পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レー、 রোণ, এবং হারোণের পুত্ৰ নাদব ও অবাহু ও ইলীয়াসর ও ঈথামর। আপন ভুতি হারোণের ঐশ্বর্ষের ও শোভার নিমিত্তে তুমি পবিত্র বস্ত্র প্রস্তুত করিব। ৩ আর আমি যাহাদিগকে বুদ্ধিদায়ক আত্মাতে পূর্ণ করিলাম, সেই সকল বুদ্ধিমান লোকদিগকে আদেশ কর ; আমার যাজনার্থে হারোণকে পবিত্র করিতে তাহারা তাহার বস্ত্র প্রস্তুত করিবে । “ অর্থাৎ বৃকপাট ও এফোদৃ ও পরিধেয় ও বিচিত্র উড়নী ও উষ্ণীষ ও কটিবন্ধ, এই সকল বস্ত্র তাহার প্রস্তুত করিবে ; এবণ আমার যfজনার্থে তোমার ভুতি হারোণের ও তাহার পুত্রগণের নিমিত্ৰে পবিত্র বস্ত্র প্রস্তুত করিবে। “ তাহারা স্বণর্জরি এবহু নীলবণ ও ধুমবণ ও রক্তবর্ণ পাকান সূত্ৰ লইবে। - এবং ঐ স্বর্ণর্জরি ও নীলবণ ও ধুমুবণ ও রক্তবর্ণ পাকান সূত্রেতে শিল্পকর্মদ্বারা এফেৰ্দ্ৰি বস্ত্র প্রস্তুত করিবে। * তাহার দুই মুড়াতে পরস্পর সংযুক্ত দুই স্কন্ধপটি থাকিবে; এই রূপে তাহা যুক্ত হইবে । ৮ এবথ তদুপরিস্থ বিচিত্র পটুকার চিত্রিত কর্ম তদৃবস্ত্রানুসারেই হইবে ; অর্থাৎ স্বৰ্ণেতে এবং নীলবর্ণ ও ধুমুবর্ণ ও রক্তবর্ণ পাকান সূত্রেতে হইবে। * পরে তুমি দুই হারৎমণি লইয়। তাহার উপরে ইসুয়েলের পুত্রদের নাম খুদিবা। “ ফলতঃ তাহাদের জাত্যনুসারে এক মণির উপরে ছয় নাম, ও অন্য মণির উপরে অবশিষ্ট ছয় নাম খুদিৰ শিম্পকর্ম ও মূদ্র খুদনের ন্যায় সেই দুই মণির উপরে ইস্রায়েলের পুত্রদের নাম খুদিবা, এবং তাহ দুই স্বর্ণস্থালীতে বদ্ধ করিব। ’ এবং ইসুয়েল বথশের স্মরণ করাইবার জন্যে তুমি সেই দুই মণি এফোদের দুই স্কন্ধপটিতে দিব ; তাহাঁতে হারোণ স্মরণার্থে পরমেশ্বরের সম্মুখে আপনার দুই স্কন্ধে তাহাদের নাম বহিবে। ৩ এবং তুমি যে मुझे স্বর্ণস্থালী করিব, তাহার আগে নির্মল স্বর্ণদ্বারা পাকান দুই শৃঙ্খল করিয়া সেই পাকান শৃঙ্খল স্থালীতে বদ্ধ করিব।

  • এবং শিল্পকর্মেতে বিচারার্থক বুকপাট৷ করিব, অর্থাৎ এফোদের কর্মানুসারে স্বর্ণ ও নীলবর্ণ ও ধূমুবর্ণ ও রক্তবর্ণ পাকান সূত্রের শিল্পকর্মদ্বারা তাহ প্রস্তুত করিবা। তাহ চতুষ্ণেকাণ ও দোহার হইবে ; তাহার দীর্ঘত এক বিঘত ও প্রস্থত এক বিঘত হইবে। ** এবং তাহা চারি প২ক্তি মণিতে খচিত করিব ; তাহার প্রথম প^ক্তিতে চুণী ও পদমরাগ ও তামুমণি । ’৮ এবং দ্বিতীয় পথক্তিতে মরকত ও নীলকান্ত ও হীরক৷ ”

