পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪১ অধ্যায়।] গারহইতে উদ্ধার করিও। • • কেননা ইন্দ্রীয়দের দেশহইতে আমাকে নিতান্তই চুরি করিয়া আনিয়াছে ; আর আমি যে এই কারাকুপে বন্ধ হই, এ স্থানেও এমত কোন কর্ম করি নাই । ** অপর প্রধান মোদক তাহার অর্থকথন উত্তম জানিয়া যুষফকে কহিল, আমিও স্বপ্ন দেখিয়াছি; আমার মস্তকোপরি শুক্ল পিষ্টকের তিনটী চুপড়ি ছিল। * তাহার উপরের চুপড়িতে ফিরোণের ভোজনার্থে নানা প্রকার পকান্ন ছিল ; তাহাতে পক্ষিগণ আসিয়া আমার মস্তুকোপরিস্থ চুপড়িহইতে তাহ লইয়৷ থাইল । * তখন যুষফ উত্তর করিল, ইহার অর্থ এই, সেই তিন চুপড়িতে তিন দিন বুঝায়। ** তিন দিনের মধ্যে ফিরেীন তোমার বিচার করিয়া তোমাকে বৃক্ষোপরি উদ্বন্ধন করিবে, এবং পক্ষিগণ আসিয়া শরীর হইতে তোমার মাংস খাইবে।

    • অপর তৃতীয় দিনে ফিরোণের জন্মদিন হওয়াতে সে আপন সকল ভূতদের জন্যে ভোজ প্রস্তুত করিল ; তাহাতে আপনার তাবৎ দাসের সাক্ষাতে প্রধান পানপাত্রবাহকের ও প্রধান মোদকের বিচার করিল। ** পরে সে যুষফের অর্থকথনানুসারে ফিরেীণের হস্তুে পানপাত্র দিতে প্রধান পানপাত্রবাহককে তাহার নিজপদে পুনবার নিযুক্ত করিল ; ২২ কিন্তু প্রধান মোদককে উদ্বন্ধন করিল। **তথাপি প্রধান পানপত্রিবাহক যুষফকে স্মরণ করিল না, কিন্তু বিস্তৃত হইল।

৪১ অধ্যায়। ১ ফিরোণের দুই প্রকার স্বল্প দর্শন, ৮ ও যুষফের বিষয়ে পামপাত্রবাহকের সম্ববাদ দ্ধে গুন, ১ ৪ ও ফিরেীণের যুষফকে আপন স্বল্প কথন, ২৫ ও রাজার স্বপ্নের তাৎপৰ্য্য জ্ঞাপন ও উপদেশ করণ, ৩৭ ও যুবকের উন্নতি, ৪১ ও মিসরে শস্য রক্ষা করণ, ৫০ ও যুষফের দুই পুত্র হওন, ৫৩ ও দুর্ভিক্ষের আরম্ভ।

  • অনন্তর দুই বৎসরান্তে ফিরেীন এই স্বপ্ন দেখিল। সে নদীকুলে দাড়াইয়! থাকিলে ই নদীহইতে সাতটা হৃষ্টপুষ্ট সুন্দর গোরু উঠিয় তৃণমধ্যে চরিতে লাগিল। * পরে অrর সাতট। কৃশ ও কুৎসিত গোরু নদীহইতে উঠিয়া নদীর উীরে ঐ গোরুদের নিকটে দাড়াইল । * পরে সেই কৃশ কুৎসিত গোরু ঐ সপ্ত হৃষ্টপুষ্ট সুন্দর গোরুকে গ্রাস করিল। তখন ফিরেীণের নিদ্রাভঙ্গ হইল। * তাহার পরে সে নিদ্রিত হইয়া দ্বিতীয় বার স্বপ্ন দেখিল ; এক বোটাতে সাত স্থলাকার উত্তম শীষ উঠিল । * পরে পূরায় दोषूड শুযক অন্য সাত ক্ষীণ শীষ উঠিল। এবং সেই সাত ক্ষীণ শীষ ঐ সাত স্থলা

