পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯o ধৰ্ম্মপূজা-বিধান আপাবন, টিকাপাবন করি শার। টিকাপাবন করিতে পড়ে জয় জয় কার। মলয়জ কাষ্ঠ আন সারিন বটিকা । হরশিতে পূজিব শ্ৰীধৰ্ম্মের পাদুকা। তিন খুর চারি জুগে পেড়ির নিৰ্ম্মান । বিষাই নিৰ্ম্মিত পেড়ি হনুয়ে জগান। গঙ্গামৃত্তিকা জল করিয়া এক স্থানে। চন্দন ঘষেন গঙ্গা হয়্যা একমনে ॥ গঙ্গা যমুনা আসিয়াছেন হয়্যা একমেলি। সরঞ্জু শারদা আল্যা করি নানা কেলি ॥ গোমতি গণ্ডকী আইলা আর বেগবতি । মন্দাকীনি ভোগবতি আইল ভরিতি ॥ গোদাবরী চাপাই আর মধুবতি । বিন্দুনদী রেখানদী আইলা সাবিত্রী। নৰ্ম্মদ সাবর্ণি আইলা আর বৈতরণী । বিমলা চঞ্চল নদী আইলা মোহিনী ॥ কৌশিকী কৌমদি নদী করিয়া যুগতি। কৰ্ম্মণাশা করতোয় আইল ভরিতি ॥ দামোদর বাকামর হইয়া একধারা। ক্ষীরনদী শোন নদ আইল ধৰ্ম্মের দেহার ॥ ।