পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মপূজা-বিধান-২৬৪

এইরূপে দ্বিজগন

করে স্রিষ্টী সংহারন

এ বড় হৈইল অবিচার।

বৈকণ্ঠে থাকিয়া ধৰ্ম্ম মনেতে পাইয়া মৰ্ম্ম মায়াতে হইল অন্ধকার॥


ধৰ্ম্ম হৈল্যা জবনরূপি মাথায়েতে কালটুপি

হাতে সোভে ত্রিরূচ কামান ।

চাপিয়া উত্তম হয় ত্রিভুবনে নাগে ভয় খোদায় বলিয়া এক নাম ॥

নিরঞ্জন নিরাকার

হৈল্যা ভেস্ত ষবতার

মুখেতে বলেন দম্বদার।

যতেক দেবতাগন

শভে হয়্যা একমন

আনন্দেতে পরিল ইজার ॥


ব্রহ্মা হৈল্য মহাঁমদ বিষ্ণু হৈল্যা পেকাম্বর আদম্ফ হৈল্যা শুলপানি।

গণেশ হৈইয়া গাজি কাত্তিক হইল্য কাজি ফকির হইল্য যত মুনি॥


তেজিয়া আপন ভেক নারদ হৈইল্য শেক পুরন্দর হইল মলনা।

চন্দ্র সূৰ্য্য আদি দেবে পদাতীক হয়্যা সেবে সবে মেলি বাজায় বাজনা ॥