পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭, ২৮ অধ্যায় ] বা ; , তাহাতে বিচিত্র কিরূৰগণের আকৃতি থাকিবে। ৩২ এবং তাহা স্বৰ্ণেতে মুড়ান শিটীয়কাষ্ঠের চারি স্তুন্ডের উপরে খাটাইবা, এবং রূপার চারি চুঙ্গি ও উপরে স্বর্ণের আঁকড়া থাকিবে। ৩৩ এবং ঘূণ্টীর নীচে তিরস্করিণী টাজাইয়া তথায় তিরস্করিণীর ভিতরে সাক্ষ্যরূপ সিন্দুক আনিবা তাহাতে সে তিরস্করিণী পবিত্র স্থানের ও অতি পবিত্র স্থানের মধ্যে ভেদক হইবে ॥ ৩৪ এবং অতিপবিত্র স্থানে সাক্ষ্যসিন্দুকের উপরে পাপাচ্ছাদন রাখিবা । ৩৫ তিরস্করিণীর বাহিরে মেজ রাখিবা, ও মেজের সম্মুখে আবাসের দক্ষিণ দিগে দীপবৃক্ষ রাখিবা ; এবং উত্তর দিগে মেজ রাখিবা । ** এবK আবাসের দ্বারের নিমিত্তে নীলবর্ণ ও ধূমুবণ ও রক্তবর্ণ পাকান সূত্রনির্মিত চিত্রবিচিত্র এক অাচ্ছাদনবস্ত্র নির্মাণ করিব । ** ঐ আচ্ছাদনবন্ত্রের নিমিত্তে শিটীমকাষ্ঠের পাঁচ স্তম্ভ নির্মাণ করিয়া স্বর্ণে মুড়িবা, এবং স্বর্ণদ্বারা তাহার আঁকড়া করিব, এবং তাহার নিমিত্তে পিত্তলের পাঁচ চুঙ্গি করিব। ২৭ অধ্যায়। ১ বেদি নির্মাণের বিধি, ১ ও আবাসের প্রাঙ্গণের কথা, ১৮ ও প্রাঙ্গণের পরিমাণ, ২০ ও তৈলের বিধি ।

  • অপর তুমি শিটীম কাষ্ঠস্বারা এক বেদি নির্মাণ করিব। তাহ চতুষ্ণেকাণ অর্থাৎ পাঁচ হস্ত দীর্ঘ ও পাচ হস্ত প্রস্থ, এবং তিন হস্ত উচ্চ হইবে। * এবং তাহার চারি কোণের উপরে চুড়া করিবা, এবং সেই চুড়া বেদির এক২িশ হইবে, এব^ তাহা পিন্থলেতে মুড়িবা। ৩ এবং তাহার ভস্ম রাখিবার নিমিত্তে স্থালী করিবা, এবং তাহার হাতা ও বাটি ও ত্ৰিশূল ও অগ্নিপাত্র করিব ; তাহার সকল পাত্র পিত্তলদ্বারা করিব৷ ” এবং জালের ন্যায় পিত্তলের এক বাঝরী করিবা, এবং তাহার উপরে চারি কোণে চারি কড়া প্রস্তুত করিব । * এই সকল বেদির বেড়ের নীচে রাখিবা, এবং ঝাঝরী তদবধি বেদির মধ্য পর্যন্ত থাকিবে । * আর বেদির নিমিত্তে শিটীম কাষ্ঠের সাইঙ্গ করিবা, এবং তাহ পিত্ত্বলে মুড়িবা। " এবং বেদি বহনার্থে তাহার দুই পাশ্বের কড়ার মধ্যে ঐ সাইঙ্গ দিবা । ৮ এব^ তাহা তক্তাদ্বারা ফাপা করিবা; পৰ্ব্বতে তোমাকে যাহা ২ দেখান গেল, সেই রূপ করিব। ' '
  • অপর তুমি আবাসের প্রাঙ্গণ করিয়া তাহার দক্ষিণ দিগে পাকান সুত্রনির্মিত যবনিক দিবা; তাহার এক দিগের দীর্ঘর্তা এক শত