Ꮐ আদিপুস্তক l 83 কার পূর্ণ শীষ গ্রাস করিল। পরে ফিরোণের নিদ্রাভঙ্গ হইলে তাহ স্বপ্নমাত্র হইল। ৮ পরে প্রাতঃকালে তাহার মন উদ্বিগ্ন হইলে সে লোক পাঠাইয়া মিসরদেশের তাবৎ মায়াবিদিগকে ও জ্ঞানিদিগকে ডাকাইল ; কিন্তু ফিরৌন তাহাদের কাছে স্বপ্নের কথা কহিলে তাহাদের মধ্যে কেহই ফিরেীণকে তাহার অর্থ কহিতে পারিল না । * তখন প্রধান পানপাত্রবাহক ফিরেীণকে নিবেদন করিল, অদ্য অাযার অপরাধ মনে পড়িতেছে। “ ফিরেীন আপন দুই ভূত্যের প্রতি, অর্থাৎ আমার ও প্রধান মোদকের প্রতি ক্রোধাস্থিত হইয়া আমাদিগকে রক্ষকসৈন্যাধিপতির কারাগারে বদ্ধ করিয়াছিলেন। *? তাহাতে আমি এবং সে এক রাত্রিতে স্বপ্ন দেখিলাম; এবং দুই জনের স্বপ্নের দুই প্রকার অর্থ হইল । * তখন সে স্থানে আমাদের সহিত রক্ষকসৈন্যাধিপতির এক ইন্দ্রীয় যুবদাস ছিল ; তাহাকে স্বপ্ন কহিলে সে আমাদিগকে স্বপ্নের অর্থ কহিল। প্রত্যেক জনের স্বপ্নের অর্থ কহিল । * তাহাতে সে আমাদিগকে যেরূপ অর্থ কহিয়াfছল, তদ্রুপই ঘটিল ; ফলতঃ মহারাজ আমাকে পূৰ্ব্বপদে নিযুক্ত করিলেন, ও তাহাকে উদ্বন্ধন করিলেন।

    • তখন ফিরেীন যুষফকে আনিতে পাঠাইলে লোকের কারাকুপহইতে তাহাকে শীঘু আনিল। পরে সে ক্ষৌরকর্ম পূর্বক বস্ত্রান্তর পরিধান করিয়া ফিরেীণের নিকটে উপস্থিত হইল। * তখন ফিরৌপ্‌ ঘূষফকে কহিল, অriম এক স্বপ্ন দেখিয়াছি, তাহার অর্থকারক কেহ নাই; কিন্তু তুমি স্বপ্ন শুনয় তাহার অর্থ করিতে পার, ইহা শুনিলাম। * তাহাতে ঘূষষ্ণ ফিরেীণকে উত্তর করিল, তাহা আমি পাfর না, কিন্তু ঈশ্বর ফিরেীণকে মঙ্গলযুক্ত উত্তর দিবেন। * তখন ফিরেীন যুষফকে কহিল, আমি স্বপ্নেতে নদীর তীরে দাড়াইয়tfছলাম। * তাহাতে নদীহইতে সাত হৃষ্টপুষ্ট সুন্দর গোরু উঠিয় তৃণমধ্যে চরিতে লাগিল। ** পরে মিসরদেশে যাদৃশ কুৎসিত গোরু কখন দেখি নাই, এমত কৃশ ও কুৎসিত ও শুষ্কাঙ্গ অন্য সাত গোরু উঠিল। " এবং এই কৃশ কুৎসিত গোরু সেই পূৰ্ব্বের হৃষ্টপুষ্ট সাত গোরুকে গ্লাস করিল। খ * কিন্তু তাহারা তাহাদিগকে গ্রাস করিপে গ্রাস করিয়াছে, এমত বোধ হইল না, কেননা পূৰ্ব্বকার ন্যায় কুৎসিত থাকিল ; তখন আমার নিদ্রাভঙ্গ হইল। ২ং পরে আমি পুনরায় এক স্বপ্ন দেখিলাম ; এক বোটাতে স্থূলাকার উত্তম সাত শীষ উঠিল । * পরে য়ায়ুতে শুদ্ধক ও ক্ষীণ ও মুনি সপ্ত শীষ উঠিল। এবং

41