পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

之● ধৰ্ম্মপূজা-বিধান র্তাহারা আশ্রমে উপস্থিত হইলেন, রামচন্ত্রের বীরত্বে ঋষির যজ্ঞ নিৰ্ব্বিয়ে সম্পন্ন হইল, মহাসন্তুষ্ট হইয়া বিশ্বামিত্র রামলক্ষ্মণকে অইয়া মিথিলায় জনক-যজ্ঞে চলিলেন। উত্তরমুখে কিছু দূর আসিয়া তাহার শোণ নদ পাইলেন, শোণের ধারে রাত্রি যাপন করিয়৷ প্রভাতে পার হইলেন, পার হইয়া মধ্যাহ্নে গঙ্গার ধারে উপস্থিত হইলেন । গঙ্গর উত্তর তীরেই মিথিলা । সেখানে তাহারা কি করিলেন, সকলেই জানেন। হরধমুভঙ্গের পর রামের সীতা লাভ হইল। এইরূপ এ অঞ্চলেও আৰ্য্যদিগের গতি-বিধির কথা পাওয়া যায় ; কিন্তু গঙ্গার দক্ষিণ তটস্থ রাজমহলশৈলমালার পূর্বধারে ঠাহারা একেবারেই প্রবেশ করিতে পারিলেন না। বরং তাহারা আরও কিছু কাল পরে সবনং ঘোরসঙ্কাশং দৃষ্ট নৃপবরাত্মজঃ। • অবিগ্রন্থতমৈনাক পপ্রচ্ছ মুনিপুঙ্গব । আহে বনমিদং দুর্গং ঝিল্লিকাগণনাদিতম্। ভৈরবৈঃ স্বাপদৈঃ পূর্ণং শকুস্তিদারুণারুতৈঃ ॥ নানাপ্রকারে: শকুনৈর্বাশুদ্ভির্ভৈরবন্ধনৈ: । সিংহবাস্ত্রবরাছৈশ বারশৈশেচাপশোভিতম্ ॥ 事 事 কিং শ্বেতদ্বদারুণং বনম্ ॥ তমুবাচ মহাতেজ বিশ্বামিত্রে মহামুনিঃ। 事 tk or সেয়ং পস্থানমাবৃত্য বসত্যধ্যদ্বযোজনে । অতএৱ চ গন্তব্যং তাটকায় বনং যতঃ ॥ —বাল্মীকিরামায়ণ, বালকাও, ২৪শ স্বৰ্গ ।