পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

之8 ধৰ্ম্মপূজা-বিধান তেত্তিষ কোটি দেবগণে গোসাঞির চন্দন ঘুরি। জাতে উপজিল চন্দন সেই মলয়গিরি। সকল তীথের জল করিয়া একস্থানে। সকল তীর্থের জলে ঘুরিল চন্দনে ॥ ঘুরিল চন্দন শ্ৰীধৰ্ম্মকে দিব আগে । সৰ্ব্বেশ্বরে রাজা আর রিপ্রকুল ভাগে ॥ মান অভিমান আছয়ে তাথে । ধৰ্ম্মের প্রসাদে টীকা দিবস ভরে মাথে ॥ কহিল পণ্ডিতরাম নম শতবার। ধৰ্ম্মের গাজনে পড়ে জয় জয়কার ॥ মলঅজ কাঠ আন সাধিন বটিকা। ’ হরশিতে পূজিবারে শ্ৰীধৰ্ম্মপাদুকা। তিন খুরা চারি যুগে পেঁড়ির নিৰ্ম্মান। বিষাই নিৰ্ম্মিত পোড় হনুয়ে জগান। গঙ্গামৃত্তিক জল করিয়া এক স্থানে । চন্দন ঘষেন গঙ্গা হয়্যা একমনে ॥ . . গঙ্গা যমুনা আসিয়াছেন হয় একমেলি। সরঞ্জু শারদা আল্যা করি নানা কেলি ॥ " গোমতি গণ্ডকী আইলা আর বেগবতি । মন্দাকিনী ভোগবত আইল ভরিতি ॥