঐ সময়ে তাহার পুত্ৰগণ প্রান্তরে পশুপালের সঙ্গে ছিল ; অতএব যাকুব তাহাদের আগমন পর্যন্ত স্তন্ধ হইয়া থাকিল। - অপর শিথিমের পিতা হমোর যাকুবের সহিত কথোপকথন করিতে গেল। * এবং যাকুবের পুত্ৰগণও ঐ সAবাদ পাইয়া প্রান্তর হইতে আসিয়াfছল ; পরন্তু যাকুবের কন্যার সহিত শয়ন করাতে শিখিম ইস্রায়েলের বিরুদ্ধে যে অধম ও অকৰ্ত্তব্য কর্ম করিয়াছিল, তৎপ্রযুক্ত তাহারা মনস্তাপিত ও অতি ক্রোধাম্বিত ছিল । * তখন হমোর তাছাদের সহিত কথোপকথন করিয়া কহিল, তোমাদের এই কন্যাতে আমার পুত্র শিখিমের মন আসক্ত হইল ; অতএব নিবেদন করি, আমার পুত্রের সহিত তাহার বিবাহ দেও, ” এবং আমাদের সহিত কুটুম্বতা কর ; তোমাদের কন্যাগণ আমাদিগকে দান কর, এবথ আমাদের কন্যাদিগকে তোমরাও গ্রহণ কর। - এবং আমাদের সহিত বাস কর ; এই দেশ তোমাদের সম্মুখে আছে, তোমরা তাহার মধ্যে বসতি ও বাণিজ্য ও অধিকার কর। ’ এবং শিথিম দীণার পিতাকে ও ভুতৃিগণকে কহিল, আমার প্রতি তোমাদের অনুগ্রহদৃষ্টি হউক তাহাতে যাহা কহিব, তাহাই দিব। যৌতুক ও দান যত অধিক চাহিবা, তোমাদের বাক্যানুসারে তাহাই
34 আদিপুস্তক। [৩৪ অধ্যায় । দিব ; কোন মতে আমার সহিত ঐ কন্যার বিবাহ দেও। ই কিন্তু শিখিম তাহাদের দীণা ভগিনীকে ভুষ্টা করিয়াছিল, এই হেতুক যাকুবের পুত্রগণ ছল করিয়া শিথিমকে ও তাহার পিত হমোরকে এই উত্তর দিল, আচ্ছিন্নতত্ত্বক লোককে আমাদের ভগিনী দিই, এমন কর্ম আমর করিতে পারি না ; কেননা তাহ আমাদের অপমানস্বরূপ । ** কেবল এক কর্ম · করিলে আমরা সম্মত হইব ; আমাদের ন্যায় তোমরা প্রত্যেক পুরুষ যদি ছিন্নতস্ক হও, “ তবে আমরা তোমাদিগকে আপনাদের কন্যাগণ দিব, এবৎ তোমাদের কন্যাগণকে গ্রহণ করিব, ও তোমাদের সহিত বাস করিয়া একজাতি হইব । ** কিন্তু যদি তাকছেদ বিষয়ে আমাদের কথা না শুন, তবে আপনাদের ঐ কন্যাকে লইয়া চলিয়া যাইব । * তখন তাহাদের এই কথাতে হমোর ও তাহার পুত্র শিথিম সন্তুষ্ট হইল। -- এবথ সেই যুব অবিলম্বে সেই কর্ম করিল, cवन्रन्र1 6ग्नः যাকুবের কন্যাতে অত্যন্ত অনুরক্ত, এবথ আপন পিতৃপরিবার সকলহইতে সম্ভান্তও ছিল।
- পরে হমোর ও তাহার পুত্র শিখিম অাপন নগরদ্বারে আসিয়া নগরনিবাসিদের সহিত কথোপকথন করিয়া কহিল, ২ ° এ লোকেরা আমাদের সহিত নিৰ্ব্বিরোধী ; অতএব আইস আমরা ইহাদিগকে এই দেশে বাস ও বাণিজ্য করিতে দি ; কেননা দেখ, এই দেশ তাহাদের নিমিত্তে যথেষ্ট আছে; এবং তাহাদের কন্যাগণকে আমরা গ্রহণ করিব, ও আমাদের কন্যাগণ তাহাদিগকে দিব। & কিন্তু তাহাদের এই পণ আছে, আমাদের মধ্যে প্রত্যেক পুরুষ যদি তাহাদের সদৃশ আকছেদী হয়, তবে তাহারা আমাদের সহিত বাস করিয়া একজাতি হইতে সম্মত আছে। ২° আর তাহাদের ধন ও সম্পত্তি ও পশু সকল কি আমাদের হইবে না ? আমরা তাহাদের কথা স্বীকার করিলেই তাহারা আমাদের সহিত বাস করিবে। * তখন সেই নগরের দ্বার দিয়া বহির্গমনকারি সকল লোক হমোরের ও তাহার পুত্র শিখিমের ঐ কথা মানিল, এবং তাহার নগরদ্বার দিয়া বহির্গমনকারি তাবৎ পুরুষেরই অকুছেদ হইল। : ২৭ অপর তৃতীয় দিবসে তাহারা পীড়িত হইলে দীণার সহোদর শিমিয়োন ও লেবি, যাকুবের এই দুই পুত্র খডুখ গ্রহণ করিয়া অকস্মাৎ নগর আক্রমণ করিয়া তাবৎ পুরুষকে বধ করিল। ;* এবথ হমোরকে ও তাহার পুত্র শিথিমকে খড়গাঘাতে বধ করিয়া শিখিমের গৃহহইতে দীণাকে লইয়া গেল। ** এবং তাহাদের ভগিনীকে ভুষ্টা করাতে যাকুবের পুত্ৰগণ হত লো