পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूमिका 6: শিব আবরণদেবতাদেরই এক দেবতা মাত্র । নীচে প্রথম ও দ্বিতীয় খণ্ডের আবরণদেবতাগণের নাম দেওয়া হইতেছে । - প্রথম খণ্ডের আবরণ-দেবতা বলা বাহুল্য, রঘুনন্দন যে ধর্মের এই পূজাপদ্ধতি লিখিবেন, এ কথা কেহই বিশ্বাস করিবেন না। লোকে যখন রঘুনন্দনকে শাস্ত্রকার বলিয়া মানিয়া লইয়াছে, তখন কেন্তু ধৰ্ম্মঠাকুরকে হিন্দুদেবতামওলের মধ্যে লইতে গিয়া, রঘুনন্দনের নামে এই পুথি লিথিয়াছেন। আবরণদেবতাগণের নাম —গণেশ, স্বৰ্য্য, বিষ্ণু, শিব, দুর্গ, লক্ষ্মী, বিষহরি, ভৈরব, বাগুণ, সরস্বতী, কুবের, ষষ্ঠ, ভগবতী প্রভৃতি। ধৰ্ম্মের শক্তি কামিনার সহিত ধৰ্ম্মের পূজা, দুর্গার পর ও লক্ষ্মীর পূৰ্ব্বে, করিবার ব্যবস্থা। দ্বিতীয় খণ্ডের আবরণ-দেবতাগণের নাম,— গণেশ, হৰ্য, বিষ্ণু, শিব, লক্ষ্মী, বসুমতী, বিশালাক্ষী, বিহর, বটুকনাথ, ক্ষেত্রপাল প্রভৃতি ভৈরবগণ, ব্ৰহ্মাণী, মহেশ্বরী, বৈষ্ণবী, বারাহী, নারসিংহী, ইন্দ্রাণী, চামুণ্ড দেবী, বাগুলী, সরস্বতী, কুবের, ক্ষীরসমুদ্র, ষষ্ঠ, ভগবতী, ব্ৰহ্মা, গরুড়, বিশ্বকৰ্ম্ম, দ্বারপালগণ, নদী, কামদেব, বাণেশ্বর, পণ্ডাস্কর, দশদিকৃপাল, শ্বেতপণ্ডিত, নীলপণ্ডিত, কংসারিপণ্ডিত, রামাই পণ্ডিত ও নব অগ্নি। মধ্যে শিবের পর অতি বিস্তৃত ধৰ্ম্মপূজা—সকলের শেষে কামিনার পূজা। ’ আবরণদেবতাগণের পূজার পর নানা দেবদেবীর, নানা দেশের ও ভক্তবৃন্দের নাম করিয়া এক একটি ফুল দিতে হইবে। [ পৃঃ ১২৬—১৩৪ ] ইহার মধ্যে মগরপণ্ডিত, কালুঘোষ, ভট্ট ধরাধর,