৪২৩ প্রভাত হইবামাত্র তাহারা গৰ্দ্দভের সহিত বিদায় পাইল। - নগরহইতে বহির্গত হইয়া বিস্তুর দূরে ন। যাইতে যুষফ আপন গৃহাধ্যক্ষকে কহিল, তুমি উঠিয়া ঐ মনুষ্যদের পশ্চাৎ দৌড়িয়া গিয় তাহাদিগকে ধরিয়া বল, তোমরা উপকারের পরিবর্ক্সে কেন অপকার করিলা ? “ আমার প্রভু যাহাতে পান করেন ও যাহার দ্বারা গণনা করেন, এ কি সেই বাটি নয় ? এই কর্মদ্বার তোমরা দোষ করিয়াছ।
- পরে সে তাহাদিগকে ধরিয়া ঐ রূপ বাক্য কহিলে ? তাহারা উত্তর করিল, আমার প্রভু কেন এমন কথা বলেন ? তোমার দাসদের এমত কর্ম করা দূরে থাকুক। " দেখ, আমরা আপন ২ ছালার মুখে যে টাকা পাইয়াছিলাম, তাহ। কিনানদেশহইতে পুনৰ্ব্বার তোমার কাছে আনিয়াছি ; তবে আমরা কোন মতে কি তোমার প্রভুর গৃহহইতে স্বর্ণ কি রূপা চুরি করিব ? * তোমার দাসদের মধ্যে যাহার নিকটে তাহ পাওয়া যায়, সে মরুক, এবং আমরাও প্রভুর দাস হইব । * ° তাহাতে সে কহিল, ভাল, তোমাদের কথানুসারেই হউক যাহার কাছে তাহ পাওয়া যাইবে, সে আমার দাস হইবে, কিন্তু অন্যেরা নিদোষ হইবে । * তখন তাহারা তৎক্ষণাৎ ভূমিতে আপন ২ ছাল নামাইয়া প্রত্যেকে আপন ২ ছাল খলিলে সে জ্যেষ্ঠাৰধি আরম্ভ করিয়া কনিষ্ঠ পর্যন্ত খুঁজিল তাহাতে বিন্যামীনের ছালাতে সেই বাটি পাওয়া গেল। ** তখন তাহার। আপন ২ বস্ত্র চিরিয়! আপন ২ গৰ্দ্দভে ছাল চাপাইয়া নগরে ফিরিয়া গেল।
- অপর যিহুদা ও তাহার ভাতৃগণ যুবফের গৃহে প্রবেশ করিল ; এবং সে তদবধি ঘরে থাকাতে তাহার অগ্ৰে ভূমিতে দণ্ডবৎ হইল। ** তখন যুষফ তাহাদিগকে কহিল, তোমরা এ কেমন কাৰ্য্য করিলা ? এমন পুরুষ যে আমি, আমি অবশ্য গণনা করিতে পারি, ইহা কি তোমরা জান না ? -- তাহাতে যিহুদী কহিল, আমরা প্রভূর নিকটে কি উত্তর দিব ? ও কি কথা কহিব ? ও কিসে বা আপনাদের দোষ প্রক্ষালন করিব ? ঈশ্বর আপনকার দাসদের অপরাধ প্রকাশ করিয়াছেন ; দেখুন, আমরা ও যাহার কাছে বাটি পাওয়া গিয়াছে, সকলেই প্রভুর দাস হইলাম। তাহাতে যুষফ কহিল, এমন কর্ম আমাহইতে না হউক যাহার কাছে বাটি পাওয়া গিয়াছে, সেই আমার দাস হইবে, কিন্তু তোমরা কুশলে পিতার নিকটে প্রস্থান কর । ১৮ তাহাতে যিহুদা নিকটে গিয়া কহিল, হে প্রভো, আপনি ফিরেীণের তুল্য ; , এই দাসের প্রতি যদি , ক্রোধ প্রজবলিত না হয়, তবে প্রভুর
46 আদিপুস্তক। [৪৪ অধ্যায়। কৰ্ণগোচরে কিছু নিবেদন করি। -- তোমাদের পিতা বা ভুতি আছে ? ইহা প্রস্তু এই দাসদিগকে জিজ্ঞাসা করিয়াছিলেন ; , ২° তাহাতে অামর প্রভুকে উত্তর করিয়াছিলাম, আমাদের বৃদ্ধ পিতা আছে, এবং তাহার বৃদ্ধাবস্থার এক কনিষ্ঠ পুত্র আছে ; তাহার সহোদর মরিয়াছে ; সেই মাত্র তাহার মাতার অবশিষ্ট পুত্র ; এই জন্যে পিতা তাহাকে স্নেহ করেন। ২ * পরে আপনি এই দাসদিগকে কহিয়াছিলেন, তোমরা আমার কাছে তাহাকে আন, আমি তাহার প্রতি দৃষ্টিপাত করিব। ২১ তখন আমরা প্রভুকে কহিয়াছিলাম, সে বালক পিতাকে ত্যাগ করিতে পfরিবে না, কেননা সে পিতাকে ছাড়িয়া আইলে পিতা মরিবে। -- তাহাতে আপনি এই দাসদিগকে কহিয়াছিলেন, সেই কনিষ্ঠ ভাত তোমাদের সঙ্গে না আইলে তোমরা আর আমার মুখ দর্শন পাইব না। ২* অপর আমরা আপনকার দাস আমাদের পিতার নিকটে উপস্থিত্ব হইয় তাহাকে প্রভুর এই সকল কথা কহিলাম। ** পরে আমাদের পিতা কহিল, তোমরা পুনবার গিয়া আমাদের জন্যে কিছু শস্য ক্রয় কর । ** তা হাতে আমরা কহিলাম, যাইতে পারিব না ; যদি কনিষ্ঠ ভাত আমাদের সঙ্গে থাকে, তবে যাই ; কেননা কনিষ্ঠ ভাতা সঙ্গে না থাকিলে আমরা সেই অধ্যক্ষের মুখদশনও পাইতে পারিব না। ** তাহাতে আপনকার দাস আমার পিতা কহিল, আমার সেই ভাষাহইতে দুইমাত্র সন্তান হয়, তাহা তোমরা জান। ২৮ তাহার এক জন হইতে আমার বিচ্ছেদ হওয়াতে আমি কহিলাম, সে খণ্ড ২ হইয়। ছিন্ন হইয়াছে, এবং তদবধি আমি তাহাকে আর দেখিতে পাই নাই। এখন আমার নিকটহইতে ইহাকে লইয়া গেলে যদি ইহাকেও কোন বিপদ ঘটে, তবে তোমরা শোকেতে এই পাক চুলে আমাকে পরলোকে পাঠাইবা । ** অতএব আপনকার দাস যে আমার পিতা, তাহার কাছে উপস্থিত হইলে আমাদের সঙ্গে যদি এই বালক না থাকে, ** তবে সে এই বালককে না দেখিলে তৎক্ষণাৎ মারবে ; কেননা ইহার প্রাণেতে তাহার প্রাণ বাধা আছে ; তাহাতে আপনকার দাসের শোকেতে পাক চুলে আপনকার দাস সেই আমাদের পিতাকে পরলোকে পাঠাইবে । ** অধিকন্তু আপনকার দাস আমি পিতার নিকটে এই বালকের প্রতিভূ হইয়। কহিয়াছি, আমি যদি তাহাকে তোমার . নিকটে নী আনি, তবে যাবজ্জীবন পিতার কাছে অপ রাধী থাকিব। ** অতএব নিবেদন করি, প্রভুর নিকটে এই বালকের পরিবর্ষে আমি দাস