পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মপূজা-বিধান శిevరి জদি বা তুমার বাক্যে না করি পালন, আর শাঞি হয় এই মহির শৃজন। বিশ্বয় পায়িয়া প্রভূ ছাড়িল নিশ্বাস। নিশ্বাস হয়িতে হইল উল্লুক প্রকাস ॥ ধৰ্ম্মপদ সরসিজে করি অভিলাস । রামাঞি পণ্ডিত আদ্য করিল প্রকাস ॥ ২ ॥ সম্মুখে দেখিয়া ধৰ্ম্ম পক্ষ অবতার। সমাদরে জিজ্ঞাসা করেন, নিরাকার ॥ কিবা নাম ধর তুমি কোথা হৈতে আলে। কে তোমার মাতা পিতা কোথা বা জন্মিলে ॥ স্থনিঞা উল্লুক করপুটে কয় কথা। তোমার নিশ্বাসে জন্ম তুমি মাত পিতা। পুণ জিজ্ঞাসিলা ধৰ্ম্ম দেখ কিমাকার। উল্লুক কহেন দেখি ঘোর অন্ধকার। অপর ণা দেখি কেনে পুরুষ শঞ্চার। সভে মাত্র দেখি তোম। ধবল আকার ॥ ধৰ্ম্ম কহেন পুণ স্থন উল্লুকাই। বসিতে না পাই স্থল পৃষ্ঠে দেহ ঠাঞি ॥ উল্লুক কহেন কথা স্থন করতার। মোর পৃষ্ঠে ভর করি কর আগুশার।