২৯ অধ্যায়।] তাঁহা পরিধান করিবে ; তাহাতে সে যখন পরমেশ্বরের সম্মুখে পবিত্র স্থানে প্রবেশ করিবে, ও সেখানহইতে যখন বাহির হইবে, তখন তাহার শব্দ শুনা যাইবে, তাহাতে সে মরিবে না।
- অপর তুমি নির্মল স্বর্ণের এক পত্র প্রস্তুত করিয়া মুদ্রার ন্যায় তাহার উপরে “ পরমেশ্বরের উদ্দেশে পবিত্র এই কথা শুদিব। " এবথ উষ্ণীষের উপরে থাকিতে তাহ নীলসূত্ৰেতে বদ্ধ করিয়া উষ্ণীষের অগ্রভাগে রাখিবা । ৩৮ এবথ তাহা হারোণের কপালের উপরে থাকিবে, তাহাতে হারোণ পবিত্র দৃব্যের দোষ অর্থাৎ ইস্রায়েল বংশকতৃক পবিত্রীকৃত পবিত্র দানাদি সকল দ্রব্য সম্বন্ধীয় দোষ বহিবে, ও পরমেশ্বরের কাছে যেন তাহারা গ্রাহ্য হয়, এই জন্যে নিত্য ২ তাহী কপালে রাখিবে ।
৩° ভূমি উড়নী ও উষ্ণীষ কাপাসের সূত্ৰদ্বারা প্রস্তুত করিব ; কিন্তু কটিবন্ধন সুচিদ্বারা চিত্র বিচিত্র করিবা ।
- আর হারোণের পুত্ৰগণের জন্যে উড়নী ও কটিবন্ধন করিব, ও তাহাদের ঐশ্বৰ্য্য ও শোভার্থে শিরোভূষণ করিব। " - এবং তোমার ভাত হারোণের ও তাঁহার পুত্ৰগণের গাত্রে সে সকল পরিধান করাইব1, এব^ তাহাদিগকে অভিষেক করিয়া পদনিযুক্ত ও পবিত্র করিব, তাহাতে তাহারা আমার যাজন কর্ম কfরবে। * ভূমি তাহাদের উলঙ্গতার আচ্ছাদনার্থে কটি অবধি জঙ্ঘা পয্যন্ত পরিধেয় বস্ত্র পরাইবা । ** এবং যখন হারোণ ও তাহার পুত্ৰগণ মণ্ডলীর আবাসে প্রবেশ করিবে কিম্বা পবিত্র স্থানে সেবা করুণাথে বেদির নিকটবৰ্ত্তী হইবে, তৎকালে যেন অপরাধ করিয়া না মরে, এই জন্যে তাহার এই বস্ত্র পরিধান করিবে ; এব^ হারোণ ও তাঁহার ব^শের নিমিত্তে এই নিত্য বিধি হইবে।
২৯ অধ্যায়। ১ যাজকগণকে পবিত্র কর৭ার্থে বলিদানাদির কথা, ৩৮ ও দিন ২ দুই মেষশাবক বলিদানের কথা, ৪৩ ও ইস্রায়েল্ বংশের সহিত বাস করিতে ও তাহাদিগকে পবিত্র করিতে ঈশ্বরের প্রতিজ্ঞ ।
- অপর আমার যাজনকর্ম করণাথে তাহাদিগকে পবিত্র করিবার জন্যে তুমি তাহাদের প্রতি এই সকল কর্ম করিব ; নিৰ্দ্দোষ এক বাছুর ও দুই মেৰ লইবা । ই এবং তাড়ীশূন্য রুটী ও তৈলমিশ্রিত তাড়ীশূন্য পিষ্টক ও তৈলাক্ত তাড়ীশূন্য সূক্ষম পিষ্টক গোমের ময়দাদ্বারা প্রস্তুত করিব, ৩ এবং এক চুপড়ীতে রাখিয় তাহা এবং ঐ বাছুর ও দুই ছাগ সঙ্গে করিয়া
