পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মপূজা-বিধান কেহ নাঞি করে গোসাঞি সংকল্প আবাহন । বার ভক্ত্য বস্যা আছে করিয়া স্মঙরণ ॥ বাট করি আইস ধৰ্ম্ম দেবের দেবরাজ। দানপতির বাসন পূর্ণ সিদ্ধি কর কাজ ॥ তবে দেব ধৰ্ম্মরাজ অনন্ত শয়নে । রামাঞি মুনির ডাক সুনিলা সপুনে ॥ ত্রস্ত উঠিল৷ গোসাঞি দেব মায়াধর । উল্লুক বাহনে আল গম্ভির ভিতর ॥ রামাঞি ডাকিয়া গোসাঞি কহিলা বচন । কোন কার্যে তুমি মোরে করিলে স্মঙরণ। তবেত রামাঞি দ্বিজ চরণে পড়িয়া । ধৰ্ম্মকে কহেন কিছু হাসিয়া হাসিয়া ॥ বাৰ্ম্মতি গৃহভরণ মানান আছিল। সুধিবেন দানপতি বাসনা হইল ॥ তবে দেব নারায়ণ সুনিল কথন । মুন স্থন রামাঞি পণ্ডিত ব্রাহ্মণ ॥ আমার দুয়ারে দ্বিজ ব্রাহ্মণের মানা নাঞি । অন্নজল খায় বাইয়া মৃধাহ তার ঠাঞি ॥ ব্রাহ্মণ কেবল তনু ব্রাহ্মণ ঈশ্বর। ব্রাহ্মণের দুঃখ হলো কঁাপি থর থর ॥