এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৪৪ অধ্যায়।] দেশোৎপন্ন প্রসিদ্ধ দ্রব্য অর্থাৎ গন্ধরস ও মধু ও মসলা ও গুগগুল ও পেস্তা ও বাদাম কিঞ্চিৎ ২ লইয়া সেই অধ্যক্ষকে উপঢৌকন দেও। - ২ এব^ আপন ২ হন্তে দ্বিগুণ টাকা লও, এবং তোমাদের ছালার মুখে যে টাকা ফিরিয়া আসিয়াছে, তাহাও হস্তে করিয়া লইয়া যাও কি জানি, তাহাতে বা ভান্তি হইয়াছিল। ৩ এবং আপনাদের ভুতাকে লইয়া উঠিয়া পুনৰ্ব্বার সেই অধ্যক্ষের নিকটে যাও। ই সৰ্ব্বশক্তিমান ঈশ্বর তোমাদিগকে সেই অধক্ষের কাছে এমত কৃপার পাত্র করুন, যে সে তোমাদের অন্য ভুতাকে ও বিনামীনকে ছাড়িয়া দেয় ; কিন্তু যদি অামাকে পূত্রহীন হইতে হয়, তবে পুত্রহীন হইলাম।
- তখন তাহারা সেই উপটৌকনদ্রব্য ও দ্বিগুণ টাকা ও বিনামীনকে সঙ্গে লইয়া যাত্র করিয়া মিসরে গিয়া যুষফের সম্মুখে দাড়াইল। ** তখন যুষফ তাহাদের সঙ্গে বিন্যামীনকে দেখিয়া আপন গৃহাধ্যক্ষকে কহিল, এই মনুষ্যদিগকে আমার বাটীতে লইয়া যাও, এবং পস্ত মারিয়া খাদ্যদ্রব্য প্রস্তুত কর । ইহার মধ্যাহ্নকালে আমার সঙ্গে ভোজন করিবে। *? তাহাতে সে মূষফের আজ্ঞানুসারে তাহাদিগকে যুষফের বাটীতে লইয়া গেল। ** কিন্তু যুষফের গৃহে নীত হওয়াতে তাহারা ভীত হইয়া পরসপর কহিল, পূৰ্ব্বে আমাদের ছালাতে যে টাকা ফিরিয়া গিয়াছিল; তাহারি জন্যে আমাদিগকে এখানে আনিতেছে ; এখন আমাদের উপরে পড়িয়া আক্রমণ করিয়া আমাদের গদভও লইয়া আমাদিগকে ক্রীত দাসের ন্যায় রাখিবে । ** অতএব তাহারা যুষফের গৃহাধ্যক্ষের কাছে গিয়া বাটীর প্রবেশস্থানে তাহার সঙ্গে কথোপকথন করিয়া কহিল, হে মহাশয়, আমরা পূৰ্ব্বে শস্য কিনিতে আসিয়াছিলাম ; ২ * পরে উন্তরিবার স্থানে গিয়া আপন ২ ছাল খলিলে দেখিলাম, প্রত্যেক জনের পরিমিত টাকা ছালার মুখে আছে ; তাহ আমরা হন্তে করিয়া পুনরায় আনিয়াছি, ** এবং শস্য কিনিবার নিমিত্তে আরও টাকা আনিয়াছি ; কিন্তু সেই টাকা আমাদের ছালাতে কে রাখিয়াছিল, তাহ আমরা জানি না। ২৩ তাহাতে সেই গৃহাধ্যক্ষ কহিল, তোমাদের মঙ্গল" হউক, ভয় করিও না ; তোমাদের ঈশ্বর ও তোমাদের পৈতৃক ঈশ্বর তোমাদের ছালাতে তোমাদিগকে গুপ্ত ধন দিয়াছেন ; আমি তোমাদের টাকা পাইয়াছি। পরে সে শিমিয়োনকে . তাছাদের নিকটে আনিয়া ২• তাহাদিগকে যুষফের গৃহের ভিতরে লইয়। গিয়া পাদ প্রক্ষালনাথে জল দিল; এবং তাহাদের গৰ্দভদিগকে আহার দিল ।
- . .
