পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মপূজা-বিধান * 電 গোদাবরী চাপাই তার মধুবতি । বিন্দুনদী রেখানদী আইলা সাবিত্রী। নৰ্ম্মদ সাবর্ণ আইল আর বৈতরণী। বিমলা চঞ্চল নদী আইল মোহিনী ॥ কৌশিকী কৌমদি নদী করিয়া যুগতি। কৰ্ম্মণাশ করতোয় আইল ভরিতি ॥ দামোদর বাকামর হইয়া একধারা । ক্ষারনদী শোন নদ আইল ধৰ্ম্মের দেহার ॥ জয়নদী মহানদী আইলা কুতুহলে। কুমির কাল্যাই আইলা তাহার মিসালে ৷ সকল তীর্থের জল করি একস্থানে । চন্দন ঘষিলা গঙ্গ হরসিতমনে ॥ ঘুরিল চন্দন শ্ৰীধৰ্ম্মকে দিব আগে। সৰ্বেশ্বরে রাজ আর জত বিপ্রভাগে ॥ মান অভিমান জত আছে তাথে । ধৰ্ম্মের প্রসাদটীকা দিব সভাকার মাথে ॥ কহিল পণ্ডিত রাম নম শতবার। ধৰ্ম্মের গাজনে পড়ে জয় জয়কার ॥ অথ পুষ্পপাবন;— আদ্যের পুষ্পগাছি নাহি তার পাত। আপনে নিরঞ্জন তাহে দিল পদ্মহাত ॥