পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ー&8 ধৰ্ম্মপূজা-বিধান শ্বেত উৎপল পুষ্প পুরাণে বখানি। হেন রথ সাজিয়া দিল অরুণ সাহিনী ॥ সুবর্ণের বেদি শোভ করে রথের উপর। হেন রথে উদয় প্রভু ভানু ভাস্কর ॥ সোল পাত্র ধরিল গোশঞির রথের সিকল । বার আদিত্য তবে বসিলা থরে থর ॥ কনকপদ্মের মালা প্রভুর অঙ্গে শোভ করে। আপনে ইন্দ্ররাজ তুলিয়া ছত্র ধরে। জোড়হাথে প্রভুকে পাত্র করেন গোচর। সকল জীবজন্তুর গোসাঞির চিন্তা কর ॥ অধুনিকে ধন দিহ গোসাঞি অপুত্রকে পুত্র দান। রাজপুত্রকে রাজ্যদেহ গোশাঞি ব্রাহ্মণে বিদ্যাদান। আৰ্দ্দাস করেন পাত্র জুড়ি দুই হাথ । উদয় করিল প্রভু চিন্তামণি নাথ ॥ কেহো বলে নিকট কেহো বলে দূর l. ভাবিয়া না পায় জারে দেবতা অস্থর। হাথে অর্ঘ্য করিয়া দানপতি সূৰ্য্যপানে চাহে। সপ্তঘোড়া রথ গোশাঞির অন্তরীক্ষে বহে ॥ সূৰ্য্যাষ্টক কহিল পণ্ডিত সূৰ্য্য আবাহন। আসা পূরিয়া বর দিবেন বিরিঞ্চি নারায়ণ ॥