? br ন্যায় ক্রিয়া করিও না, কিন্তু তাহাদিগকে নিমূলে উৎপাটন করিও, এবথ তাহাদের প্রতিমাগণকে ভাঙ্গিয়া ফেলিও। ১° তোমরা আপনাদের প্রভূ, পরমেশ্বরের সেবা কর । তাহাতে তিনি তোমা, দের অন্ন জলের প্রতি আশীৰ্ব্বাদ করিবেন, এবৎ আমি তোমাদের হইতে রোগ দূর করিব।
- তোমার দেশে কাহারো গৰ্বপাত হইবে না, এব^ কেহ বন্ধ্যা হইবে না ; আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করিব ; *? এবং তোমার অগ্নে আমাবিষয়ক ভয় প্রেরণ করিব ; এবং তুমি যে সকল লোকের নিকটে উপস্থিত হইবা, তাহাদিগকে ব্যাকুল করিব, ও তোমার শত্ৰুগণকে পরাভূখ করিব। ২৮ আমি তোমার অগ্লে ২ ভিমরুলগণকে পাঠাইলে তাহার। হিব্বীয় ও কিনানীয় ও হিন্দ্রীয়দিগকে তোমার সমমুখহইতে খেদাইয়। দিবে। ... কিন্তু দেশ যেন শূন্য না হয়, ও তোমার বিরুদ্ধে বন্য পশুর সংখ্য যেন বৃদ্ধি না পায়, এই জন্যে আমি এক বৎসরে তোমার সমমুখহইতে তাহাদিগকে খেদাইয়া দিব না। ৩° তুমি যে পর্যন্ত বন্ধিত হইয়া দেশ অধিকার না কর, তাবৎ তোমার সম্মুখহইতে তাহাদিগকে ক্রমে ২ খেদাইয় দিব। * আর সূফসাগর অবধি পিলেষ্টীয় সমুদ্র পর্যন্ত, এবং প্রান্তর অবধি ফরাৎ নদী পর্যন্ত তোমার সীমা নিরূপণ করিব ; আমি সেই দেশনিবাসিদিগকে তোমার হস্তুে সমপর্ণ করিলে তুমি আপন সমমুখহইতে তাহাদিগকে খেদাইয়া দিবা । ৩২ কিন্তু তাহাদের সহিত কিম্বা তাহাদের দেবগণের সহিত কোন নিয়ম স্থির করিও না । * তাহারা তোমার দেশে বাস করিবে না, পাছে তাহার। আমার বিরুদ্ধে তোমাকে পাপ করায় ; কেননা তুমি যদি তাহাদের দেবগণকে সেবা কর, তবে তাহ অবশ্য তোমার ফাদস্বরূপ হইবে।
২৪ অধ্যায়। ১ পৰ্ব্বতারোহণ করিতে মূসাকে ডাকন, ৩ ও আজ্ঞাপালন করিতে লোকদের স্বীকার ও মুসার বেদি ও দশ স্তম্ভ নির্মাণ করণ, ৯ ও ঈশ্বরের তেজ প্রকাশ করণ, ১২ ও হারোণকে ও হুরকে মূসার নিযুক্ত করণ ও পৰ্ব্বতে আরোহণ করিয়া চল্লিশ দিবার ত্রি থাকন । অনন্তর (পরমেশ্বর ) মূসাকে কহিলেন, তুমি ও হারোণ ও নাদব ও অবাহু ও ইস্রায়েল বুশের প্রাচীনদের সন্তরি জন তোমরা পরমেশ্বরের নিকটে উঠিয়া আসিয়া দূরে থাকিয় তাহার ভজন রুর। কেবল মুস পরমেশ্বরের নিকটে অাসিবে, কিন্তু তাহার নিকটে আসিবে না, এবং লোকেরা তাহার সহিত পৰ্ব্বতারোহণ করিবে না। 78 -- যাত্রাপুস্তক। [২৪ অধ্যায়।
