পাতা:ধর্ম্মব্যাখ্যা (প্রথম পর্ব্ব).djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

શજી] ধৰ্ম্মব্যাখ্যা । , - Se(t মনে কর, তুমি এখন ষে বেতনে চাকরি করিতেছ, হঠাৎ তাহ হইতে আর কতকগুলি টাকা বেতন বৃদ্ধি হইল, কিম্বা হঠাৎ একটা পদোন্নতি হইল, অথবা হঠাৎ কতকগুলি অর্থ লাভ করিলে, কিম্বা তোমার নিঃসন্তান অবস্থায় একটী পুত্র উৎপন্ন হইল, এখন অবশুই তোমার মুখামুভব হইবে তাহাতে সন্দেহ নাই। - এখন তোমার অভ্যন্তরে কিরূপ ঘটনা হইবে ?—তোমার আত্মার মধ্যে বন্ধেব রঙ্গ করার স্তায় নুতন কোন একটা গুণ সমুৎপন্ন হইবে কি ? না তাহা কদাচ নহে, কিন্তু তোমার আত্মারই—“আমির’—ই একটু--অবস্থা পরিবর্তন হইল, ইহা বুঝিতে হইবে ;–এতদিন তুমি যে বেতনে চাকরী করিতেছিলে, অথবা ষে পদে নিযুক্ত ছিলে, কিম্বা যে পরিমাণে তোমার ধনসম্পদ ছিল তদ্বারা, কিম্বা তোমার অপুত্ৰতাদি অবস্থাতে, তোমার আত্মাতে অনেকগুলি অভাব বোধ ছিল ; ইতঃ পূৰ্ব্বে যেরূপ দ্রব্য সকল আহারাদি করিতে তদপেক্ষায়, ও স্বস্বাছ চর্ব্য, চোষ্য, লেহ, পেয়, নানাবিধ-বস্তু সকল ভোজন করিবে বলিয়া, আতর গোলাপাদ নানাবিধ সুগন্ধি দ্রব্যের কমনীয় প্রাণ লইবে বলিয়া, আপন অট্টালিকায় নয়নযুগলের মুশীতলতা কারক বিবিধ রচনা পরিপাটী-সম্বলিত বিচিত্র-শ্বেত, পীত, হরিতাবির্ণমালা নয়নসাৎ করিবে বলিয়া, পৰ্যন্ত্র-পরিশোভিত দুগ্ধ-ফেণ সদৃশ সুকোমলশয্যার সুকোমল স্পর্শানুভব করিবে বলিয়া, এবং শ্রুতিমধুর নানা প্রকার গীত বাদ্যাদি শ্রবণ করিবে বলিয়া, তোমার মস্তিষ্কবাসী আত্মা উৎফুল্প ও বিক্ষোভিত হইয়া, প্রদীপের অংশস্বরূপ-আলোকশক্তির ন্যায়, আপন অংশ বা অঙ্গপ্রত্যঙ্গ-স্বরূপ-শক্তিসমূহকে, চতুর্দিকুবিসর্পিতল্পায়ুমণ্ডলার। রসনাভিমুখে, নাসিকাভিমুখে, নয়নাভিমুখে, শ্রবণাভিমুখে এবং সৰ্ব্বশরীরপরিব্যাপ্ত চৰ্ম্মাভিমুখে প্রেরণ করিয়া যেন সমস্ত শরীরটাকে ওতপ্রোত-ভাবে আক্রমণপূর্বক পরিব্যাপ্ত ছিল। কিন্তু হইলে কি হইবে, আমাদের “ জাত্মার - শক্তিছট, শরীরের সমস্তটা অবয়বে এত প্রসারিত ও বিকীর্ণ হইয়া থাকিলেও তাহ। যথোচিত বিকসিত হইতে পারে নাই, জালম্বন-প্রাপ্তির অক্সাবে যেন সঙ্কোচিত হইয়াছিল ; মালতী, যুতী-প্রভৃতি লতাবলি যেমন কাও হইতে き*