]Ꮇ যাত্রাপুস্তক l !-> হস্ত হইবে ,*” তাহার বিখশতি স্তুণ্ড ও পিন্তলের বি২শতি চুঙ্গি হইবে, এবং স্তম্ভের আঁকড়া ও শলাকা রূপার হইবে । ** তদ্রুপ উত্তরপাশ্বে এক শত হস্ত দীর্ঘ যবনিক হইবে, এবণ তাহার বি২শতি স্তন্ড ও পিত্তলের বি২শতি চুঙ্গি হইবে ; এবং স্তন্ডের আঁড়ক ও শলাক রূপ্যেতে হইবে । * আর প্রাঙ্গণের প্রস্থতার নিমিত্তে পশ্চিম দিগে পঞ্চাশ হন্ত যবনিক ও তাহার দশ স্তন্ড ও দশ চুঙ্গি করিব। ৩ এবং প্রাঙ্গণের প্রস্থত৷ পূৰ্ব্বদিগে পঞ্চাশ হস্ত হইবে । * ° ফলতঃ এক পাশ্বে পোনের হস্ত যবনিক ও তিন স্তন্ড ও তিন চুঙ্গি হইবে। ** এবং অন্য পাশ্বে ও পোনের হস্ত যবনিক ও তিন স্তম্ভ ও তিন চুঙ্গি হইবে। ** আর প্রাঙ্গণের দ্বারের নিমিৰে নীলবর্ণ ও ধুমুৱণ ও রক্তবর্ণ পাকান সুত্রেতে শিল্পকর্মবিশিষ্ট বিংশতি হস্ত এক আচ্ছাদনবস্ত্র, ও চারি স্তম্ভ ও চারি চুঙ্গি হইবে। ’ এবং প্রাঙ্গণের চতুৰ্দ্দিকস্থিত স্তন্ড সকল রৌপ্য শলাকাতে বন্ধ হইবে, ও তাহার আঁকড়া রূপ্যময় ও চুঙ্গি পিত্তলময় হইবে ।

  • ৮ প্রাঙ্গণ এক শত হস্ত দীর্ঘ ও সৰ্ব্বত্র পঞ্চাশ হন্ত প্রস্থ ও পাচ হস্ত উচ্চ, এবং সকল পাকান সূত্ৰেতে কৃত, ও তাহার পিত্তলের চুঙ্গি হইবে। * P এবথ আবাসের তাবৎ সেবাবিষয়ক পাত্র ও খিল ও প্রাঙ্গণের সকল খিল পিত্তলময় হইবে।

২ ° আর নিত্য ২ প্রদীপ জবালিয়া আলো করণাথে তোমার নিকটে নির্মল ও আলোড়িত জিততৈল আনিতে ইসুয়েলের সন্তানগণকে কহিবা। ২১ এবং মণ্ডলীর আবাসে সাক্ষ্যসিন্দুকের সম্মুখস্থত তিরস্করিণীর বাহিরে হারোণ ও তাহার পুত্ৰগণ সন্ধ্যাবধি প্রাতঃকাল পর্যন্ত পরমেশ্বরের সম্মুখে তাহ স্থাপন করিবে ; ইস্রায়েল বংশের পুরুষানুক্রমে এই বিধি থাকিবে। ২৮ অধ্যায়। ১ হারোণ ও তাঁহার পুত্রদের বিষয়ে যাজকত্বপদ নিরূপণ, ২ ও তাঁহাদের জন্যে পবিত্র বক্সের নিরূপণ, ৫ ও এফোদ বস্ত্রের কথা, ১৫ ও বিচার রূপ বকপাটার কথা, ৩০ ও উরীম ও তুমীমের কথা, ৩১ ও এফোদের নীলবর্ণ বন্ধের কথা, ७७ ७ ऊँझीएषग्न रुशंI, ७२ ७ खेज्जनो ७ छेकोस ও কটিবন্ধনের কথা, ৪ ০ ও হারোণ ও তাছার সন্তানদের বত্রের কথা ।

  • পরে তুমি আমার যাজনকর্ম করাইতে ইস্রায়েল বংশের মধ্যহইতে আপন ভুতি হারোণকে ও তাহার সঙ্গে তাহার পুত্রগণকে আপনার

নিকটে উপস্থিত করব। তাহাদের নাম হা 81