পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

을88 ধৰ্ম্মপূজা-বিধান ভো দেব মাতু গন্দ্রে তেজিয়া পুত্র পোড়িলে কি হয় । হে দেবি । আপ হয়। তেজ হয়। হেরঙ্গ হয়। ভরঙ্গ হয়। লবহংশ হয়। তৃধউৎ হয় । চোদ্যভূবন বর্ন হয়। ইহার মোৰ্দ্ধেতে জার জন্ম হয়। তার পরম বুদ্ধি হয়। ইহার মোদ্ধেতে জার জন্ম নাঞি, সে কায় বিনস হয়। সডশ্চ মন নিশ্চল পবন অষ্ট অঙ্গুলি জাহাতে হৈল দেবি পবনের জন্ম। মহাদেবে কহন্ত স্থন পাৰ্ব্বতি তলপাকে কোতুলপ বলি। কোতুলি পায়ের উপরে সেত হাড় বৈষন্তি। সেতহাড়ের উপরে চক্র হাড় বৈশন্তি । চক্রহাড়ের উপরে অভ্যাকমলার বৈষন্তি । অভ্যাকমলার উপরে ঋদয়মনি বৈষন্তি । ঋদয়মনির উপরে নাটিকা বৈষন্তি । নাটিকার উপরে ঘোটিক বৈষন্তি । হে দেবি । নাককে কিজন বোলি, সঙ্খ বোলি, বঙ্ক বোলি। কর্নকে স্থরঙ্গ বোলি। চক্ষুকে গগনদেষ বোলি । গগন দেশের মদ্ধে মায় পুরুষ আছন্তি, জোথি হইতে নিদ্রা য়াছাদন করস্তি । হে দেবি। মস্তকে তোসি সোফা বলি। চরনকে কাঞ্চন বোলি । নৰ্ত্তরকে বাহন বোলি । কাঙ্গালি