পাতা:ধর্ম্মপূজা-বিধান.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूबिक w) গানবাদ্যনৃত্যাদিভিদ্বাদশদিবসীয়-ধৰ্ম্মদেৰগৃহভরণমহোৎসব মহং করিষ্যে । - - পৃঃ ২০ । ওঁ আদোভ্যাদি অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবণৰ্ম্ম পূৰ্ব্বাঙ্গীকৃত-- দ্বাদশদিবসীয়-গৃহভরণকৰ্ম্মণি গণেশাদি-শ্ৰীশ্ৰীধৰ্ম্মদেবপূজনাদিকৰ্ম্মকরণায় অমুকাদিগোত্রা শ্ৰীঅমুকদাসাদি যথানামধেয়া সন্ন্যাসাদিদ্বাদশ ভক্তা ভবতোহং বৃণে । আমাদের দেশে, ব্যাণ্ডেল কাটোয় রেলের পটুলি ষ্টেসনের নিকট জামালপুরে, এক ধৰ্ম্মরাজ আছেন। সেখানে ত বৈশাখী শুরু চতুর্দশীতেই ঠাহীর পূজা হয় ; অনেক ছাগ ও শূকর বলিদান হয় ; প্রকাগু মেলা বসে ; ঐ দিন স্ত্রীলোকেরা সন্তানের কল্যাণে “ঘরভরার উপোস” করেন। 卷 এই পুথিতে বলে—বল্লুক নদীর তীরেই প্রথম ধৰ্ম্মঠাকুরের আবিভাব ও পূজা আরম্ভ হয়। + পৃ: ২২ i শনিবার ব্ৰত করিল বল্লুকার তীরে। ব্ৰহ্মা হরিহর আছেন গোসাঞির বরাবরে ॥ এই বল্লুক নদী বদ্ধমান জেলার ভিতর দিয়া গিয়াছে। নদীর তীরে বডোর্যানে এক ধৰ্ম্মঠাকুরও আছেন। এক কালে তাহার এক প্রকাণ্ড মন্দির ছিল। মন্দিরের কাজ-করী পাথরগুলি চারি দিকে ছড়াইয় পড়িয়া আছে। ধৰ্ম্ম ঠাকুর পাছে রাগ করেন, এই ভয়ে সে পাথরগুলি কেহ স্পর্শও করে না। এখন ধৰ্ম্মঠাকুর মন্দিরের অতি নিকটে একখানি উত্তর-দক্ষিণে লম্ব একতাল কোট ঘরে আছেন। মন্দিরের দুয়ার পূর্বদিকে, দক্ষিণেও একটি দরজা আছে। মন্দিরের সন্মুখে বড় একটি নটিমন্দির । সারি সারি খামের উপর একটি