ім 2 যাত্রাপুস্তক। b- NS) আনিব৷ ” এবং হারোণকে ও তাহার পুত্রগণকে মণ্ডলীর আবাসের দ্বারের নিকটে আনিয়া জলদ্বারা স্নান করাইবা । * এবং সেই সকল বস্ত্ৰ লইয়া হারোণকে উড়নী ও এফোদের বস্ত্র ও এফোদ ও বুকপাট পরিধান করাইবা, ও এফোদের বিচিত্র পটুক তাহাতে আবদ্ধ করিব। - এবথ তাহার মস্তকে উষ্ণীষ দিয়া তাহার উপরে পবিত্র মুকুট দিবা। " পরে অভিষেকার্থ তৈল লইয়া তাহার মন্তকের উপরে ঢালিয়া তাহাকে অভিষিক্ত করিবা। ৮ অনন্তর তুমি হারোণের পুত্রগণকে আনিয়া তাহাদিগকেও উড়নী পরিধান করাইবা৷ ” এবং হারোণকে ও তাহার পুত্রগণকে কটিবন্ধন পরিধান করাইব, ও তাঁহাদের মন্তকে শিরোভূষণ দিবা ; তাহাতে তাহার। নিত্য ২ যাজকতা করিবে ; এই রূপে তুমি হারোণকে ও তাহার পুত্ৰগণকে স্বপদে নিযুক্ত করিব । ** পরে তুমি মণ্ডলীর আবাসের সম্মুখে বাছুরকে আনাইলে হারোণ ও তাহার পুত্ৰগণ ঐ বাছুরের মস্তকে হস্তাপর্ণ করবে। * তখন তুমি মণ্ডলীর আবাসদ্ধারের নিকটে পরমেশ্বরের সম্মুখে ঐ বাছুরকে বলিদান করিব। ** পরে তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া অঙ্গুলিদ্বারা বেদির চুড়ার উপরে দিব, এব^ বেদির মূলেতে তাবৎ রক্ত ঢালিয়া দিব। ৩ এবx তাহার অন্ত্রোপরিস্থিত মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপলবিক ও দুই মেটিয়া ও তাহার মেদ লইয়া বেদিতে হোম করিব । * তদ্ভিন্ন বাছুরের মাৎস ও তাহার চর্ম ও গোময় শিবিরের বাহিরে অগ্নিতে দগ্ধ করিব ; ইহা প্রায়শ্চিক্ৰবলি হইবে।
- অনন্তর তুমি এক মেষ আনিবা, এব^ হারোণ ও তাহার পুত্ৰগণ ঐ মেষের মস্তকে হস্তাপর্ণ করিলে “ তুমি সেই মেষকে বলিদান করিয়া তাহার রক্ত লইয়া বেদির উপরে চারি দিগে ছিটাইয়া দিবা । ** পরে মেষকে খণ্ড ২ করিয়া তাহার অন্ত্র ও পদ ধৌত করিয়া ঐ খণ্ডের ও মস্তকের উপরে রাখিব ! ** পরে সমস্ত মেষকে বেদিতে হোম করিব ; তাহা পরমেশ্বরের হোমবলি, এবং পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত সুগন্ধি উপহার হইবে । ** পরে তুমি দ্বিতীয় মেষ লইবা, এব^ হারোণ ও তাহার পুত্ৰগণ ঐ মেষের মন্তকে হস্তাপর্ণ করিলে পর ২• তুমি সেই মেষ বলিদান করিয় তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হারোণের দক্ষিণ কণের প্রান্তে ও তাহার পুত্ৰগণের দক্ষিণ কর্ণের প্রান্তে ও
তাহাদের দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠের উপরে ও । দক্ষিণ পদের অঙ্গুষ্ঠের উপরে দিবা, এবং বেদির উপরে চতুদিগে রক্ত ছিটাইয়া দিব। পরে 83