পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रे ধৰ্ম্মপুত্রুবিধান শ্ৰীযুক্ত বাবু নগেন্দ্রনাথ বস্থ প্রাচ্যবিদ্যামহার্ণব মহাশয় রামাই পণ্ডিতের শূন্তপুরাণ প্রকাশ করেন। প্রথম প্রথম কেবল রামাই _পণ্ডিতের ছড়া লইয়াই ধৰ্ম্মপূজা চলিত। রামাই পণ্ডিত মহাশয় ব্রাহ্মণদিগের হইয়া অনেক প্লীড করিয়া গিয়াছেন।ৎ ধৰ্ম্মঠাকুরের নাম করিয়া যে নীচ শূদ্ৰজাতি খায়—এ তার কিছুতেই সহ হইত না । ২। পুধির বিষয় ধর্মের পুজা—তাহার কাল ও স্থান এই ধৰ্ম্মের পুঞ্জ, মানতের পূজা, শুক্লপক্ষের তৃতীয় তিথি হইতে আরম্ভ করিয়া চতুর্দশী পৰ্যন্ত দ্বাদশ দিবস উৎসব চলিত ; দ্বাদশ জন সন্ন্যাসী হইত। উৎসবের নাম গৃহভরণ বা বারমতি গৃহভরণ। সঙ্কল্প পৃঃ ১৮। ঐবিষ্ণুরে। তৎসদদ্য অমুকে মালি শুক্লে পক্ষে তৃতীরায়স্তিথাবারভ্য পূৰ্ব্বাঙ্গীকৃতদ্বাদশদিবসীয়গৃহভরণ-ধারশোধনকৰ্ম্মণি অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্মা শ্ৰীশ্ৰীধৰ্ম্মপ্রতিকামঃ ধৰ্ম্মদেবপূজন অমুকবিরচিত-ধৰ্ম্মপুরাণোক্তধৰ্ম্মদেবসংগীত ২। পৃঃ ৬ মোর নাম করি পুত্ৰ জত সব খায়। পিতৃমাতৃ স্বশুর তার ঘোর নরক পায় । আম্ৰ দেখিয়া যেন খায় অতি খে। - চুলিতে চুসিতে যেন আঠ লাগে বুকে। তেমন আমার শ্রব্য লোভেতে মরণ। সবংশে তাঙ্কার মাশ করিজে নিধন ॥