পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

... ধৰ্ম্মপূজা-বিধান তুলসী, জগডস্তুর, কুন্দ। পড়ারের ফলং কদলি, পুষ্প বোম্বাশুদ্ধি। ব্ৰহ্মার ফল ধান্ত পুষ্প তুলসী। অথ প্রণাম । আদে ধৰ্ম্মাধিকারী। নারদমুনেঃ পুষ্পং শ্বেতপদ্মং, ফলং নারিকেলং। আসন চতুর্দশ মুদ্রা দ্বাদশ দ্বাদশ সভে হনু প্রণাম ॥ ১০০ ৷ উঠাসিনী কোঙরঋষির পুষ্প লোহিতপদ্ম, ফল গুবাক, বেদাসন, প্রতিষ্ঠামুদ্রাদক্ষিণস্থানে প্রণাম ॥ ৯০ ৷ পুষ্প বটু ভৃগুপতি ঋষি, পুষ্প তুলসী, ফল পলাস, বেদাসন, পুষ্পাঞ্জলীমুদ্রাস্থানে প্রণাম ॥ ৮৫ ৷ পাত্র বটু, অনন্তঋষি, পুষ্প শ্ৰীফলপত্র, ফল জগডম্বুর, একপাদ আসন, ধেমুমুদ্রাস্থানে প্রণাম।। ৭৮ ৷ ভোগবড় ব্রহ্ম, ভৃগুমুনি ঋষি, পুষ্প মালতী, ফল জগডম্বুর, বেদাসন, সংকটমুদ্রাস্থানে প্রণাম ॥ ৮০ ॥ দেউল মহারাণ, রাবণরাজা, পুষ্প ভোচা, ফল শ্ৰীফল, পদ্মাসন, শূলমুদ্রাস্থানে প্রণাম ॥ ৬৮। বৃদ্ধ মহারাণা ঈশ্বর, পুষ্প ধূস্তুর, ফল হরীতকী, পদ্মাসন, যোনিমুদ্রাস্থানে প্রণাম ॥ ৮৫ ৷ কোঙর সাঙ্গই মহারাণা দুবরাজ, পুষ্প শ্বেতপদ্ম, ফল নারিকেল, পদ্মাসন, যোনিমুদ্রাস্থানে প্রণাম ॥ ৭৮ ৷৷ শ্ৰীমহাসাঙ্গই শোময়ালিঙ্গ, পুষ্প নাগেশ্বর, ফুল জাতী, যোনিমুদ্রাস্থানে প্রণাম ॥ ১৫ ॥ - * ধূলিসাপট কুম্ভকৰ্ণ,পুষ্প লোহিত করুণ, ফল এলাইচ,