পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মপূজা-বিধান ২৩ এ কালে বল্লুকায় করিল এক গৃহভরণ। ব্ৰহ্ম বিষ্ণু ভক্ত সকল দেৱগণ। বালির মুকুতা করিল ছায়া জে মণ্ডপে । করেন ধৰ্ম্মের পূজা ত্রিভুবন লোকে ॥ ধ্যান করি রহিল সকল দেবগণ । পণ্ডিত রামাঞি করে নিয়ম পাবন ॥ বিষ্ণু বলেন ইহা ব্রহ্মার পাসে। চন্দন নাহিক প্রভুকে গন্ধ দিব কিসে। এতেক মুনিয়া ব্রহ্ম কচে হস্ত দিল । , একগাছি চিকুর তাহাতে খসিয়া আইল ॥ বামহস্তে করি দূরে পেলে পিতামহে। মলয়জ বলি তরু উপজিল তাহে ॥ একপাসে হল্য আগর কুঙ্কুম কস্তুরি। সীতল দেখিয়া পবন রহিলা সেই পুরী ॥ সেই চন্দনে পূজিব ঠাকুর নিরঞ্জন। এমন বলিল ব্রহ্মা দেবনারায়ণ ॥ তিনখুরা করিয়া নিৰ্ম্মান কৈল পিড়ি। চন্দন ঘসিতে গন্ধেশ্বরী আল্যা তড়বড়ি ॥ । তেত্তিষ কোটী তীর্থ আইলা প্রভুর গাজনে । আনন্দে ঘষিয়া চন্দন দিব নিরঞ্জনে ॥