পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& ধৰ্ম্মপূজা-বিধান ভাস্করনৃপতি, মণ্ডিয়ঘোষ, সাধুপুর দত্ত, তাজুলি, উত্তররাঢ়, দক্ষিণরাঢ়, আশোয়াচাণ্ডাল, আদিনাথ, দীননাথ, চৌরাঙ্গনাথ, গোরনাথ, পঞ্চগৌড় ও রাজা গৌড়েশ্বরকে" স্কুল দিবার কথা আছে। ধৰ্ম্মের আবরণদেবতাগণের মধ্যে শিবকে দেখিয়া ও আশোয়াচাণ্ডালকে পর্য্যন্ত ফুল দিবার ব্যবস্থা পড়িয়াও যদি কেহ ধৰ্ম্মকে ব্রাহ্মণের আরাধা দেবঙ। শিব বলিয়া সন্দেহ করেন, তবে তাছার আরও দেখুন ;– - পৃ ৮৯ ৷ ব্ৰহ্মা বিষ্ণু মহেশ্বরং সেবা করে নিরন্তরং। ইজ আদি ভজেন্নিত্যং সেই দেব নিরঞ্জনং ॥ শ্ৰীধৰ্ম্মায় নমঃ। আরও দেখুন ;– পৃঃ ২১৫ । ব্ৰহ্মা বিষ্ণু মহেশ্বর আদি দেবগণে । একমনে স্তব করে দেব নিরঞ্জনে ॥ কেন্থত আনলে জলে কেহ স্তব করে। কেহ তপুস্ত কোরিল সপ্তসালের উপরে ॥ 事 赖 鄂 • কার তপ নিরাহার কার-পবন আহার । হরের কঠোর তপুস্তা কোহিতে অপার। হেঠ মাথায় তপুস্তা করেন তৃলোচন। দেখিতে না পাইলেন ঠাকুর নিরঞ্জন ॥ ধৰ্ম্ম বলেন দেখা দিব কেমনে ইহায় । উল্লুক পাত্র মোরে কচ্ছ না উপায় ইত্যাদি ইত্যাদি।