পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৪ ধৰ্ম্মপূজা-বিধান তাহার ধুমেতে পূর্ণ হইল গগন। ধুয়া দেখি বৃকোদরে কহে ত্ৰিলোচন ॥ কিশের উঠিছে ধুম কহ বিবরন। ভীম বলে ধান্য পুড়ে শুন ত্রিলোচন ॥ এতেক শুনিঞা পুণ কহে কৃপানিধি। আড়াই হাল ধান্য কি পুড়িছে অদ্যাবধি ॥ এত ধান্য তোমার হয়াছে আড়াই হালা । পড়াতে বলিলাম আমি এক বিষম জালা ॥ নিভায় নিভায় ভীম নিভায় তৎকাল। পুনঃ পুনঃ কহিতে লাগিলা লোকপাল ॥ জপিয়া বরূনমন্ত্র জল দিল ভীম । অৰ্দ্ধেক বঁচিল ধান্য সেহত অসিম ॥ নানাবর্ণ ধান্য বাছি লিল কীৰ্ত্তিবাস । পুনশ্চ অপর বর্ষে আরম্ভিল চাস ॥ গাইল পণ্ডিতরাম অনাদ্যের পায় । জন্মিল ধান্যের বীজ শুনহ সভায় ॥ প্রথম বৈশাখে অক্ষয় তৃতীয়ার যোগে। হরিধ্বনি করিল জতেক দেবলোকে ॥ হরিধ্বনি শুদ্যা শিব দেব ত্রিলোচন । বাকড়ির ঈশানে কৈল মুঠির স্থাপন ॥