- তখন মূসা আসিয়া পরমেশ্বরের ঐ সকল কথা ও বিধি লোকদিগকে কহিলে সকল লোক একবাক্য হইয়৷ উত্তর করিল, পরমেশ্বর যে সকল কথা কহিলেন,আমরা তাহ পালন করিব। * পরে মূসা পরমেশ্বরের তাবৎ কথা লিখিল, এব^ প্রত্যুষে উঠিয়া পৰ্ব্বতের তলে এক যজ্ঞবেদি ও ইস্রায়েলের দ্বাদশ বংশানুসারে দ্বাদশ স্তন্ড নির্মাণ করিল। * অপর সে ইস্রায়েল বংশের যুবগণকে পাঠাইলে তাহারা পরমেশ্বরের উদ্দেশে হোমার্থে ও মঙ্গলার্থে বৃষদিগকে বলিদান করিল। * তখন মূসা তাহার রক্ত লইয়। অদ্ধেক থালে রাখিল, এবং অন্ধেক বেদির উপরে ছিটাইল । * এবং নিয়মপুস্তক লইয়া লোকদের কর্ণগোচরে পাঠ করিল ; তাহাতে তাহারা কহিল, পরমেশ্বর যাহা ২ কহিলেন, তাহা আমরা পালন করিয়৷ মানিব। ৮ পরে মূসা সেই রক্ত লইয়া লোকদের উপরে ছিটাইয় কহিল, দেখ, পরমেশ্বর তোমাদের সহিত এই সকল বাক্য সম্বলিত যে নিয়ম করিলেন, এ সেই নিয়মের রক্ত। so
- তখন মুসা ও হারোণ ও নাদব ও অবন্থ ৪ ইসায়েল বুশের সন্তরি প্রাচীন লোক উঠিয়া গিয়া - ইস্রায়েলের ঈশ্বরকে দর্শন করিল, র্তাহার চরণতলের স্থান নীলকান্ত মণিতে খচিত এবং নির্মলতাতে আকাশের তুল্য বোধ হইল। * আর তিনি ইসায়েল বKশের অধ্যক্ষগণের বিরুদ্ধে হস্ত বিস্তার করিলেন না, বরঞ্চ তাহারা ঈশ্বরকে দর্শন করিয়া ভোজন পান করিল।
- অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি পৰ্ব্বতে আমার নিকটে আরোহণ করিয়া সেই স্থানে থাক, তাহাতে আমি লোকদের শিক্ষার্থে যে লিপি করিয়াছি, তাহা অর্থাৎ ব্যবস্থা ও আজ্ঞ সম্বলিত দুই প্রস্তরফলক তোমাকে দিব। * পরে মুসা ও তাহার পরিচারক যিহোশূয় উঠিলে মূসা ঈশ্বরের পর্বতের উপরে আরোহণ করিল। ** এবং প্রাচীনগণকে কহিল, আমরা যদবধি তোমাদের নিকটে ফিরিয়া না আসি, তাবৎ তোমরা এই স্থানে থাক ; দেখ, হারোণ ও হুর তোমাদের কাছে আছে, কাহারো কোন বিবাদের কথা উপস্থিত হইলে সে তাহদের কাছে যাউক। * পরে মুস য়খন পৰ্ব্বত্বে উঠিল, তখন মেঘদ্বারা পৰ্ব্বত আচ্ছন্ন ছিল। - এবং সীনয় পৰ্ব্বতের উপরে পরমেশ্বরের তেজ অবস্থিতি করিল ; সেখানে ছয় দিন মেঘাচ্ছন্ন থাকিলে পর সপ্তম দিনে তিনি মেঘের মধ্যহইতে মূসাকে ডাকিলেন । * তাহাতে ইস্রায়েল বুশের দৃষ্টিতে পরমেশ্বরের তেজ পৰ্ব্বতশৃঙ্গে জলদগ্নির ন্যায় প্রকাশিত হইল। " এর মুসা মেঘের মধ্যে প্রবেশ