(t to পন ২ ভূমি বিক্রয় করিল। তাহাতে যুষফ ফিরৌণের নিমিত্তে মিসরদেশীয় তাবৎ ভূমি ক্রয় করিল ; অতএব সকল ভূমিতে ফিরেীণের অধিকার হইল। ** তাহাতে সে মিসরের এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত প্রজাদিগকে নগরে ২ প্রবাস করাইল। ২২ কেবল যাজকদের ভূমি ক্রয় করিল না, কারণ ফিরেীন যাজকদিগকে বৃত্তি দিত, অতএব ফিরেীণের দত্ত বৃদ্ভিদ্বারা তাহাদের নির্বাহ হওয়াতে তাহারা আপন ২ ভূমি বিক্রয় করিল না। - - ২৩ পরে যুষফ প্রজাগণকে কহিল, দেখ, আমি ফিরোণের নিমিত্তে তোমাদিগকে ও তোমাদের ভূমি সকল ক্রয় করিলাম। ২° এখন এই বীজ লইয়া ভূমিতে বপন কর; তাহাতে যাহা ২ উৎপন্ন হইবে, তাহার পঞ্চমাRশ ফিরেীণকে দিবা, অন্য চারি অRশ ভূমির বীজ ও আপনাদের ও পরিজনদের ও বালকগণের খাদ্যের নিমিত্তে তোমাদেরই থাকিবে । * তাহাতে তাহারা কহিল, আপনি আমাদের প্রাণ রক্ষা করিলেন ; আপনকার কৃপাদৃষ্টি হইলে আমরা ফিরোণের দাস হইব। ২১ তাবৎ ভূমির পঞ্চমাংশ ফিরেীন পাইবে, যুষফের স্থাপিত এই ব্যবস্থা সমস্তু মিসরদেশে অদ্যাবধি চলিতেছে। কেবল যাজকদের ভূমিতে ফিরেীণের অধিকার হয় নাই। ২১ অপর ইস্রায়েল মিসরদেশের গোশন অঞ্চলে বাস করিল, এৰণ তথায় অধিকার পাইয়া ক্রমে ২ বদ্ধিষ্ণু ও অতি বৃহদৃগোষ্ঠী হইল। ২৮ মিসরদেশে যাকুব সতের বৎসর পর্যন্ত জীবৎ থাকিল; তাহাতে তাহার আয়ুর পরিমাণ এক শত সাতচল্লিশ বৎসর হইল। ২১ পরে ইসায়েল আপন মরণদিন নিকটস্থ জানিয়া আপন পুত্র মূষফকে ডাকাইয়া কহিল, আমি যদি তোমার সাক্ষাতে অনুগৃহীত হইলাম, তবে বিনয় করি, তুমি আমার জ৭ঘাতে হস্ত দিয়া আমার প্রতি দয়া ও বিশ্বস্ততা প্রকাশ কর, অর্থাৎ এই মিসরদেশে আমাকে কবর দিও না। * আমি আপন পূৰ্ব্বপুরুষদের নিকটে কবরশায়ী হইতে চাহি ; অতএব তুমি আমাকে এই মিসরহইতে লইয়া গিয়া তাহাদের কবরস্থানে শয়ন করাইবা । তাহাতে মূষফ কহিল, তোমার আজ্ঞানুসারেই করিব । * তথাপি যাকুল মূষফকে দিব্য করিতে কহিলে যুষফ তাহার নিকটে দিব্য করিলা তখন ইস্রায়েল শয্যার শিয়রের দিগে প্রণাম করিল। ৪৮ অধ্যায়। ১ পীড়িত যাকুবের সহিত যুষষ্ণু ও তাহার দুই পুত্রের সাক্ষাৎ করণ ও তাহদের প্রতি যাকুবের কথা, ৮ ও যুষফের দুই পুলকে আশীৰ্ব্বাদ করিয়া কনি50 আদিপুস্তক l [৪৮ অধ্যায়। ষ্ঠকে প্রধান করণ, ১৫ ও যুষফের সহিত তাহার কথোপকথন । t ° ४ो সকল ਬੱਸ ! হইলে পর, দেখ, তোমার পিতা পীড়িত আছে, এই সRবাদ কেহ যুষফকে কহিলে সে আপনার দুই পুত্র মিনশি ও ইফুয়িমকে সঙ্গে লইয়া গেল। * তখন কেহ যাকুবকে কহিল, দেখ, তোমার পুত্র যুষফ আইল ; তাহাতে ইস্রায়েল আপনাকে সবল করিয়া শয্যায় উঠিয়া বসিল, “ এবং যুষফকে কহিল, কিনানদেশের লুস নগরে সর্বশক্তিমান ঈশ্বর আমাকে দর্শন দিয়া আশীৰ্ব্বাদ করিয়া - ইহা কহিয়াছিলেন, দেখ, আমি তোমাকে ফলবন্ত ও বহুগোষ্ঠীক করিব, ও তোমাহইতে লোকসমূহ উৎপন্ন করিব, এবং তোমার ভাবিব^শকে চিরস্থায়ি অধিকারার্থে এই দেশ দিব। * অতএব মিসরে আমার আগমনের পূৰ্ব্বে তোমার যে দুই পুত্র মিসরদেশে জন্মিয়াছিল, তাহারা অামার হইবে, অর্থাৎ রূবেন ও শিমিয়োনের ন্যায় ইফুয়িম ও মিনশি আমারি হইবে - কিন্তু ইহাদের পরে জাত তোমার যে ২ সন্তান, তাহারা তোমার হইবে, এবং জ্যেষ্ঠ ভাতাদের নামে আপন ২ অধিকারে বিখ্যাত হইবে। " কেননা পদন-আরামহইতে আগমন সময়ে আমি কিনানদেশের ইফুথিাহইতে কিঞ্চিৎ দূরে থাকিতে রাহেল পথেই আমার নিকটে মরিল ; তাহাতে আমি তথায় ইফুথিার অর্থাৎ বৈৎলেহমের পথের পাশ্বে তাহার কবর দিলাম। =
- পরে ইস্রায়েল যুষফের পুত্রদিগকে দেখিয়া জিজ্ঞাসিল, ইহার কে ? - তাহাতে মুষফ পিতাকে কহিল, ইহারা এই দেশে ঈশ্বরকতুর্ণ দত্ত আমার পুত্র। তখন ইস্রায়েল কহিল, বিনয় করি, ইহাদিগকে আমার কাছে আন, আমি ইহাদিগকে আশীৰ্ব্বাদ করিব। - কিন্তু ইস্রায়েল বান্ধক্য প্রযুক্ত ক্ষীণদৃষ্টি হওয়াতে সুস্পষ্ট দেখিতে পাইল না, অতএব তাহাদিগকে নিকটে আনিলে সে তাহাদিগকে চুম্বন ও আলিঙ্গন করিল। ** এবং ইস্রায়েল যুষফকে কহিল, আমি তোমার মুখ আর দেখিতে পাইব না, ইহা ভাবিয়াছিলাম; কিন্তু দেখ, ঈশ্বর আমাকে তোমার বখশও দেখাইলেন। * তখন যুষফ জানুদ্বয়ের মধ্যহইতে তাহাদিগকে লইয়া ভূমিষ্ঠ হইয়া প্ৰণাম করিল। ৩ পরে যুষষ্ণু দুই জনকে পিতার নিকটে লইয়া আপন দক্ষিণ হস্তুদ্বারা ইস্রায়েলের বামদিগে ইফুয়িমকে, ও বাম হস্তদ্বারা ইসায়েলের দক্ষিণদিগে মিনশিকে ধরিয়া উপস্থিত করিল। * তাহাতে ইস্রায়েল দক্ষিণ হস্ত বাড়াইয়া কনিষ্ঠ ইফুয়িমের মস্তকোপরি দিল, এবং জ্যেষ্ঠ মিনশির মস্তকোপরি বাম হস্ত দিল ।