এবং তৃতীয় প২ক্তিতে লখুনীয় ও যিম ও 82 যাত্রাপুস্তক l [২৮ অধ্যায় কটাহেল ; ‘’ এবং চতুর্থ প২ক্তিতে গেদিন্ত ও বৈদূৰ্য্য ও সূৰ্য্যকান্ত ; এই সকল স্বৰ্ণেতে স্ব ২ প^ক্তিতে বদ্ধ হইবে। - এই মণি ইসায়েলের পুত্রদের নামের নিমিত্তে তাহাদের নামানুসারে দ্বাদশ হইবে ; মুদ্রার ন্যায় খোদিত প্রত্যেক মণিতে ঐ দ্বাদশ বংশের এক ২ বKশের নাম হইবে। ২২ তুমি নির্মল স্বর্ণ দিয়া বুকপাটার জন্যে পাকান শৃঙ্খল নির্মাণ করিব। ২৩ এবx বুকপাটার উপরে স্বর্ণদ্বারা দুই কড়া করিব, এবং বুকপাটার দুই কোণে ঐ দুই কড়া বাধিবা। ২° এবং বুকপাটার দুই কোণস্থিত দুই কড়ার মধ্যে পাকান স্বপ্নের ঐ দুই শৃঙ্খল রাখিবা। ২° এবং পাকান শৃঙ্খলের দুই মুড়া দুই স্থালীতে বন্ধ করিয়া এফোদ বস্ত্রের সমুখে দুই স্কন্ধপটির উপরে রাখিব। -- তুমি স্বর্ণের দুই কড়া নির্মাণ করিয়া বুকপাটার দুই কোণে এফোদৃ বস্ত্রের সমুখস্থ ভিতরভাগে রাখিব। ** এবং আরো দুই স্বর্ণকড়া করিয়া এফোদৃ বস্ত্রের দুই স্কন্ধপটির নীচে তাহার সমুখভাগে যোড়স্থানে এফোদের বিচিত্র পটুকার উপরে তাহ রাখিবা। ২৮ তাহাতে বুকপাট৷ যেন এফোদের বিচিত্র পটুকার উপরে থাকিয়া এফোদহইতে খসিয়া না পড়ে, এই জন্যে তাহারা বুকপাটাকে স্বীয় কড়াতে নীলসূত্রদ্ধার এফোদের কড়ার সহিত বদ্ধ করিয়া রাখিবে। ** যে সময়ে হারোণ পবিত্র স্থানে প্রবেশ করিবে, তৎকালে পরমেশ্বরের সম্মুখে নিত্য স্মরণ করাইবার জন্যে সে বিচারার্থক বুকপাটাতে ইস্রায়েল ব^শের নাম সকল আপন হৃদয়ের উপরে বহন করিবে । ৩° সেই বিচারার্থক বুকপাটাতে ভূমি উরীম ও তুৰ্ম্মীম (দীপ্তি ও সিদ্ধি ) দিব ; তাহাতে হারোণ যে সময়ে পরমেশ্বরের সম্মুখে প্রবেশ করিবে, তৎকালে হারোণের হৃদয়ের উপরে তাহ থাকিবে, এবং হারোণ পরমেশ্বরের সম্মুখে ইসায়েল ব^শের বিচার নিত্য ২ আপন হৃদয়ের উপরে বহিবে । ৩ - তুমি এফোদের সমুদয় পরিধেয় বস্ত্র নীলবর্ণ করিব । ৩২ তাহার মধ্যস্থলে শিরঃপ্রবেশার্থে এক ছিদ্র করিব, এবং বর্মছিদ্রের ন্যায় সেই ছিদ্রের ধার চারি দিগে বুনিয়া বন্ধ করিব, তাহাতে তাহ ছিন্ন হইবে না। ” এবং তুমি তাহার আঁচলার উপরে চারি দিগে নীল ও ধুমুবণ ও রক্তবর্ণ দাড়িম করিব, এবথ স্বর্ণের কিঙ্কিণী তাহার মধ্যে থাকিবে। “ ঐ বস্ত্রের অচিলার উপরে চতুদিগে এক স্বর্ণকিঙ্কিণী ও এক দাড়িম এবং এক স্বর্ণকিঙ্কিণী ও এক দাড়িম থাকিবে।

  • এব হারোণ ঈশ্বরের সেবা করণ সময়ে