পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মপূজা-বিধান ২৩৩ একধার পাঠাইয়া দিলেন পাতালে । বিষ হয়্যা রহে গীয়া নাগের শয়ানে ॥ আর এক ক্ষীরধার দিলেন গাভীরে । দুগ্ধ হয়্যা সঞ্চরিল গাভীর শ্বরীরে ॥ মধ্য ক্ষীরধার ধান্যে দিল হৈমবতী । ধান্তে ক্ষীর বান্ধিয় তণ্ডল হৈল তথি । অল্প অল্প অগ্রহায়ণ মাসে পাকে সব ধান। ভীমে আজ্ঞা করিলে দেব ভগবান, কাটহ সকল ধান্য ভীম বাছাধন । এতেক শুনিঞা ভীম করিলা গমন ॥ " কাটিল সকল ধান্য হল্য আড়াই হাল । ক্ষেত্রে রাখি বৃকোদর শিবপাশে গেলা ॥ ভীমে দেখি শঙ্কর জিজ্ঞাসে হয়্যা দ্রুত । কহ কহ বৃকোদর ধান্য হল কত ॥ এত শুনি বৃকোদর সদাশিবে বলে । আড়াই হাল ধান্য মাত্র হইল সকলে ॥ ক্রুদ্ধ হয় শিব বলে চাসের কিবা গুন। মরুক মনে চাস কৰ্ম্মে লাগুক আগুন ॥ এত শুনি অগ্নি জাল্যা দিল বৃকোদর। পুড়িতে নাগিল ধান্য দ্বাদশ বৎসর।