পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミや ধৰ্ম্মপূজা-বিধান সহশ্রে বাখুড়ি পদ্ম পুষ্প হইল শতদল ৷ আপনি রহিল প্রভু কমলের ভিতর ॥ কমলের সন্ধি আছে চৌদিগে বা । হেন পুষ্প ফুটিয়াছে জেন দেখি তার ॥ আছিলেন দেবতা মহাদেব হইল মালি । পুষ্প তুলিতে গেলা কৈলাস মালঞ্চ বাড়ি ॥ মনেতে ভাবিয়া তবে কহে পুরন্দর। পুষ্প তুলিবে কিসে স্থন মায়াধর। প্রভু বলেন বিশ্বকৰ্ম্ম ভোগের পান খায়। পুষ্প তুলিতে সাজি গড়িয়া জগায় ॥ হাথে গুয়া নিল বিশাই শিরে বন্দে পান। আড়তি আঙ্গিলেন বিশাই প্রভুর বিদ্যমান। ধ্যানে বসিলা বিশাই জ্ঞান নাহি টুটে। বিশাইর মন্ত্রের তেজে সাজি সেইখানে উঠে ॥ সাজি দেখিয়া তবে আনন্দিত মন । হর্ষ হঞা মালঞ্চে করিলা গমন ॥ - সোনার আঁকুড়ি নিল রূপার নিল সাজি । বাছিয়া তুলিব পুষ্প জত পাব আজি ॥ । কুন্দ নিউলি তুলে মল্লিক কহলার। । পুষ্প তুলেন শিব ভাবি নিরাকার ॥