পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રન ধৰ্ম্মপূজা-বিধান অশুরে বিনাস করি নাঙ্গল মুষল ধরি বলভদ্রেরুপে করতার ॥ জলধির তিরে স্থান বোদরুপে ভগবান হয় তুমি কৃপাবলোকন। প্রশাদ করেতে দিয়্যা নরে শন্নিধান লিয়্যা কৈলে তুমি নৈরাস সমন ॥ হবে কক্লিরাপ হয়্যা ম্লেছ রুপে শংহারিয়্যা পুণঃ স্বষ্টি করিবে স্বজন। রামাঞি পণ্ডিত ভনে এ কথা জে জন স্বনে তারে বর দেন নিরঞ্জন ॥ উর্দু কুৰ্ম্ম না ছিল জে মেদিনী আকাস। দিবা নিষি নাঞি ছিল গতি ভাতি ভাস ॥ । চন্দ্র সূৰ্য্য না ছিল না ছিল জে পাতাল। উৎপতি না ছিল না ছিল জমক্কাল ॥ তেকনা পৃথিবী না ছিল সকল ধুন্দকার। তেকনা পৃথিবী না ছিল সকল ধুন্দময়। ধুন্দকার উপরে প্রভু মায়াবিন্ধু রয় ॥ ধুন্দুকার উপরে রহিলা মায়াবিন্ধু। তথি ভর করিল ধৰ্ম্ম অনাদি সিন্তু ।