পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२● ধৰ্ম্মপূজা-বিধান বিষ্ণু হল্যা পয়গম্বর ব্ৰহ্মা হল্যা পাকাম্বর মহেশ হইল বাবা আদম । - কাৰ্ত্তিক হইল কাজি গণেশ হইল গাজি ফকির হইল মুনিগন । ছাড়িয় আপন ভেক । নারদ হইল শেক পুরন্দর হইল মলনা। ব্ৰহ্মা বিষ্ণু আদি দেবে পদাতিক হয়্যা সভে উচ্চশ্বরে বাজায় বাজনা ॥ দেখিয়া চণ্ডিকা দেবি তিহেঁ হৈল হাও বিবি পদ্ম হইল বিবি নূর। জতেক দেবতাগন করিল দারুন পন প্রবেশ করিলা জাজপুর ॥ _: দেউল দেহারা ভাঙ্গে কাড্যা ফেড্যা খায় রঙ্গে পাখড় পাখড় বলে বোল । শেবিয়া ধৰ্ম্মের পায় -- শ্রীরাম পণ্ডিত গায় ই বড় কৌতুক গণ্ডগোল ॥ ওলন্তের মাল পড়িছে বিহান। কাটিছেন খনকার তির কামান ॥ স্থরৎ ঘোড়াকা পিষ্ঠে জিন পালান। বার দিয়া বসিলেন খোদায় পরমান ॥