পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা ३.¢ স্থাটিয়া দিলেন, ত্রিরত্বের দুইটি রত্নও ছাটিয়া দিলেন, কেবল ধৰ্ম্মকে রাথিতে র্তাহাদের কোন আপত্তিই রহিল না। প্রথম প্রথম র্ত্যহাদের ছড়াগুলি লইয়াই ধৰ্ম্ম ঠাকুরের পূজা হইত। ক্রমে ধৰ্ম্মঠাকুরের স্বরূপ একেবারে লোপ করিয়া দিবার জন্ত, ব্রাহ্মণদিগের দেব-দেবীর মধ্যে ধৰ্ম্মঠাকুরকে বসাইয়া, তাহার পূজা চলিতে লাগিল। এই চেষ্টার ফলেই আমাদের এই পুথি হইয়াছে। ইহারই অনুকরণে ভোটদেশেও যম, কুবের প্রভৃতি নানা দেব-দেবীর সহিত ঢাক, ঢোল ও শিঙ্গ বাজাইয়া বুদ্ধদেবের পূজা হয়। এইরূপে বুদ্ধদেবের অস্তিত্ব একেবারে লোপ করিয়া দিয়া, ধৰ্ম্মকে হিন্দুয়ানীর মধ্যে আনিবার জন্য এই চেষ্টা কত দূর সফল হইয়াছে, তাহাও কি আবার বলিতে হইবে ? o ঐননীগোপাল বন্দ্যোপাধ্যায়