পাতা:ধর্ম্মসাধন.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩০ | ধৰ্ম্মসাধন । কোন কিছুরই জন্য আমাদিগের অহঙ্কার করিবার অধিকার নাই, কারণ সকলি তাহার দান । । - প্র । ঈশ্বরের প্রেম সাধনে সংসার প্রতিবন্ধক হয়, অতএব সংসার পরিত্যাগ করিয়৷ সাধন সমুচিত কি না ? উ । প্রেম সাধন করিতে সংসার পরিত্যাগ করিয়া অরণ্যবাসী হইতে হয় এটি ভ্রম, বরং তাদৃশ পরিত্যাগে প্রেম শুষ্ক হইয়া যায়। বৈষ্ণবেরা এরূপ পরিত্যাগকে ফন্তু বা শুষ্ক বৈরাগ্য আখ্যা দিয়াছেন। "মুমুক্ষুভি: পরিত্যাগঃ ফন্তুবৈরাগ্য উচ্যতে ” বিষয়ের প্রতি অনাসক্ত হইয়া যথোপযুক্ত রূপে বিষয় সকলকে ভোগ করিবে, অথচ হৃদয় ঈশ্বরে বদ্ধ থাকিবে, তাহার এইরূপ বৈরাগাকেই শ্রেষ্ঠ বৈরাগ্য বলেন। যাহারা মনে করেন সংসার পরিত্যাগ না করিলে ঈশ্বরের প্রতি প্রেম সাধন হয় না, তাহারা বস্তুতঃ প্রেম সাধন কি ? বুঝেন না । ঈশ্বরের প্রেম না বুঝিলে, কি প্রকারে ভাস্থাকে প্রেম করিব ? স্ত্রী পুত্র কন্ত। প্রভৃতি যত কিছু সংসারে সুখকর উপায়, সকলই তাহার প্রেমের দান । এই সকলের মধ্য দিয়াই আমরা বিশেষরূপে র্তাহার প্রেম বুঝিতে পারি। আমি আমার সন্তানকে ক্রোড়ে করিয়া যে আনন্দ পাইতেছি, যদি সেই সঙ্গে বুঝিতে পারি, ইটি ঈশ্বরের দান, ঈশ্বর আমাকে স্বর্থী করিবার-শিক্ষা দিবার জন্য ইহাকে আমার হস্তে ন্যস্ত করিয়াছেন, একগুণ আনন্দ চতুগুণ হয়। সংসারীদিগের এরূপ আনন্দ লাভের কি সস্তাবনা আছে ? আবার সেই সন্তান যদি আমাকে পরিত্যাগ করিয়া পরলোকস্থ হয়, এ সন্তান তাহারই তিনি মঙ্গলের