পাতা:ধর্ম্মব্যাখ্যা (প্রথম পর্ব্ব).djvu/৩৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

શ્રૃંછ ] ধৰ্ম্মব্যাখ্যা । ף לל পদ্মাসন । "বামেীরূপরি দক্ষিণং হি চরণং সংস্থাপ্য বামন্তথা, দক্ষোরূপরি পশ্চিমেন বিধিন কৃত্ব করাভ্যাং দৃঢ়ং ” অঙ্গুষ্ঠে হৃদয়ে নিধায় চিবুকং নীসাগ্রমালোকয়েৎ এতদ্ব্যাধি বিকাশ নাশান করং পদ্মাসনং প্রোচ্যতে । ( ঘেরগু ) বামোরূপরি দক্ষিণেরু এবং দক্ষিণেরুর উপরে বামউরু সংস্থাপন পূৰ্ব্বক হস্তদ্বয় পৃষ্ঠদেশ হইতে ঘূfইয়। অনিয়া দক্ষিণ হস্তের দ্বারা দক্ষিণ পাদের অঙ্গুষ্ঠাসুলি, আর বাম হ:স্তর দ্বার। বাম পদের অঙ্গুষ্ঠাঙ্গুলী সুদৃঢ়ৰূপে ধারণ করবে, চিবুক ভাগ বক্ষ-প্রদেশে নিহিত করিবে, আর নয়নদ্বয় নাসাগ্রে বিস্ত করিবে ইহার নাম পদ্মাসন, এতদ্বারা সৰ্ব্বব্যাধি বিনাশ হইয়া থাকে । বীরাসন । “এক পদে মগৈ কম্মিনৃ বিন্যসে দুরু সংস্থি । ইত শ্বিং স্তপ। পশ্চাদ্বীর সনমিতিস্কৃত মৃ ॥” ( ঘেটুও সং ) এক পাদ অপর উকুর উপর রাখিয়া অপর পাদ অপর উরূঃ নীচে রাখিলেই বীরসেন হইবে । ভদ্রাসন । “গুলফোঁচ বৃষণস্তাধো বু্যংক্রমেণ সমাহিতঃ। পাদাঙ্গুষ্ঠে করাভ্যাঞ্চ ধৃত্বাচ পৃষ্ঠদেশতঃ ॥ জালন্ধরং সম{সাদ্য নাসা গ্র মবলোকয়েৎ । ভদ্রাসনং ভবেদেতৎ, সৰ্ব্বব্যাধি বিনাশকম্ ॥” (ঘে ও সং ) গুল্ফত্বর উত্তান ভাব করিয়া বৃষণের (অগুকোষের ) নিম্নে সংস্থাপিত করিবে, হস্তদ্বয় পৃষ্ঠদেশ হইতে ঘূরাইয়া আনিয়। দক্ষিণ হস্তের দ্বারা দক্ষিণ পদাঙ্গুষ্ঠ, এবং বাম হস্তের দ্বারা বাম পদাঙ্গুষ্ঠ ধারণ করিবে, এবং জালন্ধর বদ্ধ করিয়া নাসাগ্র দেশ অবলোকন করিবে । ই হার নাম ভদ্রাসন, ইহা দ্বার। , সৰ্ব্ব ব্যাধি বিনাশ হইয়া থাকে ৷”