ミ8 ধৰ্ম্মসাধন। প্র । ব্রাহ্মসমাজে মধ্যে মধ্যে যে শুষ্কতা আসিয়া পড়ে, . তাহা কি প্রকার ভাবে গ্রহণ করা কর্তব্য ? : - উ। তাহ পরীক্ষার অবস্থাৱলিয়া দেখা কৰ্ত্তব্য। অগ্নি- । পরীক্ষা ভন্ন আত্মা সংগঠিত হয় না, এই কারণে, केवन প্রতিকুল অবস্থা প্রেরণ করেন। তুর্ভিক্ষ থাকাতেই লোকে কৃষিকার্যের উন্নতির জন্য সচেষ্ট হ্য় । ধৰ্ম্মজগতে; আত্মার দুর্ভিক্ষও সময় সময় এই কারণে উপস্থিত হয় যে: ধৰ্ম্মাধিগণ আপনাদিগের অধিকতর সম্বল করিতে যত্নবান হইবে। " প্র । এ সময় র্যাহারা ব্রাহ্মসমাজ ত্যাগ করেন এবং র্যাহার। তাহাতে পড়িয়া থাকেন এ উভয়ের অবস্থার কি প্রকার তারতম্য হয় ? : : : . উ। যাহার এসময় নিরাশ হুইয়া ব্রাহ্মসমাজ ত্যাগ । করেন, দেখা যায় তদবধি তাহাদিগের জাত্মার উন্নতির পথ রুদ্ধ হইল যাহারা কিঞ্চিম্মাত্র বিশ্বাস স্বত্র অবলম্বন করিয়া আশায়; বুক বাধিয়া পড়িয়া থাকেন, তাহারার্বাচিয়া যান, এবং দেখাযায় পরীক্ষার সময় চলিয়া গেলে- তাহাদিগের বিশ্বাস ও বহু পরিমাণ বর্ণিত হয়। ঈশ্বরের উপর িভু। করিয়া দশজনে মিলিয়া থাকিলেই মঙ্গল হয়। . . .
পাতা:ধর্ম্মসাধন.djvu/১০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।