পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२४ ধৰ্ম্মপূজা-বিধান কাপাস চাস কর প্রভূ পরিবে কাপড়। দেবত হয়্যা পরিবে কত কেঁউদা বাঘের ছড় ॥ তিল সরিষা মহাপ্রভু করহ উপায়। তেল থাকিতে কত বিগতি মাখিবে গায় ॥ ইক্ষু চাস কর প্রভু পঞ্চামিত খাব। ঘরেতে থাকিতে কত পরের দ্বীরে জাব ॥ খুজিয়া বাটন গোসাঞি করহ উৰ্ত্তন । এই সব দর্ব্য চাই নিরামিষ্য ভোজন ॥ আম্ব কাঠাল গোসাঞি আটনে রুহ কলা । এই দ্রব্য চাই ধৰ্ম্ম পূজিবার বেলা ॥ এতেক বচন, যদি কহিল পাৰ্ব্বতি । চাস চসিতে গোসাঞি করিল উৎপতি ॥ তিন ভাগ বয়েষ গেল বৃদ্ধ হল্য কাল । এমন সময়ে দুর্গা না কর জঞ্জাল ॥ কোথা পাব হল্যা গরু কোথা-পাব ফাল । কোথা পাব লাঙ্গল কোথা পায়িব জুয়ালি ॥ নির্বুদ্ধি গোসাঞি বিৰুদ্ধে গেল কাল। দিনে দিনে হয় তুমি দুগ্ধের ছায়াল। তোমার হাথের ত্ৰিষক ভাঙ্গি গড়ায় কদালি ফাল আমার বাঘে তোমার বুষে হৃত নিয়া হাল ॥