পাতা:ধর্ম্মসাধন.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 &) ধৰ্ম্মসাধন । স্বাধীনতা বাধা দেয় এইজন্য বিলম্ব হয়। যখন স্বাধীনত । সম্পূর্ণরূপে তার ইচ্ছার সহিত যোগ দিবে, তখনি আমাদিগের মুক্তিলাভ হইবে। ജമ്മജ ঈশ্বরের প্রেম সাধন | প্র। কিরূপে ঈশ্বরকে প্রেম করা যায় ? উ। ঈশ্বরকে প্রীতি করাই সকল ধৰ্ম্মসাধনের উদ্দেশ্য তাহার প্রতি প্রেমসাধন করিতে হইলে, তিনি আমাদিগকে কিরূপ প্রেম করেন হৃদয়ে অনুভব করা চাই । প্রেমের নিয়ম এই, যিনি আমাকে প্রেম করেন, তাহাকে আমিও প্রেম না দিয়া থাকিতে পারি না । বস্তুতঃ আমরা আমাদিগের জীবনে ষতই তাহার প্রেম অনুভব করিতে সমর্থ হইব, ততই । আমর। তাছার প্রেমিক হইব। পাপী পাপ মলিনতার তাহার প্রেম অনুভব করিতে পারে না, সে মনে করে আমার ন্যায় পাপীকে কি তিনি প্রীতি করিতে পারেন ? এই মলিনতা দূর করিয়া তাহার প্রেম বুঝিবার জন্য সাধন চাই, এই সাধনের নাম বৈষ্ণবেরা সাধন ভক্তি বলেন। প্রতি জনের পক্ষে সাধন এক প্রকার নয়, কেহ বা তাহার নাম জপ করিলেন, কেহ বা তাহার উপাসনা করিলেন,কেহ বা শুদ্ধ প্রার্থনা করিলেন । এই সাধন হইতে ভক্তির প্রতিবন্ধক সকল অল্পে অল্পে চলিয়া যায়, ইহাকে অনর্থনিবৃত্তি বলে। অনর্থ, উপস্থিত হয়, এই প্রেমেই সাধনের পর্য্যবসান ! ইহাত্ত্বেই

  • . فيابر

নিবৃত্তি হইলে নিষ্ঠ, রুচি, আসক্তি, ভাব এবং পরিশেষে প্রেম "