পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ ● 8 ধৰ্ম্মপূজা-বিধান উল্লকের পৃষ্ঠদেশে করিয়া আসন । ভাবিতে লাগিলা তত্ত্ব পরম কারন, ॥ জতেক ইন্দ্রিয় সব উৰ্দ্ধ করি মনে । উৰ্দ্ধমুখে রহে ধৰ্ম্ম ধরিয়া পবনে ॥ পৃষ্ঠে করি পক্ষরাজ উড়িলা গগণে । চতুর্দশ জুগ গেল উল্পক আশনে। ভ্রমন করয়ে খগ না পায় আশ্বাস । শ্ৰমযুত হয় কয় ছাড়িয়া নিশ্বাস ॥ উল্লক কহেন জল দেহ নিরাকার। ত্রিষ্ণায় বিদরে বুক স্থন করতার ॥ ধৰ্ম্ম বলেন বলি স্থন উল্লুকাই। তুমি আমি বিনে ইথে আর কেহ শাঞি। সন্ত্যেতে মণ্ডল দেখ ঘোর অন্ধকার । আমিত না জানি কোথা জলের শঞ্চার ॥ খগ বলে কেনে মায়া কর মায়াধর । উৎপতি প্রলয় তুমি স্থন পরাৎপর। তুমি জল তুমি স্থল তুমি রাত্রি দিবা। চন্দ্র সূৰ্য্য পবন, তুমি দেবি দেবা। গতা গঙ্গা বারাণসি শাগর জংগম । ব্ৰহ্মাণ্ডে আছয়ে জত তুমি ষে কারন, ॥