আদিপুস্তক l 8 &
- অপর মধ্যাহ্নে যুষফের আগমন অপেক্ষ করিয়া তাহারা উপটৌকন সাজাইল, কেননা এখানে আমাদিগকে ভোজন করিতে হইবে, এই কথা তাহারা শুনিয়াছিল। ** পরে যুষফ গৃহে আইলে তাহার হস্তস্থিত উপঢৌকন গৃহমধ্যে তাহার কাছে আনিয়া ভূমিষ্ঠ হইয় তাহাকে প্রণাম করিল। * তখন যুষফ মঙ্গল জিজ্ঞাসা করিয়া তাহাদিগকে কহিল, তোমাদের যে বৃদ্ধ পিতার কথা কহিয়াছিল। তাহার মঙ্গল ? সে কি অদ্যাপি জীবৎ আছে ? তাহার কহিল, মঙ্গল আপনকার দাস আমাদের পিতা অদ্যাপি জীবৎ আছে। পরে তাহারা ভূমিষ্ঠ হইয় প্রণাম করিল। ২* তখন যুষষ্ণ চাহিয়া আপন সহোদর বিন্যামীনকে দেখিয়া কহিল, তোমাদের যে কনিষ্ঠ ভাতার কথা কহিয়াছিল, সে কি এই ? অপর সে কহিল, হে বৎস, ঈশ্বর তোমাকে অনুগ্রহ করুন। * তখন যুষফের অন্তঃকরণ স্নেহেতে গলিয়া যাওয়াতে সে রোদন করিবার স্থান অন্বেষণ করিয়া শীঘু আপনার কুঠরীতে প্রবেশ করিয়া সে স্থানে রেদিন করিল। * পরে মুখ প্রক্ষালন করিয়া বাহিরে আসিয়া ধৈর্যাবলম্বন পূৰ্ব্বক ভক্ষ পরিবেষণ করিতে আজ্ঞ করিল। ৩২ তাহাতে ভূতগণ যুষফের জন্যে ও তাহার ভাতৃগণের জন্যে এবৎ তাহার সঙ্গে ভোজনকারি মিস্ট্রীয়দের জন্যে পৃথক ২ পরিবেষণ করিল, কেননা ইন্দ্রীয়দের সহিত ভোজন করা মিস্ট্রীয়দের ব্যবহার নাই ; তাহা মিস্ট্রীয়দের ঘৃণিত কর্ম। " এবং যুষফের সম্মুখে তাহাদের জ্যেষ্ঠ জ্যেষ্ঠের স্থানে ও কনিষ্ঠ কনিষ্ঠের স্থানে বসিল তাহাতে তাহারা পরসপর আশ্চয্য জ্ঞান করিল। ** এবং সে আপনার সন্মুখহইতে ভক্ষ্যের অংশ তুলিয়া তাহাদিগকে দিল, কিন্তু অন্য সকলের অংশহইতে বিনামীনের অক্ষশ পঞ্চগুণ অধিক ছিল ; পরে তাহারা পান করি - য় তাহার সহিত আমোদ করিল।
8 8 অধ্যায় ৷ ভ্রাতৃগণের প্রতি যুবফের চতুরতা, ও ও তাঁহার বাটি বিনামীনের ছালাতে পাওন, ১৪ ও পুনৰ্ব্বার তাহার নিকটে সকলের আগমন, ১৮ ও যুবফের প্রতি যিহুদার কাতরোক্তি।
- অনন্তর যুষফ আপন গৃহাধ্যক্ষকে আজ্ঞা কfরল, এই লোকদের ছালাতে যত শস্য ধরে, তত ভরিয়া দেও; এবং প্রতি জনের টাকা তাহার ছালার মুখে রাখ। ই বিশেষতঃ কনিষ্ঠের ছালাতে তাহার শস্যক্রয়ের টাকার সহিত অfমার বাটি অর্থাৎ রূপার বাটি রাখ। তাহাতে সে যুষফের উক্ত আজ্ঞানুসারে করিল। " অপর
- 45